![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এই ছোট্ট মেয়েটার জন্য সুন্দর একটা নাম চাই।
ওর বাবার নাম সবুক্তগীন আজাদ(তিসা), মায়ের নাম নিশা খন্দকার(নিশা)। নিক নামটা ছোট আর পুরো নামটা ইসলামিক কোনো নাম হলে ভাল হয়।
আমার এই ভাতিজিটির বয়স মাত্র ৩ দিন। সবাই ওর জন্য দোয়া করবেন।
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৬
নিবেদীতা বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৫
সুরভিছায়া বলেছেন: sabera azad (shatee )
৩| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৬
হাসান বিপুল বলেছেন: বিভা নামটি কেমন?
৪| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: নিবেদিতা...........ফুপু মোবারক।
তুমিই তো পারো সুন্দর একটা নাম রাখতে।
তাবাস্সুম নামটা আমার খুব প্রিয়।
অনেক দোয়া পিচ্চিটার জন্য.....ওর বাবা মাকে অভিনন্দন জানিও।
ভালো থেকো..........।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৩
নিবেদীতা বলেছেন: তোমাকেও সাজিআপু।
কেমন আছ?
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৩
নিবেদীতা বলেছেন: আপু নামের অর্থটা সাথে দিলে ভাল হয়
৫| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩১
আরিফ থেকে আনা বলেছেন: sasha
৬| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩২
মাহিরাহি বলেছেন: নাভা কিংবা নোহা।
আমার দুই ভাতিজির নাম।
৭| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৪
সিটিজি৪বিডি বলেছেন: mim (Islamic name)
৮| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৮
সুদীপ চৌধুরী বলেছেন: বিভোর
অথই
নিঝুম
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৪
নিবেদীতা বলেছেন: অনেক সুন্দর নাম।
ধন্যবাদ
৯| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৯
স্বজন বলেছেন: Tasnuva rubaiyyat tani
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৫
নিবেদীতা বলেছেন: নামের অর্থটা সাথে দিলে ভাল হয়
১০| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪১
অদৃশ্য বলেছেন: আপু, ভাইজান আর তোমার নাম যোগ করে ভাগনির নাম রাখলাম..........................তিনিশা ( নিক নাম )। ভালো নামটা আপাতত মাথায় আসছেনা। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনায়।
১১| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৩
বিষাক্ত মানুষ বলেছেন: আমি এইসব নাম টাম রাখতে পারি না
১২| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৩
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
Tanisha
১৩| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
বিহঙ্গ বলেছেন: "আদরিণী"র জন্য ভালোবাসা।
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৭
নিবেদীতা বলেছেন: সুন্দর নাম, একদম ওর মতই দেখতে।
অনেক দিন পর দেখলাম আপনাকে। কেমন আছেন?
১৪| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৭
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
Tanisha Azad
১৫| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৩
যুগান্তকারী বলেছেন: খুবি সুইট একটা বাচ্চা।আল্লাহ ওর হায়াত দারাজ করুক।
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৭
নিবেদীতা বলেছেন: আমিন
১৬| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৯
কুয়াশা বলেছেন: ফাতেমাতুজ জহুরা নাম রাখতে পারেন।
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৮
নিবেদীতা বলেছেন: গান গাইবে কিনা দেখা যাক
১৭| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০০
কালপুরুষ বলেছেন: কিউট পিচ্চিটার জন্য দোয়া রইলো। "বৃন্ত"।
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৯
নিবেদীতা বলেছেন: ধন্যবাদ
১৮| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৮
ড্রাকুলা বলেছেন: দোয়া রইল
১৯| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৫
আউলা বলেছেন: তানোখি (একজন সাহাবীর নাম)
সুলাইয়ুম(একজন সাহাবীর নাম)
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২০
নিবেদীতা বলেছেন: নাম গুলো ভাল লাগল।
ধন্যবাদ
১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮
নিবেদীতা বলেছেন: "তানোখি" নামের লিংকটা দিলে খুব ভাল হয়।
২০| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৯
অতিথি_পথিক_মানুষ বলেছেন: জোছনা আজাদ
বৃষ্টি
নূপুর
নিশুতি
নবাগতা....
