নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের শাব্দিক প্রকাশ।

প্যারাডাইম

সুখ ব্যাপারটি খুবই আপেক্ষিক, আর সেই সুযোগে আমিও সুখী।

প্যারাডাইম › বিস্তারিত পোস্টঃ

৫ বারের বেশি দেখেছেন এরকম মুভির নাম বলুন।

০৩ রা মার্চ, ২০২১ রাত ১২:৫৮

৪ টি ক্যাটাগরিতে বললে ভাল হয়।

আমার দেখা এরকম:




হলিউড: The Shawshank Redemption


বলিউড: 3 Idiots


বাংলা: Baishe Srabon


ওয়ার্লড: Life is Beautiful(ITALIAN)



মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৩:১৫

কবিতা ক্থ্য বলেছেন: The Perfume
অভিনয় শিখার জন্য হলেও দেখা উচিত।

০৩ রা মার্চ, ২০২১ রাত ৩:৪৪

প্যারাডাইম বলেছেন: এই মুভিটা আমি দুবার দেখার চেষ্টা করেছি, কিন্তু কেন যেন কনটিনিউ করার ধৈর্য্য রাখতে পারিনি।

২| ০৩ রা মার্চ, ২০২১ ভোর ৪:২৩

রাজীব নুর বলেছেন: বহু মুভি আছে। ৫ বার না এক শ' বার করে দেখেছি।

০৩ রা মার্চ, ২০২১ ভোর ৫:১১

প্যারাডাইম বলেছেন: যথা

৩| ০৩ রা মার্চ, ২০২১ সকাল ৮:৪২

নীল বরফ বলেছেন: ইউরোপীয়ঃ ১। Headhunters
2. The Great Beauty
3. The Silence
4. The Diving bell and the Butterfly
5. Son of Saul
6. On body and Soul.
7. Open Your Eyes.
আরো রয়েছে। আপাতত দিলাম।

হলিউডঃ ১। The Shawshank Redemption
2. Babel
3. Mystic River
4. Schindler's List
5. The Silence of the Lambs
6. Rain Man
7. Dances with wolves.

বাংলাঃ ১। দহন।(কোলকাতা)
২।মেঘে ঢাকা তারা(২০১৩)
৩। আসা যাওয়ার মাঝে(২০১৪)
৪।জাতিস্মর (২০১৪)
৫। মন্দ মেয়ের উপাখ্যান(২০০২)
৬। ঋতুপর্ন ঘোষের সব মুভি বলতে পারেন।

World:
1. The secret in their eyes(2009,Argentina) 2. Wild tales( 2014,Argentina). 3. A Wolf at the Door (2013, Brazil) 4.City of God (2002,Brazil) 5. Embrace of the Serpent (2015,Colombia) 6. Amores Perros (2000,Mexico)
অবসর সময়ে ভাল মুভি দেখা আমার প্রিয় কাজের একটা। যে কয়েকটার নাম এখন মনে পরেছে সেগুলোই লিখে দিলাম।ভালো থাকবেন।

০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৩:১৪

প্যারাডাইম বলেছেন: আপনি তো ওস্তাদ আদমী। মন্তব্যের জন্য ধন্যবাদ। দহন দেখা হয়নি। দেখতে হবে।

৪| ০৩ রা মার্চ, ২০২১ সকাল ১০:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুবর্ণরেখা,আগন্তুক,চিড়িয়াখানা,তিতাস একটি নদীর নাম,অশনী সংকেত একাধীক বার দেখেছি


০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৩:১৬

প্যারাডাইম বলেছেন: তার মানে আপনি বাংলা ভাষার ছবি বেশি প্রেফার করেন। ভাল। কিছু ফরেন মুভি দেখবেন , সময় পেলে। আশা করি ভালই লাবে। ধন্যবাদ।

৫| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৪১

আমি সাজিদ বলেছেন: The Godfather ১, ২
দীপু নম্বর টু
জয় বাবা ফেলুনাথ
সোনার কেল্লা
The good the bad & the ugly
sleepless in seattle
Bourne identity
Rashômon
ওরা এগারো জন
মেঘের অনেক রঙ
মাসুদ রানা

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

প্যারাডাইম বলেছেন: দীপু নম্বর টু হয়ত সবাই ৫ বারের বেশি দেখেছে।
মাসুদ রানা ৫ বারের বেশি কেন দেখতে হল!

