নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

অসহায়ত্ব

১৫ ই মার্চ, ২০২৩ রাত ১:৩০

যদি থেমে যাই পথের প্রান্তে
যদি আর না পারি চলিতে,
অসফল জীবনের এই পথ চলা
থেমে যায় অন্ধকার গলিতে।
ক্ষমা করে দিও দয়াময়
ক্ষমা করে দিও দুর্বলতা!
বিষন্ন ম্লানতা ঘিরে চারিধার
ফিরে আসি বেদনার ভয়ে
আপনার শুদ্ধ মুক্ত মন
যদি কভু যায় ক্ষয়ে ক্ষয়ে।
ক্ষমা করে দিও দয়াময়
ক্ষমা কর সেই বিহ্বলতা।

ব্যার্থ জীবনে, সব অঙ্গীকার
যদি যায় ঝরে অবেলায় ;
ঝরে যাওয়া ফুলের মতো
প্রভাতেই ঝরিলে ধুলায়।
ক্ষমা করে দিও দয়াময়
ক্ষমা করে দিও সেই গ্লানি
জীবন সমুদ্রে অসীম তৃষা
অতৃপ্ত থাকে চিরকাল,
যদি কভু তপ্ত কামনায়
হয়ে পরি অপূর্ণ, কাঙাল।
ক্ষমা করে দিও দয়াময়
ক্ষমা কর ধৈর্যের হানী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ আবেগময়

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১:০৪

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.