নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐক্য এবং সংগ্রাম= মুক্তি

পাঠক লাল গোলদার

শোষণ-বৈষম্য হীন একটা মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশনে কাজ করি আমি। বুর্জোয়া আধিপত্যের বিপরীতে রাজেনৈতিক, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও মনজাগতিক ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতী মানুষের পাল্টা আধিপত্য গড়ে তোলাই প্রথম কাজ।

পাঠক লাল গোলদার › বিস্তারিত পোস্টঃ

হরতালের ক্ষতিপূরণ আদায়

০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

“হরতালের ক্ষতিপূরণ আদায়ে নতুন আইন হবে। খুব শিগগির হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে ৩০২, ৩০৪ ও ৩০৭ ধারায় মামলা করা হবে।’ বিরোধী দলের নৈতিকতাবিরোধী ও অবৈধ হরতাল জনগণ প্রত্যাখ্যান করায় তারা আবার জনগণের বিরুদ্ধে গিয়ে নতুন করে ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে।”- বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর

হরতাল দিয়ে খুন, ধ্বংস মোটেও সমর্থন যোগ্য নয়। আর হরতাল যদি জনগণের স্বার্থ রক্ষার্থে না হয়ে ক্ষমতা দখল বা চোর-রাজাকারদের বাঁচানোর জন্য হয়, তাহলে তো সেই হরতাল অবশ্যই গণবিরোধী এবং গণতন্ত্র বিরোধী। কিন্তু কথা হচ্ছে আজকে আওয়ামী লীগ হরতালের বিরুদ্ধে যে কথা বলছে গতবার (১৯৯৬-২০০১) ক্ষমতায় এসেও একই কথা বলেছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ওয়াদা করেছিলেন যে, তিনি বিরোধী দলে গেলেও আর কখনও হরতাল দিবেন না। খালেদা জিয়াকে বলেছিলেন, নাকে খত দিয়ে বলতে হবে আর কখনো হরতাল ডাকবেন না, তাহলেই আলোচনা হবে। এবার শুরুটা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ আর কখনো হরতাল দিবে না সেকথা ভুলেও বলছেন না। তাহলে কি আওয়ামী লীগ আর কখনো বিরোধী দলে যাবে না??? সেই বন্দোবস্ত কি ইতিমধ্যে হয়ে গিয়েছে? তা না হলে তারা হরতালের ক্ষতিপুরণ আদায়ে আইন করবেন কিভাবে? কারণ হরতালে তো আওয়ামী লীগই বাংলাদেশে চ্যাম্পিয়ন। হরতালের জ্বালাও-পোড়াও, হত্যা, ভাঙচুর- এগুলোতেও আওয়ামী লীগের জুড়ি মেলা ভার। ইতিহাস সেকথাই বলে। আর কোনদিন হরতাল করবো না বলে জাতির কাছে ওয়াদা করার পরেও বিরোধী দলে গিয়েই শেখ হাসিনা ১৩০ দিন হরতাল দিয়েছিলেন। আর জ্বালাও-পোড়াও-হত্যা-ভাংচুরের কথা বললে, আওয়ামী লীগের কাছে বিএনপি এখনও শিশু। জ্বালাও-পোড়াও-হত্যা-ভাংচুর করেই তো আওয়ামী লীগ তত্বাবধায়ক সরকার আদায় করেছিলো, লগি-বৈঠার তোড়ে বিএনপি সরকারকে ক্ষমতা ছাড়তেও বাধ্য করেছিলো (মঈনুদ্দিন-ফখরুদ্দিনকে এনেছিলো)! বিএনপি কি এযাবত কিছু আদায় করতে পেরেছে হরতাল দিয়ে?? সেই মারমার-কাটকাট হরতাল করার মুরোদ কি বিএনপির আছে? বর্তমান মেয়াদের পাঁচ বছরে বিএনপি জোট হরতাল দিয়েছে মাত্র ১৬ দিন (৭ অক্টোবর পর্যন্ত)! আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে নির্ঘাত এটা ১১৬ ছাড়াতো।

তাছাড়া বিএনপি যেকারণে হরতাল দিচ্ছে, আওয়ামী লীগ তো ঠিক সেই একই কারণে হরতাল দিয়েছে। গদি দখল ছাড়া হরতালের তো অন্য কোন কারণ নেই। জনগণ তো শুধু ভুক্তভোগী দর্শক মাত্র।

হরতালের ক্ষতিপূরণ আদায়ে নতুন আইন- হিসাব কেমন জানি গোলমেলে মনে হচ্ছে! আওয়ামী লীগ বিরোধী দলে যাওয়ার কোন সম্ভাবনা থাকলে এ আইন তারা কখনই করবে না। কারণ তাহলে সর্ববৃহত ক্ষতিপূরণ তো তাদেরই দিতে হবে!!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

এস এফ এ আর বলেছেন: আর কোনদিন হরতাল করবো না বলে জাতির কাছে ওয়াদা করার পরেও বিরোধী দলে গিয়েই শেখ হাসিনা প্রায় ১৭৩ দিন হরতাল দিয়েছিলেন।

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ১৭৩ দিনের ক্ষতিপূরণ আগে চাই ;)

আর প‌্যাচগিটাতো শব্দের মারপ‌্যাচে!

তিনারা দিলে তা হবে বৈধ, গণতান্ত্রিক
অন্যে দিলে অবৈধ, অগণতান্ত্রিক!!!!!!!!

মনডাযে কি চায় X( X( X( X( X( X(

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: হরতাল বেআইনি ঘোষণা করা হোক, আর যদি তা না হয়, তাহলে হরতালে যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ হরতাল আহ্বান কারীদের দিতে বাধ্য করার আইন করা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.