নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহাম্মদ মোস্তাফিজুর রহমান

মুহাম্মদ মোস্তাফিজুর রহমান

মুহাম্মদ মোস্তাফিজুর রহমান › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ সালের মার্চেও আওয়ামী লীগ পূর্ণাঙ্গ স্বাধীনতা চায়নি : ভারতীয় গবেষক রাঘবন

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

ভারতীয় গবেষক শ্রীনাথ রাঘবন বলেছেন, এমনকি ১৯৭১ সালের মার্চেও আওয়ামী লীগ পাকিস্তানের কাছ থেকে পূর্ণাঙ্গ স্বাধীনতা চায়নি। ‘১৯৭১ : এ গ্লোবাল হিস্ট্রি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ’ গ্রন্থের লেখক লন্ডনের সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ও কিংস কলেজের সিনিয়র রিসার্চ ফেলো শ্রীনাথ রাঘবন টাইমস অব ইন্ডিয়ায় এক সাক্ষাতকারে এই মন্তব্য করেছেন। এটি পত্রিকাটিতে প্রকাশিত হয় ৩০ ডিসেম্বর। সাক্ষাৎকারটি নিয়েছেন টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদক অশীষ যেচুরি। শ্রীনাথ বাংলাদেশ সৃষ্টির বিষয়টিকে বৈশ্বিক ঘটনা বলে উল্লেখ করেছেন। বাংলাদেশ সৃষ্টি কেন একটি বৈশ্বিক বিষয়, স্বাধীনতা আন্দোলন সৃষ্টিতে এর প্রভাব এবং এমনকি ইসরাইল পর্যন্ত এতে কিভাবে সম্পৃক্ত হয়েছিল, তা তিনি এই সাক্ষাতকারে তুলে ধরেছেন।

টাইমস অব ইন্ডিয়ায় সাক্ষাতকারটির ভূমিকায় বলা হয়, সহিংসতার মধ্যে নির্বাচন এগিয়ে আসছে। বাংলাদেশের ভবিষ্যত মনে হচ্ছে অনিশ্চিত। এসবের অনেক কারণ নিহিত রয়েছে অতীত থেকে চলমান সঙ্ঘাতে।



এখানে তার সাক্ষাতকারটি তুলে ধরা হলো-



প্রশ্ন : আপনার গ্রন্থটির নাম ‘১৯৭১ : এ গ্লোবাল হিস্টি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ’। বৈশ্বিক কেন?

শ্রীনাথ রাঘবন : আচ্ছা, বাংলাদেশ সৃষ্টির বিষয়টি উপমহাদেশীয় বিষয় বিবেচনা করা হয়, অনেক সময় একে দ্বিতীয় দেশ-বিভাজন হিসেবে দেখা হয়। আমার কাছে এটা খুব সংকীর্ণ দৃষ্টিভঙ্গি মনে হয়। বাংলাদেশের সৃষ্টি যে বৃহত্তর আন্তর্জাতিক প্রেক্ষাপটে ঘটল এবং সেটাই যে ফলাফল নির্ধারকের ভূমিকা পালন করল, তা এতে ফুটে ওঠে না। এটা ছিল বৈশ্বিক ঘটনা, অংশগ্রহণকারীরা মনে করেছিল তাদেরে বৈশ্বিক সমর্থন নিশ্চিত করে দিতে হবে। এই দৃষ্টিকোণ অনুযায়ী, ঘটনাস্থলের সংগ্রাম বৈশ্বিক জনমতের সংগ্রামের সাথে মিশে গিয়েছিল। এসব ঘটনা উপলব্ধির এটাই মূল বিষয়।



প্রশ্ন : আপনি যুক্তি দিচ্ছেন, বাংলাদেশের সৃষ্টি অনিবার্য ছিল না। তবে যেসব গুরুত্বপূর্ণ কারণে ১৯৭১-এর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আপনি ওই তালিকা করেছেন। আপনি কিভাবে এর সমন্বয় করেন?

