| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসিনার রায়ের আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে বিভিন্ন দেশের সংবাদপত্রের ওয়েবসাইটে কী লিখেছে দেখি।
ফোনে দেখাচ্ছে সিডনি টাইম, এখন ঢাকা থেকে পাঁচ ঘণ্টা এগিয়ে।
ভারতীয়রা চিন্তিত, যথারীতি:

[একই সময়ে এতগুলো নিউজপেপার দেখতে গিয়ে ছবির রাজনীতিটা (and the apparent absence of it) চোখে পড়লো। Times of India এবং Al Jazeera একই ছবি ব্যবহার করেছে, যেখানে হাসিনাকে একটু সেচ্ছচারি বা bossy হিসেবে দেখানো হয়েছে। আবার Hindustan Times এবং পাকিস্তানের Dawn প্রায় একই ছবি ব্যবহার করেছে, যেখানে হাসিনাকে 'প্রধানমন্ত্রী'র শপথের মতো কিছু নিতে দেখা যাচ্ছে।]
পাকিস্তানিরাও আগ্রহী:
কিন্তু পাকিস্তানের Jang আবার হাসিনাকে কাঁদিয়ে ছেড়েছে। 
শ্রীলঙ্কা আগ্রহী,
কিন্তু মালদ্বীপের সময় নাই:
নেপালিরা মোটামুটি উৎসাহী, কিন্তু কী কারণে যেন ইমেজ ডাউনলোড হলো না, এটা ল্যাপটপে দেখা, তাও: 
চীনের চার নম্বর সংবাদ
সিঙ্গাপুরের তিন নম্বর আইটেম ছিল, স্ক্রিনশট নেয়া হয় নি:
থাইল্যান্ড, রাশিয়া (TASS), ইরানের নিউজ এজেন্সির (IRNA) কারো টাইম নাই:

জাপান (শুধু ছবি র উপর ভর করে) এবং ফ্রান্স, মনে হলো কোনো পাত্তা নেই:
আল জাজিরা যথারীতি উৎসাহী, কিন্তু দুবাইয়ের নিচের দিকের খবর

Guardian-এ পাঁচ নম্বর আইটেম ছিল:

ভারতীয় অধিকৃত BBC যথারীতি খুব উৎসাহী:
আমেরিকানদের এত ছোট মাছ এর বেল নেই, CNN, NY Times এবং Washington Post. ফাঁসিটা কার্যকর করতে পারলে আশা করা যায় ওদের নিউজে একটু জায়গা পাওয়া যাবে!
ফর দ্য রেকর্ড, আমাদের দেশিগুলো:
মানবজমিন ফটোকার্ড বানিয়ে আসামীদেরকে ট্রাইব্যুনালের সামনে হাজির করে দিয়েছে। একটু পরিশ্রম না করলে ট্যাবলয়েড চালানো যায় না! প্রথম আলো হাসিনার একটু দুর্বল পোজের ছবি দিয়েছে, কিন্তু একই মালিকের দিল্লি স্টার—মাশাআল্লাহ—এখনও 'প্রিয় প্রধানমন্ত্রী' ছাড়া আর কোনও নজরেই তারা দেখাবে না তাদের আপা-কে!
এটা কি মতিচুর বনাম মাহফুজ আনাম পয়েন্ট অফ ভিউ, নাকি বিদেশিরা যা দেখবে সেটাতে একটু ভাবমূর্তি উজ্জ্বল রাখা, আর দেশের মানুষকে তো হাসিনা খাওয়ানো যাবে না—তাই close to reality?

২|
১৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩২
এ পথের পথিক বলেছেন:
দিল্লীর দাসী খুনি হাসুর পক্ষ থেকে আজকের এই ঐতিহাসিক দিনে সবাইকে ভার্চুয়ালি মিষ্টি বিতরন
৩|
১৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪২
বাকপ্রবাস বলেছেন: মামুন ছক্কা মেরে দিল