২১| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩০
সীমন্ত ইসলাম বলেছেন: Doya roilo. Afra Anan, Disha - kemon lagse?
২২| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩০
অক্ষর বলেছেন: রোজিনা রাখতে পারেন, কিন্তু মনে হয় ইসলামিক নাম না
২৩| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৪
...অসমাপ্ত বলেছেন: বাহ .... ছবি দেখে খুব ইচ্ছে করছে পিচ্চিটার নাকের উপর আলতো করে আঙ্গুল ছুইয়ে আদর করে দিই.... খুব সুন্দর বাচ্চ। ....একটা কালো টিপ দিন তো তাড়াতাড়ি.... আমিই নজর দিয়ে ফেললাম .... মাশাল্লাহ ...
আরিএা (ARITRA) ...নামটা পছন্দ হলে রাখতে পারেন (স্যরি যুক্তাক্ষর এ আমার একটু সমস্যা আছে)।
অবশ্য এমন ফুলকলির আরো সুন্দর নাম হওয়া উচিত।
২৪| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬
রুবাইয়াত আফরিন বলেছেন: cute baby
২৫| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬
...অসমাপ্ত বলেছেন: http://www.birthvillage.com/meaning/Aritra
২৬| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৪
আন্ধার রাত বলেছেন:
আজরা ওয়ামিয়া
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৯
নিবেদীতা বলেছেন: নামের অর্থটা সাথে দিলে ভাল হয়
২৭| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২১
রাশেদ বলেছেন: শুভ কামনা রইলো।
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৯
নিবেদীতা বলেছেন: ধন্যবাদ
২৮| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১
একরামুল হক শামীম বলেছেন: শুভ কামনা
তিনা রাখতে পারেন।
২৯| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৮
ফারহান দাউদ বলেছেন: আরে বাহ! অনেক অনেক দোয়া থাকলো। আপু কেমন আছেন?
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২১
নিবেদীতা বলেছেন: ভাল আছি ভাই। দোয়া করবেন।
৩০| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৭
বিপাশা দেবনাথ বলেছেন: cute baby!!
৩১| ১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৫
নিবেদীতা বলেছেন: সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
৩২| ১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৩
বিবর্তনবাদী বলেছেন: সাজি
তিথী
কলি
প্রীটি
শিউলি
তানজিমা
পুতুল
স্বপ্নিল
শিউলী
বিপাশা
অপ্সরা
মৌরি
কাঁকন
রুমনি
রুমা
লিমা
নন্দিনী
.........................ইত্যাদি
৩৩| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৭
রিপঅন বলেছেন: হায় হায় আপনার স্টক শেষ নাকি??
৩৪| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৪
রিপঅন বলেছেন:
Tanisha Azad
দিশা(একটু পুরনো)
নিশুতি
এই গুলা আমার পছন্দ হয়েছে ।
৩৫| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০১
যীশূ বলেছেন: এষা
৩৬| ১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
লংকার রাজা বলেছেন: সেঁজুতী................অলরেডী নাম রেখে থাকলে নামটি জানাবেন।
৩৭| ১৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
আউলা বলেছেন: তানোখি নামটা আমার ছোটখালা পছন্দ করে রেখেছিলেন আমার বোনের বাচ্চার জন্য। আমার ভাগ্নে হওয়াতে নামটা বাদ দিতে হয়েছে। এইনামের কোন লিঙ্ক আমি দিতে পারলাম না কারণ এগুলো খালা হাদিসের বই থেকে খুজে বের করেছিলেন
৩৮| ১৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
সাইফুর বলেছেন: বাবুর জন্য দোয়া ও শুভকামনা
৩৯| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৪
রাত্রী বলেছেন: খুবই সুন্দর একটা বাবু। অনেক দোয়া রইল ওর জন্য।
রোদেলা নামটা ভাবতে পারেন।
নাম নিয়ে একটা মজার ঘটনা মনে পড়লো। একবার আমার ভাইয়ার এক বন্ধুর পরিবারের নাম নিয়ে কথা হচ্ছিল। কর্তার নাম 'তপন', কর্ত্রীর নাম 'শিখা', একমাত্র ছেলের নাম 'দহন'। তাই প্রশ্ন করেছিলাম, এরপরের সন্তানের নাম কি 'ফায়ার ব্রিগেড' রাখা হবে!
