নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের শাব্দিক প্রকাশ।

প্যারাডাইম

সুখ ব্যাপারটি খুবই আপেক্ষিক, আর সেই সুযোগে আমিও সুখী।

প্যারাডাইম › বিস্তারিত পোস্টঃ

কেন আমরা খারাপ কথায় মজা পাই?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:১১



গত বেশ কয়েকমাস যাবত একটা ব্যাপার আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগছে।

আমাদের তরুন সমাজ তথা আমরা গালিগালাজে অভ্যস্ত হয়ে পড়ছি।

আরেকটা ব্যাপার হল, কোন কথার ভেতর যৌন সুরসুড়ি না থাকলে তা আমাদের চোয়াল প্রসস্ত করতে ব্যর্থ হয়।

জোক, হাসি, ঠাট্টা, কমেডি এগুলো যে ভদ্রস্ত হতে পারে তা হয়ত আমাদের ভবিষ্যত প্রজন্ম জানতে পারবেনা।

আমার অফিসে যখন বিভিন্ন কলিগদের কথা শুনি তখনও আমি এটা খেয়াল করি।

তারা সকলেই উচ্চ শিক্ষিত(?)

তাদের যদি এই অবস্থা হয়, তাহলে বাকি সকলে নির্দোষ ; এমনটা বলা যায়।


আরেকটা ব্যাপারে ও আমরা মজা পাই। আর তা হল কারো বডি শেমিং করে।
কালো/মোটা/খাট/চিকন/বোকা/লম্বা আপনি যাই হোন না কেন, আপনাকে কোন একটা নাম দিতে সবাই চাইবে, যা কিনা শ্রুতিমধুর নয়।


আর পিছনে কথা বলার ক্ষেত্রে তো কোন লেভেল মানাই হয়না।


জাফর ইকবাল সাহেবের একটা ঘটনা পড়েছিলাম যেখানে এক পঙ্গু ব্যক্তিকে চেনানোর জন্য অন্য এক ব্যক্তি ব্যর্থ হয়। তিনি ঐ পঙ্গু ব্যক্তিকে চেনানোর জন্য সকল বিশেষণ(লম্বা, চশমা পড়ে, চিকন, ভদ্র চেহারা, ইত্যাদি) ব্যবহার করলেও এটি বলেননা যে তিনি খোড়া এবং ক্রাচ ব্যবহার করেন। তাই জাফর ইকবাল তাকে চিনতে পারেনি।
অথচ তিনি এত বিশেষন না ব্যবহার করে এটি(তিনি পঙ্গু) বললেই জাফর ইকবাল সাহেব তাকে চিনতে পারতেন ভিড়ের মধ্যে। চিন্তা করুন তো, আমরা হলে কি করতাম!








মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



এগুলো নতুন প্যারাডাইম, নাকি আগেও ছিলো?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৫৫

প্যারাডাইম বলেছেন: একেবারেই ব্রান্ড নিউ

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও এ নিয়ে ভাবি আর রাস্তাঘাটে এসব সংলাপ শুনে ইচ্ছে হয় যদি পারতাম এদের উচিৎ শিক্ষা দিতে :( আফসোস কিছুই করা হয়ে উঠে না। সবচেয়ে খারাপ লাগে মা তুলে মন্দ কথা বললে অথচ ওরা হেসে হেসেই এসব কথা বলে। কেউ প্রতিবাদও করে না

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৯

প্যারাডাইম বলেছেন: পারিবারিক সুশিক্ষা ছাড়া এর থেকে পরিত্রানের উপায় আছে বলে আমার মনে হয়না।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: জাফর স্যারের এই ঘটনাটা আমি পড়েছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৯

প্যারাডাইম বলেছেন: হ্যা, ঘটনাটি আসলেই নাড়া দেয়। অন্তত আমাকে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.