![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় খুব কম, স্রষ্টাকে যেন ভুলে না যাই
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বলেছেন : “যখন তোমরা মুয়াযযিনকে আযান দিতে শুনবে, তখন সে যেরূপ বলে তদ্রপ বলবে। এরপর আমার উপর সালাত পাঠ করবে ; কারণ যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করবে, আল্লাহ তাঁকে দশবার রহমত প্রদান করবেন। এরপর আমার জন্য ‘ওসীলা’ চাইবে ; কারণ ‘ওসীলা’ হলো জান্নাতের সর্বোচ্চ স্থান, আল্লাহর একজন মাত্র বান্দাই এই মর্যাদা লাভ করবেন এবং আমি আশা করি আমিই হব সেই বান্দা। যে ব্যক্তি আমার জন্য ‘ওসীলা’ চাইবে তাঁর জন্য শাফায়াত প্রাপ্য হয়ে যাবে।”
‘ওসীলা’ শব্দের অর্থ হলো নৈকট্য। জান্নাতের সর্বোচ্চ স্তর যা আল্লাহর আরশের সবচেয়ে নিকটবর্তী তাকে ‘ওসীলা’ বলা হয়। এই স্থানটি আল্লাহর একজন বান্দার জন্যই নির্ধারিত, তিনি হলেন নবীয়ে মুসতাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) , অন্যান্য হাদীসে ‘ওসীলা’ প্রার্থনার পদ্ধতি ও বাক্য তিনি শিখিয়ে দিয়েছেন। দোয়াটি নিুরূপ :
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
উচ্চারণ: আল্লা-হুম্মা, রাব্বা হা-যিহিদ দা‘অ্ওয়াতিত তা-ম্মাতি ওয়াস স্বালা-তিল ক্বা-য়িমাতি, আ-তি মু‘হাম্মাদান আল-ওয়াসীলাতা ওয়াল ফাদীলাহ, ওয়াব‘আসহু মাকা-মাম মা‘হমুদানিল্লাযী ও‘য়াদতাহ্।
অর্থ: “হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং আগত সালাতের প্রভু, আপনি প্রদান করুন মুহাম্মাদকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওসীলা (নৈকট্য) এবং মহা মর্যাদা এবং তাঁকে উঠান সম্মানিত অবস্থানে, যা আপনি তাঁকে ওয়াদা করেছেন।”( বুখারী ৫৮৯)
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
বিলাসী বলেছেন: ধন্যবাদ, চেষ্টা করব ইন-শা-আল্লাহ
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ইসলামী চিন্তাবিদদের কাছে আমার কিছু প্রশ্ন
দুনিয়ার অশান্তির জন্য দায়ি আসলে কি
Click This Link
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
রাধাচূড়া ফুল বলেছেন: পড়ে ভালো লাগল।
আশা করি ধর্মীয় পোস্ট আরও দিবেন।