নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো সরল সোজা পথে যে পথ গিয়েছে জান্নাতের দিকে

এ জগতে মানুষ কারা

বিলাসী

সময় খুব কম, স্রষ্টাকে যেন ভুলে না যাই

বিলাসী › বিস্তারিত পোস্টঃ

থ্রিজি চালু করলো গ্রামীণ ফোন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা (থ্রিজি) চালু করল দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। রোববার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় জিপি হাউজে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।



সাহারা খাতুন বলেন, “গ্রামীণফোনের থ্রিজি সেবা চালুর মধ্য দিয়ে দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।”



গ্রামীণফোন দ্রুত সারা দেশে থ্রিজি সেবা পৌছে দেবে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরা যাতে সুলভমূল্যে এ সেবা পায় সে বিষয়েও গ্রামীণফোনকে উদ্যোগী হতে হবে।”



টেলিনর গ্রুপের সিইও জন ফ্রেডিক বাকসাস বলেন, "নতুন এ মোবাইল প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা নতুন নতুন সেবা উপভোগ করতে পারবেন।"



গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেন, "বর্তমানে রাজধানীর কিছু এলাকায় এ সেবা উপভোগ করা যাবে। তবে অক্টোবরের মধ্যে ঢাকা ও চট্রগ্রামে থ্রিজি সেবা চালু হয়ে যাবে। আর চলতি বছরের মধ্যে সব বিভাগীয় শহর এবং আগামী বছরের প্রথম প্রান্তিকে ৬৪টি জেলায় থ্রিজি প্রযুক্তি পৌঁছে দিবে গ্রামীণফোন।"



নরওয়ের রাস্ট্রদূত রাগনে বিরটে লান্দ, বিটিআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদসহ গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত জুলাই পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ৪ কোটি।



গত ৮ সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত থ্রিজি তরঙ্গের নিলামে অংশ নিয়ে গ্রামীণফোন ১০ মেগাহার্টজ এবং বাংলা লিংক, রবি ও এয়ারটেল পাঁচ মেগাহার্টজ করে তরঙ্গ কিনে।



নিলামে ওঠা দামের প্রথম কিস্তি পরিশোধ করে চার প্রতিষ্ঠানই ইতোমধ্যে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা দেয়ার লাইসেন্স পেয়েছে। রবি ইতোমধ্যে ঢাকা ও চট্রগ্রামে পরীক্ষামূলক থ্রিজি কাযক্রম শুরু করেছে।



বেসরকারি এর চার অপারেটর জানিয়েছে, গ্রাহকরা তাদের পুরনো সিমের প্যাকেজ বদলালেই থ্রিজি সেবা পাবেন।

সূত্রঃ Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

হেডস্যার বলেছেন:
১ জিবি ১০০ ট্যাকার বেশি হইলে আমি নাই...
আমার বাসার ব্রডব্যান্ড দিয়া সব করা যায় :-P

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

টুম্পা মনি বলেছেন: ভালো নিউজ। 8-|

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

চান্টু ভাই বলেছেন: নেট স্পিড কেমন হবে?

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭

ইকরাম বাপ্পী বলেছেন: 1mbps nd 512kbps

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.