নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের শাব্দিক প্রকাশ।

প্যারাডাইম

সুখ ব্যাপারটি খুবই আপেক্ষিক, আর সেই সুযোগে আমিও সুখী।

প্যারাডাইম › বিস্তারিত পোস্টঃ

ধর্ম আধুনিক ও নয় গোড়া ও নয়, ধর্ম হচ্ছে ধর্ম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪৭



ধর্মের অধিকাংশ বিষয়ই অলৌকিকতা, যুক্তি নয়। এটা আমরা সবাই জানি। উদাহরণস্বরূপ দুই কাধের দুই ফেরেশতা, আমরা তাদের দেখতে পাইনা কেন? কিংবা মহানবী (সা) এর মেরাজ , কয়েক মুহুর্তে ঘটে গেল কিভাবে?

এখন কথা হল , আমাদের মস্তিষ্ক থেকে প্রসুত চিন্তা করার সীমিত ক্ষমতা দিয়ে আমরা কি সব কিছু বিবেচনা করব?(বাদাম মাপার বাটখারা দিয়ে গিয়ে ট্রাক মাপা যায়?)
যুক্তি যদি শেষ কথা হয়, তাহলে আর বিবেক বলে কিছু থাকে? স্নেহ/ভালবাসা/মায়া/মমতা বলে কিছু থাকে?

ধর্ম মেনে ভাল থাকতে পারলে সমস্যা কোথায়?
ধর্ম মানা কেউ(গোড়া মৌলবী/পুরোহিত/মাদ্রাসার বলাতকার কারী) খারাপ হলে পুরো ধর্ম কি খারাপ হয়? তাহলে তো যারা ধর্ম মানেনা তাদের কেউ খারাপ কিছু করলে(এর পরিমাণ ই বেশি) তাদের সবাইকে খারাপ ভাবতে হয়।

আমার তো এটা ভেবে ভাল লাগার কথা নয় যে, আমার বা আপনার মত একজন বানর থেকে এসেছে। বরং আমি বিশ্বাস করি এত সুন্দর করে তৈরি একটা জিনিসের নিশ্চয়ই সৃষ্টিকর্তা রয়েছে একজন।

ধর্ম আধুনিক ও নয় গোড়া ও নয়, ধর্ম হচ্ছে ধর্ম।

শেষকথা:

William Shakespeare. Hamlet suggests that human knowledge is limited: There are more things in heaven and Earth

রবীন্দনাথ তার সাথে সুর মিলিয়ে বলেন, ''বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি''

আর আমরা সবাই পৃথিবীর সবকিছু জেনে বসে আছি এমন দাবি করে, ধর্মাবলম্বীরা নাস্তিকদের আর নাস্তিকরা ধর্মাবলম্বীদের আঘাত করি।

কোন ভুল হলে বিনীত ভাবে ক্ষমা প্রার্থনা করি।





মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


বর্তমান মানব সমাজের চিন্তা, ভাবনা, লব্ধজ্ঞানের একটা লেভেল আছে; মনে হয়, আপনি সেই লেভেলে নেই, পেছনে আছেন, আপনার বাক্যগুলো সেটা প্রমাণ করছে। আপনার সমবয়সী, সমপেশা, সম-পরিমাণ শিক্ষিতদের থেকে আপনি পেছনে আছেন; কিন্তু যারা আপনার সামনে আছেন, তাদেরকে আপনি নিজের কম-জ্ঞানের ভুবনকে মেনে নেয়ার জন্য আহ্বান জানাচ্ছেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৫৪

প্যারাডাইম বলেছেন: হতেই পারে, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে, আরেকটু আমার সম্পর্কে জেনে কথাগুলো বললে ভাল হতনা?

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনার দৈর্ঘ, প্রস্হ, ওজন জানার কি দরকার? আপনার লেখা, সব তথ্য দিয়ে যাচ্ছে।

ধর্ম হচ্ছে ধর্ম, আগুন হচ্ছে আগুন, লোহা হচ্ছে লোহা; এগুলো শেষ কথা নয়; ধর্ম সম্পর্কে তথ্য আছে, আগুণ সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে; লোহের ফিজিকতাল ও কেমিক্যাল ডাটা আছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫১

প্যারাডাইম বলেছেন: তারমানে বিজ্ঞান ই শেষ কথা? বিজ্ঞান ধর্মকে ব্যখ্যা করে না, এর ক্যামিকাল ডেটা নেই বলে এর কোন মূল্য নেই? মাফ করবেন, বিজ্ঞান তো একসময় বলত, ''সময় সকল বস্তু ও প্রেক্ষাপটে একই''। অতএব এই বিজ্ঞান দিয়ে সবকিছু বিচার করা কি ঠিক?