শ্রীনাথ রাঘবন : বাংলাদেশ সৃষ্টির মূল কারণ হিসেবে যে ধারণা তুলে ধরা হয় সেটা এসেছে এই দৃষ্টিভঙ্গি থেকে যে অখণ্ড পাকিস্তানের অস্তিত্ব টেকসই ছিল না। এর পেছনে যুক্তি ছিল, অখণ্ড দেশটি ভারতের মাধ্যমে ভৌগোলিকভাবে দুটি অংশে বিভক্ত ছিল। অর্থনৈতিক বৈষম্য, বাঙালি ও পশ্চিম পাকিস্তানি এলিটদের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য এবং দুই অংশের মধ্যে ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পার্থক্যের কথা বলা হয়।

তবে আমার যুক্তি হচ্ছে, স্বায়ত্তশাসন কিভাবে স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হলো, তা অনুধাবনের কোনো দরকার নেই। আমাদের প্রয়োজন আরো বৃহত্তর প্রেক্ষাপট।



প্রশ্ন : তবে কি আপনি বলতে চাচ্ছেন, পাকিস্তানের প্রতিক্রিয়া যদি এত কঠোর না হতো, তবে স্বাধীন বাংলাদেশ হতো না?

শ্রীনাথ রাঘবন : আপনি হয়তো একটি শিথিল কনফেডারেশন পেতেন, আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমান এমন কিছু একটাই চেয়েছিলেন। ১৯৭১ সালের মার্চ মাসেও আওয়ামী লীগ পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা ব্যক্ত করেনি। তারা পূর্ব পাকিস্তানের কাছে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা হস্তান্তরসহ একটি শিথিল কনফেডারেশন চেয়েছিলেন।

আশা করা ছিল যে অপেক্ষাকৃত শিথিল কনফেডারেশন প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা থাকালে বাঙালিদের সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে তারা আরো ক্ষমতা ও ন্যায্য হিস্যা আদায় করে নিতে পারবে।



প্রশ্ন : এটাকে কেন ‘১৯৬৮ সালের চেতনা’র সাথে সম্পৃক্ত করার কারণ কি?

শ্রীনাথ রাঘবন : আমার দৃষ্টিতে ১৯৬৮ সালের ছাত্র আন্দোলন পাকিস্তানের ইতিহাসের মোড় পরিবর্তনকারী ঘটনা। ১০ বছর ক্ষমতায় ছিলেন আইয়ুব খান। বৈষম্য ও সম্পদ পুঞ্জিভূত করার সমস্যার মধ্যেও পাকিস্তান অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় ছিল। পূর্ব ও পশ্চিম পাকিস্তানে ছাত্র আন্দোলন পরিবর্তন ত্বরান্বিত করেছিল।

ছাত্র আন্দোলন ছিল আলোড়ন সৃষ্টিকারী বৈশ্বিক ঘটনাপ্রবাহ। আমি সিআইএ’র একটি নথি উদ্ধৃত করছি যেখানে তারা বলছে, এটা ছিল বৈশ্বিক আন্দোলন। পাকিস্তানের ওই ছাত্ররা ছিল ভিন্ন প্রজন্মের। ১৯৪০-এর দশকে শেখ মুজিবুর রহমান নিজে ছাত্রনেতা ছিলেন। ভিন্ন আকাক্সা নিয়ে তিনি পাকিস্তানের জন্য লড়াই করেছিলেন। এই ছাত্র আন্দোলন চরম রূপ গ্রহণ করার ফলে আওয়ামী লীগ বাধ্য হয়েছিল তাদের নমনীয় অবস্থান থেকে সরে আসতে।



প্রশ্ন : এসব ঘটনাপ্রবাহের মধ্যে ইসরাইল জড়িয়ে পড়ার বিষয়টি আপনি উল্লেখ করেছেন। এ সম্পর্কে আরো কিছু বলবেন কি?

শ্রীনাথ রাঘবন : ভারতে অস্ত্র সরবরাহের ইতিহাস রয়েছে ইসরাইলের। ১৯৬৫ সালে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অস্ত্র আমদানিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ১৯৬২ ও ১৯৬৫ সালে ভারতে অস্ত্র পাঠিয়েছিল ইসরাইল। ফলে ইসরাইলের সাথে ভারতের গোপন লেনদেন ছিল। ১৯৭১ সালে ইসরাইল যে ভারতে অস্ত্র সরবরাহ করেছিল, সে সম্পর্কে যুক্তরাষ্ট্র জানত, এমন কোনো ইঙ্গিত নেই।

ভারতের কাছ থেকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি ইসরাইলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ওই সময় ইসরাইল খুবই একঘরে ছিল। তারা ভেবেছিল, ভারতে অস্ত্র সরবরাহ তাদের জন্য সহায়ক হবে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪

হরিপদ কেরাণী বলেছেন: ১৯৭১ সালে বাংলাদেশের ঘটনা প্রবাহ এক বিশাল রহস্যঘেরা ইতিহাস। এই ইতিহাসের প্রতিটি চরিত্র এবং তাদের কর্মকান্ড আগামি ৫০ বছরেও পুরোপুরি জনা সম্ভব নয়। এবং যতদিন এটা সম্পূর্ণভাবে জানা সম্ভব নয় ততদিন আমাদের দেশের কোন্দলও থামবে বলে মনে হয় না। আজকের কোন্দলের অনেক কারণ ১৯৭১ এই সৃষ্টি হয়েছিলো।

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭

তাজুল_ইসলাম বলেছেন: বলেন কি?

