নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো সরল সোজা পথে যে পথ গিয়েছে জান্নাতের দিকে

এ জগতে মানুষ কারা

বিলাসী

সময় খুব কম, স্রষ্টাকে যেন ভুলে না যাই

বিলাসী › বিস্তারিত পোস্টঃ

গবেষণা : অন্ধ মুরগিরা ডিম পাড়ে বেশি!

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৪

যেসব হাঁস-মুরগি চোখে দেখতে পায় না তারা নাকি বেশি ডিম পাড়ে। বিজ্ঞানীরা কিন্তু এমন কথাই বলছেন। হাঁস-মুরগির খামার করছেন কিংবা খামার করার কথা ভাবছেন? তাহলে আপনার খামারের কোনো মুরগি যদি অন্ধ হয় সে বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবেই দেখুন। কেননা গবেষকদের কথায়, প্রাকৃতিকভাবে দৃষ্টিশক্তিহীন মুরগিরা অন্য মুরগি, অর্থাত্ যারা চোখে দেখতে পায়, তাদের চেয়ে বেশি ডিম পাড়ে।

ভারতের ব্যাঙ্গালোরের প্রাণীপুষ্টি ও জীবনধারা বিষয়ক সংস্থা ‘এনআইএনপি’ এই গবেষণাটি চালিয়েছে। তারা দেখেছেন, স্মোকি জোয়েস নামের বংশানুক্রমিকভাবে অন্ধ, সাদা লেগোন মুরগিগুলো সাধারণ মুরগিদের চেয়ে তুলনামূলক বেশি ডিম পাড়ে। আর সেটা হয়, অন্যান্য মুরগির থেকে অনেক কম বয়সে। শোনা যায়, ২০০৮ সালে এই বিষয়টি নিয়ে গবেষণা করা শেষ করেন তারা। কিন্তু আলো কীভাবে ডিম পাড়াকে প্রভাবিত করে, তা বোঝার জন্য মাস কয়েক আগে আবারও গবেষণা শুরু করতে হয় তাদের। আর তারই ফলাফল বেরিয়ে আসে এবছরের জুলাই মাসে।

‘এনআইএনপি’র তিনজন গবেষক আইজে রেড্ডি, জি রবি কিরণ এবং এস মণ্ডল এই গবেষণাটি চালান। ওই গবেষণায় বলা হয় আলো কীভাবে ডিম পাড়ার ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসে।

গবেষণায় দেখা যায়, সাধারণত হাঁস-মুরগির খামারে যে ধরনের সাদা বাতি বা আলো ব্যবহার করা হয়, বাড়িতে পালন করা মুরগিদের একই ধরনের আলোর নিচে রেখে দেখা গেছে, এরা ৫২ সপ্তাহে প্রায় ৩০০টি ডিম পাড়ে। কিন্তু একই সময়ে এসব মুরগিকেই যদি লাল আলোকরশ্মি ও নীল আলোকরশ্মি দেয়া হয়, তাহলে এরা ৫ শতাংশ এবং ৩ শতাংশ হারে বেশি ডিম পাড়ে।

প্রাথমিক পর্যায়ে পাওয়া এই বিষয়গুলো প্রমাণ করার জন্য বিজ্ঞানীরা এরই মধ্যে দ্বিতীয় দফায় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। এক বছরের মধ্যেই এটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। তারপর গবেষণার ফলাফল ‘এনআইএনপি’র মাধ্যমে পাঠানো হবে কৃষি মন্ত্রণালয়ে। আর এই গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল খামারিদের সাহায্য করবে বলে আশা করছেন গবেষকরা। তারা বলছেন, আলোকরশ্মির বিষয়টি ব্যবহার করে খামারের মুরগিগুলোর কাছ থেকে আরও বেশি ডিম পাওয়া যেতে পারে।

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.