![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টা করছি আবার আগের মত টুকটাক লেখলেখি করার । আগে একটা সময় প্রতি সপ্তাহেই কোন না কোন ম্যাগাজিনে আমার একটা দুইটা লেখা ছাপা হত । তবে সেগুলোকে যে আসলে লেখা বলে না সেটা এখন বুঝি । ফান ম্যাগাজিনে টুকটাক আতলেমি করা আর সেগুলো ছাপা হওয়া মানেই লেখক হয়ে যাওয়া নয় । অবশ্য লেখক হবার ইচ্ছাও আমার নেই । তবু কেন জানি অল্প স্বল্প লেখালেখি করতে ভালই লাগে ।
কিন্তু অন্যান্য লেখকদের মত আমার মাথায় ভুরি ভুরি আইডিয়া আসে না । আসে খুব অল্প অল্প । আবার দেখা যায় খুব চেষ্টা করছি কিছু একটা লিখতে কিন্তু মাথায় আসে না, আবার হয়ত চুপচাপ শুয়ে আছি মাথার মধ্যে আইডিয়া চলে আসে । পরে হয়ত সেগুলো ভুলে যাই । আর একটা সমস্যা হল ধৈর্য্যের বড় অভাব আমার । এটা লেখালেখি করার জন্নে বড় একটা সমস্যা । তবু চেষ্টা করব একটু আধটু লেখার চেষ্টা চালাতে ।
এর একটা বড় কারন হল অনেক কিছু ভুলে থাকা যায় । পৃথিবীতে আসলে সব কিছু মনে রাখার কোন দরকার নেই আমাদের । দরকার নেই তার চেয়েও বড় কথা হল অনেক কিছু মনে রাখলেই ক্ষতি । তাই অনেক কিছু ভুলে ত্থাকার জন্নে এটা আমার কাছে খুব সহজ একটা উপায় । আরও একটা কারন হল এই জিনিস টা আমি খুব উপভোগ করি । উপভোগের চেয়ে বড় কিছু হতে পারেনা ।
একটা কথা আবারও বলছি আমি লেখক নই । শুধু চেষ্টা করি লিখতে । যারা আমার এই লেখগুলো কষ্ট করে পড়ে আমার চেষ্টার সঙ্গী হতে চান তাদের বলছি যেহেতু আমি আইডিয়াবাজ নই এবং আমার ধৈর্যের বড় অভাব তাই চেষ্টাগুলো যে বৃথা চেষ্টা হবে তা বলার অপেক্ষা রাখে না । তাই শিরোনামটাও দিলাম বৃথা চেষ্টা ।
যারা কষ্ট করে পড়লেন তাদের জন্নে দুঃখ প্রকাশ করছি ।
©somewhere in net ltd.