নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের শাব্দিক প্রকাশ।

প্যারাডাইম

সুখ ব্যাপারটি খুবই আপেক্ষিক, আর সেই সুযোগে আমিও সুখী।

প্যারাডাইম › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটার রিফ্রেশ

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫২



একটা সময় ছিল, যখন আমরা কম্পিউটার ব্যবহারকারীরা মনযোগ সহকারে একটি কাজ করতাম। আর তা হল কম্পিউটার রিফ্রেশ করা।

মাউসে রাইট ক্লিক এন্ড রিফ্রেশ, মাউসে রাইট ক্লিক এন্ড রিফ্রেশ, মাউসে রাইট ক্লিক এন্ড রিফ্রেশ,মাউসে রাইট ক্লিক …

এভাবে কোন কারণ ছাড়াই এটা কিছুক্ষণ পরপর করা হত। আর এমন ভাব করতাম যেন কত বড় ও গুরুত্বপূর্ণ কাজ সেটা। হঠাত

আবিষ্কার করলাম এই কাজটি এখন গত কয়েকবছর ধরে আমি করছিনা। আপনাদের কি অবস্থা জানিনা।



আসলে সত্যি বলতে এখনকার কম্পিউটারের স্পেসিফিকেশন এতটাই ফাস্ট যে, এটা করার প্রয়োজন হয়না আর। কেননা কম্পিউটার

টায়ার্ড তেমন একটা হয়না, ফলে রিফ্রেশমেনট ও তার দরকার হয়না খুব একটা। ;)

আপনি জানেন কি? রিফ্রেশ করায় কোন মিরাকেল হয়না এমনকি এটি পিসির পারফরমেন্স ও বাড়ায় না। অথচ আমরা কোন কারণ

ছাড়াই এটাকে অভ্যাসে পরিণত করে ফেলেছিলাম!



আপনি এটিও জেনে অবাক হবেন বেশিরভাগ লিনাক্স বেইসড অপারেটিং সিস্টেমে এই অপশন টাই আপনি খুজে পাবেন না।

তাহলে এটির মূল কাজ কি?

রিফ্রেশ ফাংশন ডেস্কটপের সব আ্ইকনগুলোকে নোংরা-আবর্জনা মনে করে এবং যখন আমরা রিফ্রেশ ক্লিক করি তখন এটি সকল

বিষয়গুলোকে নতুন ফ্রেমে পুনরায় সৃষ্টি করে এবং ডেক্সটপে শো করে।





মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:০৬

জুল ভার্ন বলেছেন: আমি কদাচিৎ রিফ্রেশ করি অনেকটা অভ্যাস মতো! কিন্তু রিফ্রেশ করায় যে কোনো ফায়দা হয় না- সেটা আপনার এই পোস্ট পড়ার আগে জানতাম না।
ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:২০

প্যারাডাইম বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:২২

এপোলো বলেছেন: আগেরদিনের কিছু সফটওয়্যার মনে হয় এই রিফ্রেশের উপর কিছুটা নির্ভর করে। তখন এইটার কার্যকারিতা কম হলেও একেবারে নগন্য ছিল না। এখন রিফ্রেশ ওভাবে আর করা হয় না তেমন। তবে, মাইক্রোসফট এক্সেস এ আমাকে এখনও কদাচিৎ এই রিফ্রেশ বাটন ব্যবহার করা লাগে।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৫

প্যারাডাইম বলেছেন: হক কথা

৩| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৪

ঈশান মাহমুদ বলেছেন: হায় রাইট ক্লিক ! হায় রিফ্রেস। এটার কথা এখন ভুলেই গেছি। আপনি বলাতে মনে পড়লো। :)

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৬

প্যারাডাইম বলেছেন: আমাকে দাওয়াত দিয়ে খাওয়ান, হে হে হে

৪| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: রিফ্রেশ করতে করতে অভ্যাস হয়ে গেছে।
কম্পিউটার নিয়ে বসলেই রিফ্রেশ করতেই থাকি।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৭

প্যারাডাইম বলেছেন: এখনও?

৫| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার এই অভ্যাস কখনোই ছিলো না। রিফ্রেসটা মূলত উইন্ডোজ ৯৮ বা তার আগের গুলিতে বেশী লাগতো। আমি অবশ্য ৯৫ একবার শখ করে দেখতে ইন্সটল করে কিছু সময় পর ডিলিট করে দিয়েছিলাম।

আগে মাঝে মধ্যে এমন হতো যে একটা ফাইল ডিলিট করবার পরও সেটা দেখাতে থাকতো, তখন রিফ্রেস করলে কাজে দিতো। যেহেতু বিষয়টি জানতাম, তাই অহেতুক রিফ্রেস করার কোন প্রয়োজন মনে করতাম না।

অনেকেই মনে করেতেন যে এটা করলে র্যামের মেমরী ক্লিন হয়, কম্পিউটার ফাষ্ট হয়!

আমার অফিসের এক কলিগের এই অভ্যাস ছিলো। কয়েকদিন আগে সে অফিসের একটা পিসিতে উইন্ডোজ ১১ দিয়ে ধরা খেয়েছে! উইন্ডোজ ১১ এ রিফ্রেস করতে গেলে মাথা গরম হয়ে যায়, কারণ ওটা অন্য অপশনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে।

ম্যাকেও কিন্তু রিফ্রেস বাটন নাই!

ওহ, উইন্ডোজে কিন্তু রিফ্রেস করতে রাইট ক্লিক করে রিফ্রেসে ক্লিক করতে হবে এমন নয়, কিবোর্ডে F5 বাটন চাপলেও একই কাজটিই হয়!

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১২:০৩

প্যারাডাইম বলেছেন: আপনিতো দেখি ওস্তাদ আদমী। জোক্স এপার্ট, হ্যা এটি সত্যি যে অনেকেই ব্যাপারটা জানেনা। তারা ভাবে এতে কম্পিউটার ফাস্ট হয়।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১২:১৮

শায়মা বলেছেন: আমি তো মনে হয় জীবনেও রিফ্রেশ করিনি। :(

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১২:২৩

প্যারাডাইম বলেছেন: আপনি তো দেখি খুবই দুর্ভাগা। রিফ্রেশ করার মজাটাই অন্যরকম

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৫

সোবুজ বলেছেন: আইপেড কি অটো কি ফ্রেশ করে?

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৫

প্যারাডাইম বলেছেন: জানা নেই

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা কি মনে করাইলেন। সত্যি বলতে আমি রিফ্রেশ করতাম অকারণ অপেক্ষা করতে বিরক্ত লাগত তাই :P
ম্যাকে তো অপশন ই নাই।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩২

প্যারাডাইম বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.