![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সত্ত্বা আজন্মা ভালবাসা তৃষ্ণা নিয়ে সুখে মরে যায়, অবিশ্বাসের কটাক্ষে। নিজেকে এখনও আমি জানতে পারিনি না পেরেছি চিনতে। আমি মুক্ত বিহঙ্গ এক অপরিচিত মানব।
০১/ সবার বুকের ভেতর একটা মস্তবড়
কান্নার নদী আছে।
,,,,,,,,,,,,,
০২/ এখনো আগের মতো দিন যায় নিজের
নিয়মে।
সারাদিন ধুলো রোদে, তিন ভাগ রাত
কাটে বিনিদ্র নেশায়
গহিন হৃদয় খুলে একা একা, তারপর...!!
০৩/"সংকীর্ন মনের মানুষ যারা
তারাইতো ভালবাসে একবার!
যার মন যত বড়!
দেখে ভালো অবিরত!
তারাইতো ভালবাসে বারবার!,,,,,
০৪/প্রতিটা মানুষ আমার কাছে এক একটা
বই,
ভালো লাগা বই গুলো পড়ি।
আপনিও আমার কাছে একটা বই।মাঝে
মাঝে পড়তে দিলে পুলকিত বোধ
করবো।
হয়তো ভাল কিছু জানতে পারবো।
০৫/ যে হারায় সেই বোঝে কষ্টের গভীরতা
কত
আর পাশের মানুষ করে উপহাস.
০৬/আমার জলেই টলমল করে আঁখি,
তোমার চোখের অশ্রু বল কোথায়
রাখি--------
০৭/আমি পরাজিত হয়েছি তোমায়
বিশ্বাস করে___
তুমি জয়ী হয়েছো বিশ্বাস ঘাতকতা
করে___||
০৮/শারীরিক চাহিদার নাম যদি
ভালবাসা হয়!
তবে পতিতাপাড়া ই সবচেয়ে বড় প্রেম
নগরী!
,,,,,,,,,,
০৯/প্রিয় মানুষের একটুখানি অবহেলা
সারা দিনের হাসিটুকু
মুছে দেওয়ার জন্য যথেষ্ট!!!
১০/অভিমানের অজান্তে ভালোবাসা
বরাবরই কেঁদেছে হৃদয়ের দেয়াল ধরে,
কেউ নাম দিয়েছে আধারের গল্প,
কারো কাছে জ্বলন্ত সিগারেটের
ধোঁয়া।
১১/ অবহেলা যখন সীমা অতিক্রম করে,
সম্পর্কের মাঝখানের দেয়ালটা ও তখন
ক্রমে ক্রমে বাড়তে থাকে........
১২/. এক লাইনের গল্প গুলো ছোট হলেও
অনেক না বলা কথা বলে যায়.....
২| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২১
অতঃপর হৃদয় বলেছেন: হুম।
৩| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৫
রিকতা মুখাজীর্র্ বলেছেন: দারুন
৪| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর হয়েছে।
৫| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
অপরিচিত মানব শুণ্য বলেছেন: অনক ধন্যবাদ আপনাকে.. শুভেচ্ছা জানবেন।
৬| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: এগুলা একটাও গল্প না। বড় জোড় উক্তি।
৭| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৬
অপরিচিত মানব শুণ্য বলেছেন: আপনিই একমাত্র বিষয়টা বুঝেছেন.... ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য..
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১২
তৌহিদ ইসলাম রোবন বলেছেন: সুন্দর।