![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় খুব কম, স্রষ্টাকে যেন ভুলে না যাই
বিশ্বব্যাপী যে জায়ান্ট টেকনোলজি কোম্পানীগুলো যখন একে অপরের সাথে মার্জ করে অথবা একে অন্যকে কিনে নেয় তখন আমার মনটা বেশ খারাপ হয়ে যায়। এর অবশ্য অনেক কারণ থাকে। দীর্ঘ দিন শত শত মানুষের পরিশ্রমে গড়ে উঠা কত শত নতুন নতুন টেকনোলজি আমাদের দোর গোড়ায় পৌছে সারা পৃথিবীর মানুষ তার ফল ভোগ করে। আর এই দীর্ঘ দিনের তিলে তিলে গড়ে উঠা কোম্পানীটা এক নিমিষেই শেষ করে, এটা তো খালি খালি করে না। এর পেছনে হয়তো আর্থিক ব্যাপার স্যাপার কাজ করে। তবে এই কোম্পানীগুলো যদি থাকে তবে তাদের নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তিগুলো থেকে মানুষ উপকৃত হ্য়। সর্বোপরি ভোক্তারা পায় নিত্য নতুন বহুবিদ ফ্লেভার সমৃদ্ধ ডিভাইস। আবার অন্যান্য সমমানের কোম্পানীগুলো একে অপরকে টেক্কা দেওয়ার জন্য উঠেপড়ে লাগে। এতে করে আমরা সাধারন ব্যবহারকারিরা বেশ প্রতিযোগিতামূলক দামে দ্রব্যটি পাই এবং আধুনিক প্রযুক্তির ফল ভোগ করি। অনেকে আছেন মুখিয়ে থাকেন কবে তার স্বপ্নের প্রযুক্তিটি তার হাতে আসবে। সেদিক বিবেচনা করে যখন শুনি অমুক কোম্পানীকে অমুক কোম্পানী কিনে নিচ্ছে অথবা অমুক কোম্পানী অমুক কোম্পানীর সাথে মার্জ করছে এটাতে আমি খুব হতাশ হই। মনে হ্য় বিশ্ববাসী হয়তো বেশ কিছু না দেখা না শোনা প্রযুক্তি থেকে বন্ঞিত হল। আসলে এটা আমার একান্তই ব্যক্তিগত আবেগীয় ব্যাপার। আবার এর উল্টোটাও খারাপ না কোম্পানীগুলো মার্জ করে বেশ হৃষ্টপুষ্ট হয়ে নতুদ্দোমে কাজ শুরু করে এটাইবা খারাপ কি! তবে বেশির ভাগ কোম্পানীগুলোর মাথায় থাকে বদ চিন্তা। কখনো কখনো তারা তাদের প্রতিপক্ষকে ঘায়েল করতে এটা করে। বা তারা প্রতিযোগিতায় টিকতে না পেরে এটা করে আকাশচুম্বি দাম দিয়ে প্রতিপক্ষকে মেরে ফেলা। তবে মূল কথা হল একচ্ছত্র আধিপত্য বিস্তার করা, যা দিয়ে তারা গোটা পৃথিবী শাসন করবে। অনেক সময় এটা করতে গিয়ে দেখা যায় যে কোম্পানীগুলো পথের ফকির হয়ে শে্য়ারহোল্ডারদের মাথায় আকাশ ভাংগে। তবে যাইহোক না কেন প্রয়োজনে অপ্রয়োজনে নিত্য নতুন চাওয়া পাওয়া মানুষের এক মজ্জাগত অভ্যাস, আর এজন্যই মানুষ প্রতিনিয়ত ছুটে চলেছে। ছুটতেই থাকবে আজীবন যতদিন না পৃথিবী ধ্বংস হয়।
©somewhere in net ltd.