নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ কথা বলে

মোহামমদ মশিউর রহমান

"চিন্তা,মনন,মেধা,শক্তি আর ইচ্ছাই আনে পরিবর্তন" আপনার সুচিন্তিত যেকোনো মতামত পাঠাতেঃ https://www.facebook.com/mosiur2 ( ফেইসবুকের প্রতি আসক্তি থাকা হেতু , ব্লগে কিছুটা অনিয়মিত । :) ধন্যবাদ । )

মোহামমদ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

:| শকুনের কালো ছায়া "প্রজন্ম চত্বরে"!!! এই যুদ্ধের নেতৃত্বে "ব্লগার আর অনলাইন এক্টিভিস্টগন"!!! যেকোনো মূল্য দিয়ে ওই শকুনদের থামানো হবেই। X(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭



আসুন ওই সব ব্লগারদের আর অনলাইন এক্টিভিস্টদের মুখোশ খুলে দেই যারা ব্লগের আর অনলাইনের নামে,সাহায্য আর দোহাই দিয়ে দলের কাজ করে যাচ্ছে আর আন্দোলন কে করে তুলছে প্রশ্নবিদ্ধ। আসুন রুখে দাড়াই যারা আমাদের নাম নিয়ে কাজ করে দলীয় স্বার্থে। আসুন আমাদের জনগনের চোখে আমাদের বীরতা বজায় রাখি। আসুন আমরা আমাদের কথাগুলি বলি। আসুন আমাদের কারও কথায় কোন দলের তরফদারি না থাকে সেটা নিশ্চিত করি।



ব্লগার এবং অনলাইন এক্তিভিস্টদের গ্রহনযোগ্যতা আজ সাধারন মানুষদের কাছে এক সম্মান এবং বিশ্বাস এর যায়গায়। আজ মানুষ আমাদের মাঝে খুজে ফিরছে সেই ভাসানি,মুজিব আর জিয়াকে। তবে এতে আত্মতুষ্টির চেয়ে বরং দায়িত্ব এবং সচেতনতা আমাদের অনেক বেশী।



আমাদের এই আন্দোলন গনমানুষের দাবী। খেয়াল রাখতে হবে যাতে নায়ক খলনায়ক না বনে যায়। আমাদের উচ্ছারিত কথাগুলি যা কিছুই আমরা বলি না কেন সেটিতে জনসমর্থন থাকবে এবং তাদের বিশ্বাসও থাকবে।



আই এম প্রাউড টু বি আ ব্লগার। কিন্তু আজকের অবস্থান অনেক দিনের কাজের ফসল এবং এক অসাধারন আন্দোলন যা অভূতপূর্ব জনসমরথনের ফসল। তবে যেটা বলছিলাম যে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের কথা,সেটি নিঃসন্দেহে অনেক বেশী।




তবে আজকে যেটি খেয়াল রাখতে হবে অনেকেই এখন দলীয় পরিমণ্ডল থেকে গোপনে ব্লগার আর অনলাইন এক্তিভিস্ট পরিচয় দিয়ে দলীয় কথা বলে চলছে। এখন অনেক কথাই কিন্তু আমাদের কথা নয় কথাগুলি দলীয় এবং উদ্দেশ্য হল সম্পূর্ণ রাজনৈতিক তবে বলা হচ্ছে আমাদের ব্যানারে।



সুতরাং যখন আমাদের গনদাবী দলীয় দাবিতে পরিনত হবে কিন্তু আমাদের বিশ্বাস আর

সম্মানের জায়গাটি হারাবো নিশ্চিত। পাশাপাশি আগামীতে এই কার্যকলাপের উপর মানুষের আস্থা থাকবে না। তখন কিন্তু রাজনৈতিক সঙ্ঘঠন এর সাথে আমাদের কোনও পার্থক্য থাকবে না।



মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মোহামমদ মশিউর রহমান বলেছেন: শকুনের কালো ছায়া "প্রজন্ম চত্বরে"!!! এই যুদ্ধের নেতৃত্বে "ব্লগার আর অনলাইন এক্টিভিস্টগন"!!! যেকোনো মূল্য দিয়ে ওই শকুনদের থামানো হবেই।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২

এম আর সুমন বলেছেন: একমত

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

মোহামমদ মশিউর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

আশাফ আনিস বলেছেন: আসুন আমাদের কারও কথায় কোন দলের তরফদারি না থাকে সেটা নিশ্চিত করি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

মোহামমদ মশিউর রহমান বলেছেন: সহমত আপ্নার সাথে।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

