নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

পরিত্রাণ

২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৪৪

আজি এ গভীর তিমির অন্ধকারে
প্রতিকারহীন মৃত্যুরা চারিধারে।
প্রলয় বিষে প্রাণহীন ধরাতল
নিমিষে নিথর নিখিলের কোলাহল।

নাহি ত্রাণ নাহি ত্রাণ -
চারিদিকে শুধু বাঁচিবার আপ্রাণ
করিছে চেষ্টা, দিয়েছে শেষ টা
যার যা আছে সকল স্রেষ্ঠ দান।
ধরনীর বুকে কিসের অভিশাপ!
মৃত্যু আঁধারে প্রলয়ের সন্তাপ।

আজি এ গভীর তিমির অন্ধকারে
প্রদীপ জ্বালাও আলো দাও চারিধারে।
আলো দাও আরো ধরনীতে দাও প্রাণ,
আঁধার ঘুচাও প্রলয় থামাও
কর হে পরিত্রাণ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ২:০৮

মাস্টারদা বলেছেন: ভাবনা ভালো। পরিত্রাণ সবার হোক।

২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৫৪

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২| ২৪ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৩

গেঁয়ো ভূত বলেছেন: অনেক সুন্দর! মুক্ত হোক বন্ধন, আলোকিত হোক জীবন।

২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৫৫

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩| ২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৫৫

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৪| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩৭

মাকার মাহিতা বলেছেন: এ অন্ধকার মহাপ্রলয়ের আগে আর শেষ হবার নয়,
এ অন্ধকার সুদী কারবারীদের জয় জয়কার জয়!
এ অন্ধকার গরীবের জীবনে নিকষ কালো আধার,
এ অন্ধকার ভিক্ষুকের শুন্য থালায় ফুটো কড়ির দাবাড়!!
এ অন্ধকার তিমিরের বুকে শুন্য ধু ধু মরুভূমির বেদুইনের দু:খ,
এ অন্ধকার এ ধরা শেষ হবার আগে শেষ হবার নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.