![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার অবয়ব ঝাপসা লাগে...
মনে মনে।
তবুও এক্কেবারে মুছে ফেলতে পারিনি।
কেন জানিনা কিছুতেই ভূলতে পারিনা তোমাকে।
অনেক ভেবে জিঞ্জেস করেই ফেল্লাম,
কেমন আছ? ভালো আছ কী?
আমি ভালো নেই।
তবে, তুমি ভালো থেকো।
তাইতো সরিয়ে নিয়েছিলাম নিজেকে
সেদিন,
তোমার থেকে।
তোমার কোনো খবরও রাখিনি।
জানি কখনোই ক্ষমা করবেনা।
সেটাই আমার পাওনা।
জানতাম না, কতখানি ভালোবাসি তোমাকে।
আজ জানি।
সব হারিয়ে।
©somewhere in net ltd.