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৩

নূর আলম হিরণ বলেছেন: ধর্ম সবসময় মানুষকে ভালো রাখতে পারেনা। পারলে পৃথিবীর সকল মানুষ ধর্ম পালন করতো। ৪২০০+ ধর্ম আছে পৃথিবীতে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫২

প্যারাডাইম বলেছেন: আপনার কমেন্টে ঝামেলা আছে। কথাটা হবে, ''পৃথিবীর সকল মানুষ ধর্ম পালন করলে পৃথিবী অনেক সুন্দর হত''। ধর্ম পালন বলতে আমি ধর্মীয় অনুশাসন মানার কথা বলছি, ট্যাগ ধারণ নয়।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঠিকই বলেছেন,অলৌকিকতাই হচ্ছে ধর্ম,এখানে কোন বাস্তবতা নাই। কল্পনার জগতে বাস করার নামই ধর্ম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৭

প্যারাডাইম বলেছেন: একেবারেই মানতে পারলামনা।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৫

রক্ত দান বলেছেন: সহমত পোষন করছি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৬

প্যারাডাইম বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৪

করুণাধারা বলেছেন: না, কোন ভুল বলেন নি। ভালো লাগলো আপনার ক্ষুদ্র প্রবন্ধ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭

প্যারাডাইম বলেছেন: ক্ষুদ্র প্রবন্ধ! ভাল বলেছেন, ধন্যবাদ।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: এক কথায় বলি- ধর্ম হলো আফিম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯

প্যারাডাইম বলেছেন: আপনার কথাটি ঠিক কিনা বুঝতে পারছিনা, তবে সুন্দর বলেছেন। কথাটির অনেক ব্যখ্যা হতে পারে। যদি একটু বুঝিয়ে বলতেন।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৮

আড়ালি বলেছেন: ভালো লাগলো ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৮

প্যারাডাইম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৪

নেওয়াজ আলি বলেছেন: চির সত্য "বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি"

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১২

প্যারাডাইম বলেছেন: একদম!

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা
অবজ্ঞা করে পবিত্র ইসলামের বানী!
কেন বিধাতা তাদের পাঠালেন মুসলিম করে
নির্ণয় না জানি !

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৪

প্যারাডাইম বলেছেন: যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী,
সে সব কাহার জন্ম নির্নয় ন জানি।

সহমত।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০০

নতুন বলেছেন: দুনিয়াতে একটা সময় যাদুকরের অনেক কদর ছিলো।

আপনার ছোট বেলায় কত কথা শুনতেন, কামরুপকামুক্ষা, ড্যাভিড কপার ফিল্ড, পিসি সরকার, জুয়েলআইচ।

এখন সবাই জানে এই গুলি হাতের কাজ মাত্র, কোন মন্ত্র নেই এর পেছনে। পুরাই স্টেজ সো এই সব। জাদকরের বাক্সেই থাকে সব কারসাজি।

তেমনি ধর্ম ও এক রকমের কারসাজি। মানুষ এখন বুঝতে পারছে তাই ধর্মের উপরে বিশ্বাস প্রতিদিন কমছে মানুষের।


০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২২

প্যারাডাইম বলেছেন: মানুষ এখন বুঝতে পারছে তাই ধর্মের উপরে বিশ্বাস প্রতিদিন কমছে মানুষের।



আপনি বোধহয় তথ্যে বিশ্বাসী না।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার কথাটি ঠিক কিনা বুঝতে পারছিনা, তবে সুন্দর বলেছেন। কথাটির অনেক ব্যখ্যা হতে পারে। যদি একটু বুঝিয়ে বলতেন।

না বুঝিয়ে বলতে পারবো না।
তবে নিজের কথা বলি- আমি ধর্ম নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি। এখন ভালো আছি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৩

প্যারাডাইম বলেছেন: আসল ব্যাপারটি ভাল থাকা।
এটা হয়ে গেলে আর কিছু লাগেনা।
সত্যি যদি ভাল থাকেন, তো আর কি চাই!

