নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পসর কুমার ভৌমিক

দোষগুণ মিশিয়ে সাধারন একজন মানুষ।

পসর কুমার ভৌমিক

দোষগুণ মিশিয়ে সাধারন একজন মানুষ।

পসর কুমার ভৌমিক › বিস্তারিত পোস্টঃ

বৃথা চেষ্টা ২

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

ঘোষণা দিয়ে কোন কিছু বা কোন কাজ শুরু করার একটা ভালো দিক আছে । সেটা হল দায়বদ্ধতা । নিজে নিজে করব বললে অনেক সময় কাজ করার আগ্রহ টা ঠিক মত থাকেনা, কিন্তু ঘোষণা দিয়ে শুরু করলে করে দেখানোর একটা তাড়া থাকে । এই জন্নেই লেখালেখি শুরু করার ব্যাপার টা ঘোষণা দিয়েই করলাম যেন আগ্রহটা নষ্ট হয়ে না যায় অথবা ক্ষণস্থায়ী না হয় ।



কিন্তু ব্যাপার হল যে আমি তো আর চাইলেই গল্প উপন্যাস লিখে ফেলতে পারব না । হাত মকশো করার একটা ব্যাপার আছে না? অর্থাৎ টুকটাক এটা সেটা নিয়ে লেখালেখি করে ভাষার উপর দখল নেওয়া শিখতে হবে । কিভাবে কোন একটা বিষয় কে লেখার মাধ্যমে সহজ ভাবে ফুটিয়ে তোলা যায় বা কোন একটা হাসি বা কষ্টের মুহূর্ত কে ফুটিয়ে তোলা যায় এগুলো শিখতে হবে । এগুলো খুব সহজ কাজ নয় ।



তাই সিদ্ধান্ত নিয়েছি একটা বিশেষ বিষয় নিয়ে ধারাবাহিক ভাবে লিখব । আর সেটা হয়তোবা অনেকের কাছেই মজার এবং উদ্বেগেরও একটা ব্যাপার হবে । কারন আমার লেখার বিষয় টা হল এই পর্যন্ত আমার জীবনে আসা সব কাছের বন্ধুরা ।



আমার ধারনা কিংবা বিশ্বাস যায় বলি না কেন, আমার বন্ধু ভাগ্য খুবই ভালো । এত এত ভালো বন্ধু পেয়েছি যেটা হয়ত অনেকেই পায় না । তবুও সব বন্ধুরা একদম কাছের হতে পারে না । যারা আমার সত্যিই অনেক কাছের বন্ধু তাদের নিয়েই আমার ধারাবাহিক লেখা শুরু করব । সব চেয়ে আগে সব চেয়ে কাছের বন্ধু কে নিয়েই লিখব এমন নয়। জার সাথে আগে পরিচয় তাকে নিয়েই আগে লিখব ।



লিখব কিভাবে আমাদের পরিচয় । কিভাবে বন্ধুত্তের শুরু । তার সম্পর্কে আমার ভাবনা অনুভুতি গুলো কেমন । তার ভালো দিক, খারাপ দিক সবকিছু । আর যেহেতু লেখাটা ওয়াল এ প্রকাশ করব তাই সবাই সেটা দেখবে । সুতরাং কাছের বন্ধুদের মাঝে একটা গোপন উত্তেজনা কাজ করবে যে তাকে নিয়ে কি লিখব না লিখব । কাদের আমি কাছের বন্ধু ভাবি সেটাও সবাই জানবে । এই বিষয় গুলো সাধারনত কেউ প্রকাশ করে না । কিন্তু আমি করব ।



সুতরাং বন্ধুরা, প্রস্তুত হও ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.