নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো সরল সোজা পথে যে পথ গিয়েছে জান্নাতের দিকে

এ জগতে মানুষ কারা

বিলাসী

সময় খুব কম, স্রষ্টাকে যেন ভুলে না যাই

বিলাসী › বিস্তারিত পোস্টঃ

নকিয়ার সাবেক কর্মীদের তৈরী নতুন ফোন 'ইয়োলা'

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪



সেইলফিশ অপারেটিং সিস্টেম নিয়ে ‘ইয়োলা’ নামের একটি স্মার্টফোন ফিনল্যান্ডের বাজারে উন্মুক্ত করেছে নকিয়ার সাবেক কর্মীদের একটি প্রতিষ্ঠান। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। নতুন স্মার্টফোন বাজারে আনার মাধ্যমে যাত্রা শুরু করল নতুন নকিয়ার সাবেক কর্মীদের তৈরি ‘ইয়োলা’ নামের প্রতিষ্ঠানটির তৈরি সেইলফিশ অপারেটিং সিস্টেম।



ইয়োলার তৈরি নতুন এ ওএসে গুগলের তৈরি মোবাইল ফোনের মুক্ত ওএস অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করা যাবে। অর্থাৎ সেইলফিসচালিত স্মার্টফোনের ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডের সব ধরনের অ্যাপস ব্যবহার করতে পারবেন খুব সহজেই। নতুন এ অপারেটিং সিস্টেমে চালিত প্রথম স্মার্টফোনটির নামও রাখা হয়েছে ‘ইয়োলা’। ফিনল্যান্ডের বাজারে প্রথমত ৪৫০টি স্মার্টফোন উন্মুক্ত করছে প্রতিষ্ঠানটি। শিগগিরই বাজারে যথেষ্ট পরিমাণ স্মার্টফোন সরবরাহের কথা জানিয়েছেন ইয়োলার সহ-প্রতিষ্ঠাতা মার্ক ডিলন। বিশ্বের ১৩৬টি দেশে ‘ইয়োলা’ স্মার্টফোন বিক্রির পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।



‘ইয়োলা’ স্মার্টফোনটিতে নানা সুবিধার মধ্যে রয়েছে ৪.৫ এইচডি পর্দা, ডুয়াল কোর প্রসেসর, মাইক্রো এসডি কার্ড সমর্থন। এই স্মার্টফোনটিতে আট মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।



অ্যাপল, গুগল আর উইন্ডোজ প্ল্যাটফর্মের সঙ্গে নকিয়ার পুরোনো মিগো প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি সেইলফিশ তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে বলে বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.