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি প্রথম লাইনেই বলেছেন “,ধর্মের অধিকাংশ বিষয়ইঅলৌকিকতা”
আর এখন বলছেন মানতে পারলাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৭

প্যারাডাইম বলেছেন: ভাই, কল্পনা আর অলৌকিকতার পার্থক্য হয়ত আপনি ধরতে পারেন নি। আমি দু:খিত। হয়ত আমি বোঝাতে পারি নি।
একটা উদাহরণ দিই: ''মানুষ অদৃশ্য হতে পারে'' আর ''আত্মা অদৃশ্য''
এখানে প্রথমটি কল্পনা আর দ্বিতীয়টি অলৌকিকতা

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অদৃশ্য মানে কি।যা দেখা যায় না,যেমন বাতাস।এমন বলতে চান কি?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৪৪

প্যারাডাইম বলেছেন: ঠিক তাই! বাতাস অদৃশ্য এটা কিন্তু কল্পনা নয়।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৬

নতুন বলেছেন: ভাই মুসলমানেরা বেশি সন্তান জন্ম দিচ্চে তাই সংখ্যা বাড়ছে।

আমাদের দেশের কত ভাগ মানুষ ইসলাম ধমের সত্যিকারের অনুসরন করে? মানে?

নামে অবশ্যই বাংলাদেশে মুসলমানের সংখ্যা অনেক কিন্তু সত্যিকারের ধর্ম সম্ববত ৫% মানে কিনা সন্দেহ।

মানুষ বুঝতে পারছে যে ধর্ম কাজের কিছু না। তাই বলে বাপ দাদার ধর্ম বা সমাজে বড় হয়েছে সেটা ত্যাগ করতে হবে এমন টাতো নাই।

দুনিয়াতে এখন বড় একটা সংখ্যা ধর্ম মানেনা। এই সংখ্যাটা বাড়বে।

নামে মুসলমান বাড়বে কারন তারা সন্তান জন্ম দিচ্চেন কিন্তু মুসলমানের সংখ্যা কমে যাচ্চে। আসলে সকল ধর্মের উপরেই মানুসের বিশ্বাস কমে যাচ্ছে।

আপনি ভেতরের বিষয়গুলি না বুঝতে পারলে কেউই বোঝাতে পারবেনা। আপনার মতন বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিস্ঠ দেশ পরিসংখ্যানে দেখেই বিশ্বাস করে বসে থাকবেন যে দেশে কত মুসলসমান।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২৩

প্যারাডাইম বলেছেন: আপনার কথা সঠিক হতে পারে।

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আত্মা কি বাতাসের মতো?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২২

প্যারাডাইম বলেছেন: দু:খিত ভাই, আমি আপনাকে বোঝাতে পারলামনা।

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৮

সাসুম বলেছেন: মানুষের মস্তিষ্কের চিন্তা করার বা উপ্লব্দি করার ক্ষমতা সীমিত এই জ্ঞান আপ্নে কই পাইছেন দাদা?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২১

প্যারাডাইম বলেছেন: আপনার চিন্তা করার ক্ষমতা হয়ত অসীম

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি তো বুঝালেনই না,আর বলছেন পারলাম না।আত্মার ডেফিনিশনটা দিন,তবেই আলোচনাটা এগুবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪০

প্যারাডাইম বলেছেন: ইসলাম ধর্মে আত্মাকে "রুহ" বলে। রুহ একটি আরবি শব্দ। তবে দেশীয় মুসলমানরা আত্মাকে বাংলাতে আত্মা বলেই ডাকে। মুসলমানরা মনে করে প্রতিটি জীবের শরীরের ভিতরেই আত্মা বিদ্যমান। মৃত্যুর সময় জীবন কবজকারী ফেরেশতা আজরাঈল (আ.) জীবের শরীরের ভিতর থেকে আত্মা বের করে নিয়ে যায়। মৃত্যুর পর কবরে আত্মাদের তিনটি প্রশ্ন করা হয়ে থাকে। এর মাধ্যমে কবর জীবনে মানুষের পাপ পুণ্য বিচার করা হয়

#Copied

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০৭

রিফাত হোসেন বলেছেন: পোস্টসহ মন্তব্য পড়লাম। কিন্তু ১৮ এর মন্তব্যের যে প্রতি মন্তব্য লেখক প্যারাডাইম সাহেব দিয়েছেন। তা মনমত হয়নি। যাকে আপনি ধর্মীয় ব্যাখ্যায় উত্তর দিচ্ছেন উনি তো এটা গ্রহণ করবে না। করার কথাও না। নুরুলইসলা০৬০৪ সাহেব হয়ত ইসলাম ধর্ম অনুসরণ করেন না, তাই তার কাছে সম্ভবত এর উত্তর সঠিক পরিপূর্ণ হবে না। বলা যায় মানার কোন কারণ দেখছি না। কথাগুলো নুরুলইসলা০৬০৪ সাহেবের দৃষ্টিকোণ থেকে বললাম।

