নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

-

পার্থিব লালসা

পার্থিব লালসা › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের ১০টি ক্ষুদ্রতম প্রাণী

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:২০


০১) পিগমি বানরঃ
এই বানরের নাম 'Pygmy Marmoset'। বাংলায় এর কোন নাম না থাকার কারনে একে আমরা 'পিগমি বানর' নামেই চিনি। এটি পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম বানর প্রজাতি। এর ওজন সর্বচ্চ ১১০ গ্রাম থেকে ১৪০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর এর উচ্চতা সর্বচ্চ ১৫ সেঃমিঃ। আর এদের বসবাস আমাজনের গহীন অরণ্যে



০২) বামন ঘোড়াঃ
এই ঘোড়া নিয়ে পূর্বে 'বামন প্রাণীদের গল্প' লেখায় আলোচনা করা হয়েছিল।



৩) মৌমাছি হামিংবার্ডঃ
হামিংবার্ডের যত গুলি প্রজাতি আছে তার মধ্যে সব থেকে ছোট প্রজাতির নাম 'মৌমাছি হামিংবার্ড' (Bee Hummingbird)। এই প্রজাতির পাখি গুলির দেখা মেলে কিউবার জংগলে। পাখি গুলির ওজন হয় ১.৬-২ গ্রাম পর্যন্ত। আর লম্বায় ৫-৬ সেঃমিঃ। এটি পৃথিবীর সব থেকে ক্ষুদ্রাকৃতির পাখি।



০৪) ফিলিপাইন টারসিয়ার্সঃ
ফিলিপাইনের টারসিয়ার্স প্রজাতির বানর গুলি বিলুপ্ত প্রায় প্রাণীর কাতারে নাম লিখিয়েছে বেশ আগেই। এই প্রানীগুলি স্তন্যপায়ী প্রাণী গুলির মধ্যে সব থেকে ক্ষুদ্রাকৃতির প্রাণী। মানুষের হাতের আংগুলের থেকে লম্বা নয় প্রাণী গুলির আকার।



০৫) ক্ষুদ্রকায় শুকরঃ
কৃত্তিম উপায়ে এই শুকর গুলির জন্ম দেওয়া হয়। এই গুলি মূলত ব্যবহৃত হয় পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষার জন্য অথবা পোষা প্রাণী হিসেবে। ১৯৮০ সালের দিকে প্রথম এই শুকর গুলি পরীক্ষাগারে ব্যাবহার করা শুরু হয়। ১৯৮০ সাল পরীক্ষাগারে এর ব্যবহার শুরু হয়, আজ পর্যন্ত এর ব্যবহার চলে আসছে। এই শুকর গুলি ১৬ থেকে ২৬ ইঞ্চি লম্বা হয়।



০৬) ফেলেক শিয়ালঃ
উত্তর আফ্রিকার সাহারা মরুভূমিতে খোঁজ মেলে এই শিয়াল গুলির। এই শিয়াল গুলির কান একটু বেশি লম্বা হয়। এরা কান গুলি শুধু শোনার কাজেই ব্যবহার করে না, দেহের অতিরিক্ত তাপ বের করে দিতেও ব্যবহার করে। শিয়াল প্রজাতির মধ্যে এই শিয়াল গুলি সব থেকে ছোট কিন্তু কানের দিক দিয়ে এই প্রজাতির শিয়ালের কান অন্যান্য সকল প্রজাতির শিয়ালের কানের থেকে লম্বা হয়। কান গুলি সর্বোচ্চ ৬ সেঃমিঃ লম্বা হয়।



০৭) পান্ডা গরুঃ
আচ্ছা আপনাদের 'পান্ডা কুকুর' এর কথা মনে আছে? এই গুরু গুলি কিন্তু মোটেও সেরকম না। ২০১১ সালের এক জরিপ অনুসারে সারা বিশ্বে এই গরুর সংখ্যা মাত্র ২৪টি। প্রাকৃতিক ভাবে পরিব্যক্তির (Mutation) কারনেই জন্ম নেই এই গরু গুলি। গরু গুলির পেট বরাবর সাদা মোটা দাগ থাকে যা সম্পূর্ন দেহকে ঘিরে থাকে আর মুখের রঙ্গ অনেকটাই পান্ডার মত।



০৮) পিগমি খরগোসঃ
খরগোস প্রজাতি গুলির মধ্যে পিগমি খরগোস সব থেকে ছোট আকৃতির খরগোস। এদের খোঁজ মিলে উত্তর আমেরিকাতে। পূর্ন বয়স্ক পিগমি খরগোসের ওজন হয় ২৪-২৯ সেঃমিঃ। মেয়ে পিগমি খরগোস ছেলে পিগমি খরগোসের তুলনায় কিছুটা বড় আকৃতির হয়।