৪০| ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮
চাণক্য বলেছেন: হে বৎস, শিশুর সুন্দর নাম নির্ধারণ কর। নামের অর্থ গুরুত্বপূর্ণ, ইহা শিশুর চরিত্রে প্রভাব বিস্তার করিয়া থাকে। নামের অর্থ অবশ্যই বৃহৎ এবং সম্মানজনক হইতে হইবে।
৪১| ২০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৪
স্বপ্নীল. বলেছেন: এইখানেও চাণক্য
কিউট পিচ্চি
৪২| ০৮ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫০
রাশেদ বলেছেন: ঈদ মোবারক!
৪৩| ০৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৫
ভাস্কর চৌধুরী বলেছেন:
৪৪| ০৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৬
জংবাহাদুর বলেছেন:
ঈদ মোবারক জংগুর পক্ষ থিকা
৪৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০
ভাস্কর চৌধুরী বলেছেন:
ছোট্ট মামণির নাম কি রাখলেন ?
ইদানিং আপনাকে ব্লগে দেখা যাচ্ছে না। কি ব্যাপার ?
নতুনও কোন লিখা দিচ্ছেন না।
ভালো আছেন তো ?
ভালো থাকুন । শুভেচ্ছা রইলো।
৪৬| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১:০৪
নিহন বলেছেন: অনিমা ...........।
৪৭| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১:০৪
নিহন বলেছেন:
৪৮| ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৭
রাশেদ বলেছেন: শুভ নববর্ষ!
৪৯| ২০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪১
আউলা বলেছেন: আপনার ভাতিজির নামটা আমার দেয়া নাম থেকে রেখেছেন খুই ভাল লেগেছে
নামটা আমি আমার ভাগ্নি হলে রাখতাম
৫০| ২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:১০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: শুভ জন্মদিন আপু
৫১| ২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৪
নাজিরুল হক বলেছেন: দোআ রইলো।
৫২| ২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:০৫
পিঁয়াজু বলেছেন: নাজিরুল,
বিবাহ'র খবর কি?
৫৩| ২৭ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৪
মেঘাচ্ছন্ন বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা...।
বাবুটার জন্য অনেক অনেক আদর...।
৫৪| ২৭ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৭
মানুষ বলেছেন: পিচ্চির নাম দিলাম 'প্লুটো'
৫৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
২য় জীবনানন্দ বলেছেন: আমি ওর নাম দিলাম অনিন্দিতা।
৫৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৪
নিহন বলেছেন: নামটাকি দেয়া হয়েছে ??
কিনাম ??
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৮
নিবেদীতা বলেছেন: সুহায়ের আজাদ তানোখি
৫৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০৮
বিষাক্ত আলো বলেছেন: পিচ্চি সোনামনি তো সেইরকম সুইট। নামের অর্থ কি?
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪১
নিবেদীতা বলেছেন: সুহায়ের আজাদ=উন্মুক্ত চাঁদের আলো
তানোখি=সাহাবীর নাম
৫৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: নির্ঝর
৫৯| ১০ ই মার্চ, ২০০৯ ভোর ৪:১২
নিহন বলেছেন: বু'কেমন আছো ??
১৩ ই মার্চ, ২০০৯ দুপুর ২:২৭
নিবেদীতা বলেছেন: ভালই আছি ভাইজান, তুমি কেমুন আছ?
৬০| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৩
ভাস্কর চৌধুরী বলেছেন:
পুরাতন গ্লানি
যত জরা ব্যাধি
নিঃশেষ হউক তারা
নববর্ষে আসি।
-/////শুভ নববর্ষ/////-
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২২
আশরাফ মাহমুদ বলেছেন: দোয়া রইল।
একটা নাম আমার ভালো লাগে অনেক- "অঝরা"।