তবে এটা বুঝি ইসলামে বিশ্বাসেই আসল। সাথে কিছু চিন্তা ভাবনার সুযোগ আছে বিশ্বাস স্থাপন করার। কিন্তু মূল স্তম্ভই বিশ্বাস। অতি মাত্রিক বৈজ্ঞানিক ব্যাখ্যার সুযোগ কম। কোরআন শরীফ ঈশ্বরের বক্তব্য/বার্তা(আদেশ-নিষেধ ইত্যাদি) কিন্তু বৈজ্ঞানিক বই নয়। কিন্তু অল্প কিছু ব্যাপারই বিজ্ঞান দিয়ে প্রমাণের সুযোগ রয়েছে। মূল কথা হল যা পালন(ভাল করা, খারাপ থেকে বিরত থাকা, আল্লাহকে স্মরণ করা) করতে বলেছে, তা আমরা করি কিনা?
যেহেতু তিনি সৃষ্টি করেছেন, সেহেতু তিনি চাইতেই পারেন যে, আমরা তাঁকে সর্বদা স্মরণ করি।

এখন যদি ব্যবসায়ী হয়ে ওজনে কম দিয়ে, ঠকিয়ে কিংবা চাকরী করে ঘুষ খেয়ে আয়ের পাহার গড়ি অথবা কায়িক শ্রমের কাজ করে অতিরিক্ত আয়ের আশায় বেশী ভাড়া আদায় করি (অন্যায্য অযুহাতে)। সেই দিকে সঠিক নামাজ, রোজা, যাকাত সঠিকভাবে করলেও ঈমানের দিক দিয়ে ঈশ্বরের বাণীর তোয়াক্কা করছি না। আমানতের খেয়ানত করে কি হজ্জ করলেই হয়ে গেল?

প্যারাডাইম সাহেব আপনি সঠিক বলেছেন, সবাই ধর্ম পালন করলে হয়ত সঠিক হত। তবে, যদি সঠিক ধর্ম বুঝে অনুসরণ করে থাকে।

উপরে অনেকেই আছেন যারা ইসলামকে তীর্যকভাবে দুষ্ট মনে করে মন্তব্য করেছেন। হয়ত ফেরেশতা দেখার বা বোরাকের গতিতে চড়া সম্ভব নয় কিন্তু সেটা অসম্ভবও নয়(সৃষ্টিকর্তার জন্য)। কিন্তু এই প্রযুক্তি আমাদের নেই। তাই বলে ইসলাম খারাপ কিছু বলছে?

ধরে নিলাম (সঠিক-১১৪টি সূরা)কোরআন মাজীদের হয়ত ১০০ থেকে ১০টা বাণী আপনার ভাল লাগে না কিন্তু বলে বাকি ৯০টি ইতিবাচক বাণীকে অস্বীকার কেন করছেন? ঐ ১০টার জন্য বাকি ৯০ই বৃথা হয়ে গেল। ইসলাম কে কেন কটাক্ষ করছেন?
ধরে নিরাম, এটি লক্ষ বছর পুরান(যদিও এটি নয়), তাই বলে ইতিবাচকগুলোর কি মূল্য নেই?

কথাগুলো আপনাকে নয় বরং অবিশ্বাসীদের বলছি, যাতে ঘৃণার মাত্রাটা একটু কমে আর কি? কারণ তারা, তাদের ভাল না লাগা ব্যাপারগুলো লক্ষ্য করেই ঢাক ঢোল পিটিয়ে দুনিয়া উদ্ধার করে। :) ঐটা দিয়েই ঐশি বাণীকে(অর্থকে) সম্পূর্ণ অস্বীকার কে।

কাজে ব্যস্ত তাই আর কথা বাড়ালাম না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:০৮

প্যারাডাইম বলেছেন: ভাই আমার, বুকে আসেন। B-) আপনি ০৬০৪ সাহেবকে মেনশন করে এই কমেন্টটিকে টেনেটুনে বড় করে একটি ব্লগ লিখে ফেলুন। ভাল হবে আশা করছি।

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস করে সৎ কার্য করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার মধ্যেই রয়েছে ধর্মের সার্থকতা। কিন্তু দুঃখজনকভাবে অনেকে নৈতিকতার পথ থেকে বিচ্যুত হয়ে ধর্মকে শুধুমাত্র লৌকিকতার মধ্যেই সীমাবদ্ধ রেখে জীবনযাপন করে। আর আরেক শ্রেণী নিজের প্রয়োজনে ধর্মকে কাস্টমাইজ করে অনুসারীদের বিভ্রান্ত করে থাকে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৩

প্যারাডাইম বলেছেন: কথা সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.