নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের শাব্দিক প্রকাশ।

প্যারাডাইম

সুখ ব্যাপারটি খুবই আপেক্ষিক, আর সেই সুযোগে আমিও সুখী।

প্যারাডাইম › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবথেকে বড় প্যারাডক্স সমূহ? - ২

১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪১

প্যারাডক্স(Paradox),বাংলা অর্থ কূটাভাস। জট পাকানো,প্যাঁচানোই প্যারাডক্সের কাজ।

আসলে কি এটা?


প্যারাডক্স হল একটা অসংগতি। এখানে এমন একটা পর্যায় আসে যা লজিক্যালি মেনে নেওয়া কঠিন বা মানাই যায় না।নিজেই নিজের সাথে সংঘর্ষ করে প্যারাডক্স।

এর আগের পর্বে আমি লিখেছিলাম পৃথিবীর সবথেকে বড় প্যারাডক্স সম্পর্কে।

আজ আমি আরো দু-একটি প্যারাডক্স নিয়ে আলোচনা করব।

নাপিত(বার্বার) প্যারাডক্স

১. একজন পুরুষ নাপিত, তিনি শুধুমাত্র অন্য সেসব পুরুষকেই শেভ করেন, যারা তাদের নিজেকে শেভ করেন না। এখন তাহলে সেই নাপিত নিজে কি নিজেকে শেভ করেন?

এটির উত্তর ভাবতে গেলে এটি বারবার পরস্পর বিরোধী লজিকে যেতে চাইবে কিন্তু কোন ফল পাবেনা।

এটিকে কোন সিস্টেমে কমান্ড করে দিলে সিস্টেমটাই একসময় হ্যা , না করতে করতে হ্যাং করে যাবে।

২. অন্যরকম দিন(অপোজিট ডে) প্যারাডক্স

একটি বাক্য, ''আজকের দিনটি অন্যরকম''
আপনি জানেন অন্যরকম দিন বলে কিছু নেই। আবার যদি আজকের দিনটি অন্যরকম না হয় কিন্তু আপনি এটিকে অন্যরকম বলেন তাহলে এটি একটি সাধারণ দিন , যা কিনা প্রথম বলা বাক্যটিকে কন্ট্রাডিক্ট করে।

৩. বিভ্রম/মায়া(ইল্যুশান) প্যারাডক্স

''বিভ্রম কখনো বাস্তব নয়।''
এর মানে কি দাড়ায়?
আমাদের বিভ্রম বাস্তব নয়, তাইতো?
এর মানে এটি বাস্তব যে বিভ্রম এর অস্তিত্ব আছে!

মাথা ধরে যেতে পারে তাই আজ এগুলোই থাক।

আগের পর্ব:
https://www.somewhereinblog.net/blog/paradigm/30315984

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:



বাংলা শব্দ, ভ্রমের একটা অর্থ হলো ভুল; একজন ছাত্র তার অংকটি করতে গিয়ে ভুল করেছে। এই অর্থে 'ভ্রম' শব্দে এখানে প্যারাডক্স নেই।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১০

প্যারাডাইম বলেছেন: আপনার এক্সপ্লানেশন ভাল লাগল, আমি বরং এটাকে 'বিভ্রম' করে দিই।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: নিচের বাক্যটি মিথ্যা
উপরের বাক্যটি সত্যি
;)

১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২২

প্যারাডাইম বলেছেন: আপনিতো ওস্তাত আদমী

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বিশ্বাস করুন আমি সবসময় মিথ্যা কথা বলি

১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৫

প্যারাডাইম বলেছেন: এটিও কিন্তু কাইন্ড অফ প্যারাডক্স । এটি আমার ১ম পর্বে ছিল।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি সর্বদাই সত্যবাদী, শুধু এই একটা কথাই মিথ্যা বললাম।

১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৬

প্যারাডাইম বলেছেন: হম

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: :||

১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৬

প্যারাডাইম বলেছেন: :(

৭| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:০০

শূন্য সারমর্ম বলেছেন:

প্যারাডক্স সমাধান করতে হয় প্যারাডক্স থেকে বের হয়ে।

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৬

প্যারাডাইম বলেছেন: উদাহরণ দিলে ভাল হত

৮| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: মাথা আউলায়ে দিতে চাচ্ছেন জনাব?

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৭

প্যারাডাইম বলেছেন: আপনার মাথা আউলানো আমার মত নাদানের কাজ নয়

৯| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০৭

বিটপি বলেছেন: ১ নম্বরের সমাধান করেছিঃ নাপিতকে যদি অন্য নাপিত শেভ করে দেয়, তাহলে আর প্যারাডক্স থাকেনা।

২ নম্বরের সমাধান করেছিঃ আজকের দিনটিকে যদি বর্তমান কাল ধরেন, তাহলে অতীতের সব দিনের তুলনায় অন্যরকম হবে।

৩ নম্বরের সমাধান পাইনি। ভাবছি। এটা যদি বিভ্রম না হয়, তাহলে বিভ্রমের অস্তিত্ব কোথায় আছে? :-&

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১১

প্যারাডাইম বলেছেন: ১ নম্বরের ব্যাপারটা সমাধান হবেনা কারণ আর কোন নাপিত নেই, খেয়াল করুন আমি বলেছি একজন নাপিত,
২ অতীত বর্তমান এগুলো বিভিন্ন কালগত ডাইমেনশন বৈ আর কিছু নয়, অতএব এগুলো মূলত একই।
তবে আপনি খুবই বুদ্ধিমান এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই।

১০| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৬

পদ্মপুকুর বলেছেন: ওরাকল অব ডেলফির মন্তব্যের প্রেক্ষিতে মহান দার্শনিক সক্রেটিস বলেছিলেন- 'আমি জানি যে আমি কিছুই জানি না....'

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১১

প্যারাডাইম বলেছেন: আপনার এই প্যারাডক্সটিও আমার ১ম পর্বে ছিল। ধন্যবাদ।

১১| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি জানি কিন্তু সবকিছু নয়। সুন্দর পোস্ট++++

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১২

প্যারাডাইম বলেছেন: আহা!

১২| ২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করছেন সেটা জানতে।

২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৮

প্যারাডাইম বলেছেন: ধন্যবাদ, আবার আসবেন ;)

১৩| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৮

জ্যাকেল বলেছেন: ভাল পোস্ট।

২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৯

প্যারাডাইম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.