০৯) পেডোসাইপ্রিস মাছঃ
এই ঘোড়া নিয়ে পূর্বে 'বামন প্রাণীদের গল্প' লেখায় আলোচনা করা হয়েছিল।



১০) গোল্ডেন ব্যাঙঃ
পানামার গোল্ডেন ব্যাঙ বিলুপ্ত প্রায় প্রজাতির অন্তর্ভূক্ত প্রাণী। দিনে দিনে এর সংখ্যা কমেই চলেছে। প্রথম দিকে ধারনা করা হত এটি একটি ভাইরাসের উপপ্রজাতি, কিন্তু বর্তমানে এটি ভিন্ন একটি প্রজাতি হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছে। ব্রাজিলে খুঁজে পাওয়া এই ব্যাঙ গুলিকে 'ব্রাজিলের গোল্ডেন ব্যাঙ' নামেও ডাকা হয়। ব্যাঙ গুলি সাধারনত ৯.৮ মিলিমিটার লম্বা হয়। ব্যাঙ গুলি প্রথম আবিষ্কৃত হয় ১৯৯৬ সালে, কিউবাতে। ব্যাঙ গুলি এখনও সর্বজন স্বীকৃত কোন নাম নেই তবে এর বৈজ্ঞানিক নাম 'eleutherodactylus iberia'।

জানা অজানার পথিক
থেকে সংগৃহীত

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪১

মনিরা সুলতানা বলেছেন: হামিং বার্ড পছন্দ হইছে খুব !

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৫

পার্থিব লালসা বলেছেন: মন্তব্যে খুশি হলাম
অনেক অনেক শুভ কামনা থাকল আপনার জন্যে
ভাল থাকবেন মনিরা সুলতানা
নিজেকে ভাল রাখবেন

হামিং বার্ড পছন্দ হইছে খুব !
আমার থাকলে আপনার জন্যে উপহার হিসেবে বরাদ্দ থাক্োতো
দুঃখিত

২| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর পোষ্ট, স্বপরিবারে উপভোগ করলাম।

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩২

পার্থিব লালসা বলেছেন: মন্তব্যে খুশি হলাম
অনেক অনেক শুভ কামনা থাকল আপনার , আপনার পরিবারের জন্যে
ভাল থাকবেন সবাই
নিজেকে ভাল রাখবেন
ধন্যবাদ

৩| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৭

পার্থিব লালসা বলেছেন: মন্তব্যে খুবি অনুপ্রানীত হলাম ভ্রাতা
অনেক অনেক শুভ কামনা থাকল আপনার জন্যে
ভাল থাকবেন সুমন কর
নিজেকে ভাল রাখবেন
ধন্যবাদ

৪| ০৮ ই জুন, ২০১৭ রাত ৮:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার পোস্ট।

ধন্যবাদ পার্থিব লালসা।

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৮

পার্থিব লালসা বলেছেন: মন্তব্যে খুবি অনুপ্রানীত হলাম ভ্রাতা
অনেক অনেক শুভ কামনা থাকল আপনার জন্যে
ভাল থাকবেন আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই
নিজেকে ভাল রাখবেন
ধন্যবাদ

৫| ০৮ ই জুন, ২০১৭ রাত ৮:৫০

মৌমুমু বলেছেন: ১,৩,৮ এই তিনটা আমার চাইইইইইই!!! :(
এত কিউট কেন তিনটা!!
পোষ্টের জন্য ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪২

পার্থিব লালসা বলেছেন: ১,৩,৮ এই তিনটা আমার চাইইইইইই!!!
দিবো আপনাকে যদি কখনো কোথাও পাই ।

মন্তব্যে খুবি অনুপ্রানীত হলাম
অনেক অনেক শুভ কামনা থাকল আপনার জন্যে
নিজেকে ভাল রাখবেন
আপনার আশা নিশ্চই পুরন হবে
ধন্যবাদ

৬| ০৮ ই জুন, ২০১৭ রাত ১০:১৫

কুঁড়ের_বাদশা বলেছেন:
সুন্দর পোষ্ট+

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৩

পার্থিব লালসা বলেছেন: ন্তব্যে খুবি অনুপ্রানীত হলাম
অনেক অনেক শুভ কামনা থাকল আপনার জন্যে
নিজেকে ভাল রাখবেন
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.