বোকামন বলেছেন: আমি চরমভাবে আমার জন্মভূমি “বাংলাদেশের” পক্ষপাতিত্ব-কারী
তাই আমি শাহবাগ থেকে সোজা কথায় বলছি-
দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল চিহ্নিত রাজাকারের ফাঁসি চাই
রাজাকারদের নিয়ে কোন ভোটের রাজনীতি দেখতে চাই না
রাজাকারের কোন দল থাকতে পারে না
কোন দল রাজাকারদের দলীয় পরিচয় দিতে পারে না
রাজাকারের পরিচয় একটাই “তুই রাজাকার”
রাজাকারদের সহায়তাকারী ব্যক্তি-প্রতিষ্ঠান-দলের ( যেই হোক না কেন) বিরুদ্ধে চরম আইনি ব্যবস্থা চাই,সামাজিক বয়কট চাই


বাংলার গন-মানুষের প্রাণের দাবী
ফাঁসি, ফাঁসি, রাজাকারদের ফাঁসি

(এর সাথে কোন, কিন্তু, যদি, তবে, আগে, পরে কিছু নাই)

জয় বাংলার জনতা
জয় বাংলা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

মোহামমদ মশিউর রহমান বলেছেন: ধন্যবাদ অসাধারণ মন্তব্য করার জন্য।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: যখন আমাদের গনদাবী দলীয় দাবিতে পরিনত হবে কিন্তু আমাদের বিশ্বাস আর
সম্মানের জায়গাটি হারাবো নিশ্চিত। পাশাপাশি আগামীতে এই কার্যকলাপের উপর মানুষের আস্থা থাকবে না।

সহমত

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

মোহামমদ মশিউর রহমান বলেছেন: ধন্যবাদ এবং তাই সজাগ থাকতে হবে।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: যখন আমাদের গনদাবী দলীয় দাবিতে পরিনত হবে কিন্তু আমাদের বিশ্বাস আর
সম্মানের জায়গাটি হারাবো নিশ্চিত। পাশাপাশি আগামীতে এই কার্যকলাপের উপর মানুষের আস্থা থাকবে না।

সহমত

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

হাবীব রহমান বলেছেন: আমি চাইনা আমার মাঝে সাধারণ জনতা আমার মাঝে জিয়ার মতো কোনো মিলিটারি ডিক্টেটরকে খুঁজে পাক।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

মোহামমদ মশিউর রহমান বলেছেন: এদের মতন কিছু নেতাদের ভুল সিদ্ধান্তের জন্যেই আয আমাদের যুদ্ধ করতে হচ্ছে।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

প্রবাসী১২ বলেছেন: কিছু কিছু ব্লগার এ মহৎ ও মহাসমাবেশকে মনে হয় সফল হতে দিবেনা। বিষয়টি মনে হচ্ছে পর্বতের মুশিক প্রসবের দিকে এগিয়ে যাচ্ছে। এটা হবে আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক। যে ভন্ড রাজনীতি আমাদের মূল সমস্যা এ উপলক্ষ্যে তার একটা সমাধান নাহলে এটাকে দুর্ভাগ্যই বলতেহবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

মোহামমদ মশিউর রহমান বলেছেন: সহমত ভাই।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ফাঁসি, ফাঁসি, রাজাকারদের ফাঁসি
এবং
জয় বাংলা

এই দুইটা স্লোগানের কোনটি দলীয়?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

মোহামমদ মশিউর রহমান বলেছেন: আমি বুঝলাম না ভাই কি বললেন? আমি এই বিষয়ে কিছু বলি নি আর আমি চাচ্ছিলাম না যে এই বিসয়ে কিছু বলি। তবে আসলে রাতের সময় সান গ্লাস পড়লেত অসুবিধা।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

তারছেড়া লিমন বলেছেন: আমরা "প্রজন্ম একাত্তর", কোন compromise করব না। আমাদের এক দফা এক দাবি: ফাঁসি চাই, ফাঁসি চাই।

জয় বাংলা...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

মোহামমদ মশিউর রহমান বলেছেন: সহমত। এর থেকে বাহিরে বা সারথ্যের টানে অন্য দিকে যাতে না যায়।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

মোহামমদ মশিউর রহমান বলেছেন: ভাই সবাই একটু সজাগ থাকলেই অবস্থা আমাদের অনুকুলে থাকবে তবে এর জন্য আরেকবার ঝর উথাঠে হবে অন লাইনে।
আর একটি কথা আমাদের দেশ সব মানুসের। সুতরাং খেয়াল করতে হবে আমাদের অই মানুস এর জাগরন আর তাদের কথা বলা।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: ৪/৫ দিন আগেই বলেছিলাম , জল ঘোলা হচ্ছে , মাছ তাহলে শিকার কে করলো জানা গেলো। চরম পলিটিক্স হইলো । ফাসি না হইলে আমজনতা জানব ব্লাগ্র ফেবু আসলেই এরা কুনু কামের না, কিন্তু তলে তলে যে কত কিছু হইতাসে!
পাইলো নি ১৮ জন লিটার (লীডার) !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.