নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

অবসন্নতা

০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:৪৬


ঘুম চাই ঘুম --
গভীর রাতের মতো, স্তব্ধ,- নিরব-নিঝুম
শীতল শান্তি নিয়ে, মৃত্যুর মতো সব ভুলে -
এক রাত ঘুমাতে চাই প্রাণ মন খুলে।
বহুরাত নির্ঘুম তপ্ত দু'টি চোখেে
বহুদিন অপেক্ষমাণ না পাওয়ার শোকে
বিমর্ষ ক্লান্ত দেহ শ্রান্ত দু'টি পায়ে
আজ এই ভূমি পরে পরেছে লুটায়ে।

কতকাল গিয়েছে ফুরিয়ে
অস্ফুট অন্ধকারে জেগে জেগে একা
কত পথ হেঁটেছি আমি নেই লেখাজোখা
মর্মের সাধ যাহা তারি পিছে পিছে
নেমেছি ক্ষুদ্র তুচ্ছ তারচেয়ে নিচে
আরও বেশি আরও কিছু ধরিবার নেশা
আমাকে করেছে বধির-অন্ধ, পথের দিশা
হারিয়েছি অসীম সমূদ্রের ফেনিত তপ্ত নোনা জলে
যাহা ছিলো সব গিয়েছে বিফলে।
উত্তপ্ত মরু সম জীবন মাঝে কখনোই ফোটেনি কুসুম
আজ তাই ক্লান্তির চোখ ভরা জমে আছে ঘুম।

হাজার বছর ধরে যে কামনা পুড়িয়েছে দেহ
পূর্নিমা রাতে যার নেমেছে মৃত অন্ধকার তার তরে কেহ
আসেনি বলিতে কোন শান্তনার বাণী
বুকে নিয়ে শত সহস্র বছর সেই অন্ধকার গ্লানি
বুভুক্ষু ক্ষুধা আর বস্ত্রহীন গায়ে
তপ্ত মরু মাঝে নগ্ন দু'টি পায়ে
যেই দিন গিয়েছে ফুরিয়ে বহিয়া অবিরাম কষ্টের ধুম
আজ তাই দেহ ভরে জমে আছে একরাশ ঘুম।

ঘুম চাই ঘুম --
গভীর রাতের মতো, স্তব্ধ, - নিরব-নিঝুম
শীতল শান্তি নিয়ে, মৃত্যুর মতো সব ভুলে --
এক রাত ঘুমাতে চাই প্রাণ মন খুলে।।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:২৬

জুল ভার্ন বলেছেন: কবিতা খুব, খুব ভালো হয়েছে। +

"পথের ক্লান্তি ভুলে স্নেহভরা কোলে তব
মা গো, বলো কবে শীতল হবো
পথের ক্লান্তি ভুলে স্নেহভরা কোলে তব
মা গো, বলো কবে শীতল হবো
কতদূর আর কতদূর, বলো মা?"- কতোকাল ঘুমাইনা, আমিও একটু ঘুম চাই।

০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২১

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ভালবাসা ও শুভকামনা নিরন্তর।

২| ০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১০

ফুয়াদের বাপ বলেছেন: কবিতার ভাব গভীরতা অস্বাধারন হয়েছে।

ক্লান্ত শরীরেও ঘুম আসেনা যদি নিউরন অস্থির থাকে। হতাশা-বিসাদ-দুশ্চিন্তা ক্লান্ত শরীরকে ঘুমাতে দেয়না।

০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২২

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ভালবাসা ও শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.