নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের শাব্দিক প্রকাশ।

প্যারাডাইম

সুখ ব্যাপারটি খুবই আপেক্ষিক, আর সেই সুযোগে আমিও সুখী।

প্যারাডাইম › বিস্তারিত পোস্টঃ

তাহারা!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০২


তারা ছোট বেলা থেকে একসাথে চলে;
কৈশরে এসে আরো দল ভারী করে;
সংঘবদ্ধভাবে থাকে। (?)
মেয়ে দেখলে একসাথে খারাপ কমেন্ট করে;
অধিক গালি দেয়াকে যোগ্যতা মনে করে ;
বেয়াদবীর চরম সীমা অতিক্রম করে;
বাসে উঠে জানালা দিয়ে প্রসাব করে;
ধরাকে সরা করে-
পরে, অর্থ উপার্জনে ব্যর্থ হয়;
আর দুনিয়াকে ও এর মানুষকে পাষাণ মনে করে;
ডিপ্রেশনে যায়না/
আত্যহত্যাও করে না/
তবে, শুরু করে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, প্রতারণা, পকেটমারি ও অন্যান্য;

আমাদের খবরের কাগজ নিউজে ভরে প্রতিদিন।





মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকদের ভালো করতে হবে। এই দায়িত্ব সরকারের নিতে হবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:২৮

প্যারাডাইম বলেছেন: সহমত, তবে প্রথম দায়টা হয়ত পরিবাবের

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এদের ঠিকমত পারিবারিক শিক্ষা নাই। এসব বকাটেদের মানুষ করার জন্য পরিবার থেকেই শুরু করতে হবে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:২৯

প্যারাডাইম বলেছেন: আর যারা প্রথম থেকেই পরিবার হতে বিচ্ছিন্ন তাদের দায়টা সরকার ও সমাজকে নিতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.