নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের শাব্দিক প্রকাশ।

প্যারাডাইম

সুখ ব্যাপারটি খুবই আপেক্ষিক, আর সেই সুযোগে আমিও সুখী।

প্যারাডাইম › বিস্তারিত পোস্টঃ

রিক্সায় সাবধান!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০১

রিক্সায় সাবধান!


ওরা দাড়িয়ে থাকে
ওরা সুযোগ খোজে
ওরা হঠাত আসে
আবার হঠাত ভিড়ে মিশে যায়।
আপনি তাকে ধরতে পারবেননা।


ওরা লজ্জাহীন
ওরা বেহায়া
তবে ওরা জারজ নয়
আমাদের মধ্যেই আছে ওরা।


হয়ত আপনার কিংবা আমার পরিবারে/বন্ধুমহলে/চেনা মহলের ভদ্র আর গোবেচারা সেই।
ওরা দেখতে ভয়ংকর হবে এমন ধারণা কেন আমাদের!
আর হ্যা, শুধু রিক্সায় নয় , সবখানেতেই সাবধান থাকুন অন্তত;
হ্যা অন্তত এটা মনে রাখুন, আপনি রয়েছেন সবসময় ওদের নজরদারিতে
নিজেকে আর কখনোই সুরক্ষিত ভাববেন না দয়া করে,
দয়া করে একটু সাবধানে থাকুন,
দয়া করে একটু সতর্ক থাকুন
সবসময়, সবসময়, সবসময়।
প্লিজ!






এভাবে রাতে রিক্সায় ঘোরাটাও নিরাপদ নয়। আমি গত ৩ দিন আগে মিরপুর ১৪ তে গিয়েছিলাম একটা কাজে। সেখানে এভাবেই দুজন উঠে বসে ছিলেন রিক্সায় , হঠাত একটা ছেলে এসে মেয়েটার বুকে হাত দেয়, তারা উভয়ে সম্বিত ফিরে পাওয়ার পূর্বেই ছেলেটি খুব স্বাভাবিক ভঙ্গিতে রাস্তার ওপারে চলে গেল।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৩

নয়ন বিন বাহার বলেছেন: মাঝে মাঝে খুব আতঙ্ক লাগে। না, মাঝে মাঝে নয়, সবসময়ই!
সময়টা খুব কঠিন, খুব, খুব!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৫

প্যারাডাইম বলেছেন: সময়টা কঠিন কিনা জানিনা, তবে আমরা খুব খারাপ খুব খুব

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: মানুষ কেন এভাবে দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে?
মুদ্রার অপর পিঠও আছে জানি। চলার পথে অপ্রত্যাশিতভাবে অনেক মানবিক আচরণেরও পরিচয় পেয়ে থাকি। কিন্তু মন্দেরই সংখ্যাধিক্য।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৭

প্যারাডাইম বলেছেন: পারিবারিক নার্চারিং ছাড়া অন্য উপায় আছে বলে মনে হয়না।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: সমস্যা হলো অমানুষ গুলো দেখতে মানুষের মতো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩০

প্যারাডাইম বলেছেন: এটা তো বিরাট সমস্যা, এমন হলে ভাল হত, যে যার যার চরিত্র অনুযায়ী তার গায়ের রং বদলাতো

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৮

ঢুকিচেপা বলেছেন: সতর্কীকরণ কবিতা ভালো হয়েছে।
৩ নম্বর ছবিটার ভিডিও দেখেছি, কি ভয়ঙ্কর সাহস!!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪২

প্যারাডাইম বলেছেন: সত্যি ই তো! কি ভয়ঙ্কর সাহস, আর তার সাথে কি জঘন্য মানসিকতা

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:২৭

কবিতা ক্থ্য বলেছেন: এই কজের জন্য যে মেধার দরকার তা অন্য কোন কাজে লাগালে- হয়তো আরো উন্নতি করতো এরা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৬

প্যারাডাইম বলেছেন: এই কাজের জন্য মেধা দরকার না, দরকার মেধাশূন্যতা, আমার অন্তত এটা মনে হয়

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৪

ফয়সাল রকি বলেছেন: সাবধানে থাকার কোনো বিকল্প নেই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৭

প্যারাডাইম বলেছেন: এটাই একমাত্র কথা

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৪

অজানা তীর্থ বলেছেন: শেষের ছবিটি দিয়ে কি বুঝাতে চেয়েছেন? ঢাকা শহরের অলিতে গলিতে, রোজ ছেলে-মেয়ের এমন চলাফেরা দেখা যায়, রাতের বেলাতেও রিকশায় ঘুরে। বাকি চিত্রগুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫১

প্যারাডাইম বলেছেন: শেষের ছবি থেকে আমি যা বোঝাতে চেয়েছি তা আসলে খুবই সহজ, এভাবে রাতে রিক্সায় ঘোরাটাও নিরাপদ নয়। আমি গত ৩ দিন আগে মিরপুর ১৪ তে গিয়েছিলাম একটা কাজে। সেখানে এভাবেই দুজন উঠে বসে ছিলেন রিক্সায় , হঠাত একটা ছেলে এসে মেয়েটার বুকে হাত দেয়, তারা উভয়ে সম্বিত ফিরে পাওয়ার পূর্বেই ছেলেটি খুব স্বাভাবিক ভঙ্গিতে রাস্তার ওপারে চলে গেল। আমার লেখার মূল কারণটা ওই ঘটনা থেকেই। আমার লেখার নামটি দেখলেই তা রিলেট করা যায়।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ভাল একটি যুগোপযোগী পোস্ট। আপনাকে অশেষ ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫২

প্যারাডাইম বলেছেন: আহা! মধু মধু। ধন্যবাদ আপনাকে।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০৫

অজানা তীর্থ বলেছেন: না, আপনার লেখার নাম থেকে আপনার বর্ণনাকৃত ব্যাপার বুঝা যায়না। যদি বুঝা যেত আপনাকে প্রশ্ন করতাম না। আর হ্যা আমার প্রশ্নের উত্তর যা লিখেছেন তা সংযুক্ত করলে ভালো হবে। এতে করে আপনার লেখার আসল কারণ পরিষ্কারক হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫৫

প্যারাডাইম বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

১০| ০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৬:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের মানুষ ধার্মিক । কিন্তু তাদের বেশির ভাগই অসৎ।

১১| ২৩ শে মে, ২০২১ রাত ৩:৩২

প্যারাডাইম বলেছেন: তাতো বটেই, তবে বেশির ভাগ অসৎ এটা হয়ত ঠিক নাও হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.