নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের শাব্দিক প্রকাশ।

প্যারাডাইম

সুখ ব্যাপারটি খুবই আপেক্ষিক, আর সেই সুযোগে আমিও সুখী।

প্যারাডাইম › বিস্তারিত পোস্টঃ

এত্ত রকম মিথ্যা!

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৬

আমরা অনেক সময়ই বলি, আমি কখনো মিথ্যা বলিনা।

কিন্তু আসলে কিন্তু আমরা প্রত্যেকেই মিথ্যা বলি। যদিও তা আক্ষরিক অর্থে মিথ্যা না।

চলুন দেখে নেওয়া যাক, মিথ্যার কয়েকটি ধরণ।

১। জালিয়াতি: এটাই হল গিয়ে ক্ষতিকর মিথ্যে। যা কিনা কোন খারাপ উদ্দেশ্যে বলা হয়।

২। অর্ধ্-মিথ্যা: এই মিথ্যার সাথে কিছুটা সত্য মিশানো থাকে।

৩। অর্ধ সত্য: খুবই ভয়ংকর মিথ্যা। এখানে ৯০% সত্যের সাথে মাত্র ১০% মিথ্যা বলা হয়।

৪। অস্বীকার: এটা হচ্ছে কোন সত্যকে মেনে না নেয়া।

৫। অতিরঞ্জন: এটা হল কোন সত্যকে বাড়িয়ে বলা।

৬। বিদ্রুপ: কোন সত্য স্টেটমেন্টকে মজা করে অন্যভাবে বলা।

৭। গালি: কোন মানুষকে যখন অন্য কোন প্রাণীর বাচ্চা বলা হয়।

৮। বাদ দেয়া: কোন তথ্যকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে বাদ দিয়ে বলা।

৯। ভুল: এটা হল ভুল করে যখন আমরা মিথ্যা বলে ফেলি।

১০। ভাল আছি: এই মিথ্যা হয়ত আমরা সবাই নিয়মিত বলি।

১১। স্বভাবগত/প্যাথলজিকাল মিথ্যা: এসব মিথ্যা হল ভয়ংকর সব মিথ্যা যা কিনা অবলীলায় বলা হয়। এগুলো যারা বলে তাদের এটা স্বভাবের সাথে মিশে যায়।














মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই অভ্যাস গুলো আমাদের এই অঞ্চলে বেশী,
ইউরোপে এর ৫০% ও নেই ।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ২:১০

প্যারাডাইম বলেছেন: আমার মনে হয়, কম বেশি সবজায়গাতেই আছে। তবে আমাদের এখানে ৫ নম্বরটা বেশি হয়(সাংবাদিকতায়, ফ্রেন্ডসার্কেলে)।

২| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:২৬

কবিতা ক্থ্য বলেছেন: আমাদের দেশের নেতারা - কেউ মিথ্যা বলে না।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৩৪

প্যারাডাইম বলেছেন: আমারও তাই মনে হয়। অন্তত তারা মিথ্যা বললে বারবার নির্বাচিত হতনা।

৩| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নির্বাচন ব্যবস্থা এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে ভাল লোক নির্বাচন করা সম্ভব না।তিনজন মিথ্যাবাদী দাড়িয়েছে ভোটে আপনি কাকে নির্বচিত করবেন।এটা একটা মন্ধের ভাল।এরথেকে ভাল ব্যবস্থা বের করতে হবে।

২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৯

প্যারাডাইম বলেছেন: ধন্যবাদ। কিন্তু আমরা তো কোন এক্সপেরিমেন্ট করতে ভয় পাই। আর সেই সুযোগে তাহারা বারবার আমাদের কে মিথ্যা আশ্বাস দেয়।

৪| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৬

কামরুননাহার কলি বলেছেন: বাংলাদেশের মানুষের জীবনটাই তো মিথ্যা।

২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৫

প্যারাডাইম বলেছেন: ধন্যবাদ। তবে আমার তা মনে হয়না। আমাদের জীবনের সবথেকে বড় সত্য রয়েছে একটি, আর তা হচ্ছে মৃত্যু। এই সত্যকে পাওয়ার আগে আমরা অনেক ছোট-বড় সত্য মিথ্যা অবলোকন করি।

৫| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: মিথ্যা দুই রকমের হয়।
সাদা মিথ্যা আর কালো মিথ্যা।
সাদা মিথ্যা মানুষের ক্ষতি করে না। কালো মিথ্যা মানুষের ক্ষতি করে।

২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৭

প্যারাডাইম বলেছেন: অনেকাংশেই তাই।

৬| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১০

নেওয়াজ আলি বলেছেন: সত্য সাদা পায়রা আর মিথ্যা কালো বিড়াল। বন জঙ্গলে ঘুরে

২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৭

প্যারাডাইম বলেছেন: পুরোপুরি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.