৬| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৪৪

আমি সাজিদ বলেছেন: Rain man, Empire of the sun বাদ গেছে। আগের কমেন্টের সাথে এড হবে।

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

প্যারাডাইম বলেছেন: রেইন ম্যান টা বেশি ভাল বলে মনে হয়।

৭| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৪৮

অপু তানভীর বলেছেন: বাংলা কোন মুভি দুইবারের বেশি দেখেছি বলে মনে পড়ছে না আপাতত ।

হিন্দি মুভির ভেতরে ম্যা হুনা, থ্রি ইডিয়েটস, সোচা থা না, আনডাজ আপনা আপনা, জোড়ি নাম্বার ওয়ান । এই কয়টা আপাতত মনে পড়ছে ।
ইংরেজির ভেতরে, আনস্টপেবল, এন্ডগেম ।
এছাড়া এনিমেশন বেশ কিছু মুভি অনেক কয়বার করে দেখা । তবে বেশ কয়েকবার বলতে পুরোপুরি এক সাথে না, টেনে টেনে দেখা ।

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

প্যারাডাইম বলেছেন: আপনার সাখে আমার রুচির বেশ অমিল। যাই হোক, এনিমেশন মুভির নাম বলেন দেখি, রুচি মেলে কিনা ।

৮| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৪৯

মেহেদি_হাসান. বলেছেন: European:
perfume
Life is beautiful
The book thief

Korean:
Miracle in cell no-7
Be with you

Japanese:
Your Name

Hollywood:
The Shawshank redemption
John wick ১-৩

এখন মুভির নাম মনে পড়ছে না যে কয়টা মনে পড়লো দিলাম।


০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫০

প্যারাডাইম বলেছেন: আপনার সাখে আমার রুচির বেশ খানিকটা মিল পেলাম, ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৫৭

মেহেদি_হাসান. বলেছেন: bangla:(kolkata)
Baishe Srabon
Jahjahaan regency

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫১

প্যারাডাইম বলেছেন: হ্যা দুটোই খুব ভাল, তবে ১ম টা নিয়ে কোন কথা হবেনা।

১০| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:৪১

আমি সাজিদ বলেছেন: ইউটিউবে এই সিনেমার সাউন্ড ভালো নয়। এটা বুঝার জন্যই দুই থেকে তিনবার দেখা লেগেছে। আর স্পাই থ্রিলার সে সময়ে বাংলা সিনেমায় কিভাবে এডাপ্ট হয়েছে তা বুঝতে চেয়েছিলাম। একসময় স্পাই জনরার দিকে আগ্রহ ছিল বেশ।

০৩ রা মার্চ, ২০২১ রাত ১১:৫৮

প্যারাডাইম বলেছেন: তাইতো বলি।

১১| ০৬ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৬

মিরোরডডল বলেছেন:




পাঁচবার কিনা গুনে দেখিনি কিন্তু যেকোনো মুভি ভালো লাগলে প্রায়ই একাধিকবার দেখা হয়েছে এরকম কিছু মুভি দিলাম ।
এই লিস্ট আরও অনেক বড়, এই মুহূর্তে যেগুলো মনে পড়ছে সেটাই দিলাম ।

Roman Holiday
Pretty Woman
Avatar
Titanic
Notting Hill
The Holiday
The Notebook
The Book Thief
Love Actually
Troy
Romeo and Juliet
Casablanca
Frida
আরও অনেক আছে ..................





০৭ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৫

প্যারাডাইম বলেছেন: প্যারাডাইম বলেছেন: Roman Holiday মুভিটা সম্ভবত হুমায়ুন আহমেদের প্রিয় মুভি ছিল।

১২| ০৭ ই মার্চ, ২০২১ ভোর ৪:৩৩

অজ্ঞ বালক বলেছেন: হলিউডঃ পারসুইট অব হ্যাপিনেস (রেটিং ১১/১০)
মিলিয়ন ডলার বেবি (রেটিং ১০.৫০/১০)

বলিউডঃ দিল চাহতা হ্যায়
রাং দে বাসান্তি

বাংলাঃ নাই

ওয়ার্লডঃ দ্য ওয়েলিং
ট্রেন টু বুসান

বিশেষ লিস্টঃ অইন্যরা দিলে আমিও দিমু, কি কইতে চাইসি বসেরা জানে!!!

১৩| ০৭ ই মার্চ, ২০২১ ভোর ৪:৩৫

প্যারাডাইম বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.