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: রাঘবন ব্যাটা মনে হয় রাজাকার :P

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১

হরিপদ কেরাণী বলেছেন: রাঘবন সম্ভবত যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য চেষ্টা করছে!! এ ব্যাপারে কামরুল, হানিফ, ইনু আর টুকু মিলে একটা বক্তৃতা দিলে ভালো হয়।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

তিক্তভাষী বলেছেন: হরিপদ কেরাণী বলেছেন: ১৯৭১ সালে বাংলাদেশের ঘটনা প্রবাহ এক বিশাল রহস্যঘেরা ইতিহাস।

ঠিকই বলেছেন। বিশেষ করে মঈদুল হাসানের মূলধারা '৭১ পড়লে রীতিমতো স্তম্ভিত হতে হয়। হয়তো আরো ৫০ বছর পর আমাদের দেশীয় ইতিহাসবিদেরা আরও নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত সত্য তুলে আনতে পারবেন।

তবে, বিদেশী গবেষকেদের তেমন স্বার্থসংশ্লিষ্টতা না থাকায় তাদের মতামতও উড়িয়ে দেয়া যায় না।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

রাজীব দে সরকার বলেছেন:
এটা তার ব্যক্তিগত বিশ্লেষণ

আমি একমত নই

৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

শাহীন উল্লাহ বলেছেন: ঘটনা সত্য
এইখানে দেখুন ---
Click This Link

Commanders and leaders এ বঙ্গবন্ধু শেখ মুজিবরের নাম নেই !!!!!!!

৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

শাহ আজিজ বলেছেন: আমরা যারা মুক্তিযুদ্ধ পার করেছি কৈশোরে তারা অবাক চোখে দেখলাম ৭৩এই মশাল জ্বলে উঠলো দেশে । মুজিবের গদিতে আগুন দেবার বাসনায় মানুষ রাস্তায় জড়ো হলও । তখন অত বোঝার বয়েস হয়নি । ৩ বছরের মাথায় ৬৯,৭০,৭১এর প্রিয় মুজিব নিহত হলেন নিজের সৈনিক দের হাতে। একটা গাছের পাতা নড়েনি বরং আজকের অনেক নেতা বঙ্গভবনে গিয়ে শপথ নিলেন নতুন সরকারে মুজিবের লাশ ডিঙ্গিয়ে। কেন কেন কেন এই প্রশ্নের জবাব পাইনি । বহুদিন বিদেশবাস আর ফিরে আসার মধ্যে অনেক পড়াশুনা আর খুজে ফেরা আমাকে জানিয়ে দিলো ওই একি তথ্য যা শ্রীনাথ রাঘবন দিচ্ছেন আজ । উনি মিথ্যা বলছেন না আমি বুকে হাত দিয়ে বলছি কারন আমি আমার দেশ বাংলাদেশকে ভালবাসি । পড়াশুনা করুন এবং জানুন এই দুই নেত্রী কেন ৭১এ পাক সেনাদের আশ্রয়ে ছিলেন , উত্তর পেয়ে যাবেন !!

৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৬

রাখালছেলে বলেছেন: বেশী করে বলুন । আরও শুনতে চাচ্ছি । পৃথিবীর মানুষ আমাদের স্বাধীনতাকে কিভাবে দেখেছে জানতে ইচ্ছা করে । আপনার পোষ্ট থেকে কিছুটা ইচ্ছা পুরন হল । আরও জানতে চাই ।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

হরিপদ কেরাণী বলেছেন: সবার উদ্দেশ্যে বলছি স্বাধীনতার সময়কার প্রকৃত তথ্য জানতে নীচের কয়েকটি কাজ করতে পারেন:

১. মইদুল হাসানের লেখা মূলধারা '৭১ পড়ুন।
২. মুজিব বাহিনীর কর্মকান্ড জানুন
৩. ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঘটনাবলী নিরপেক্ষভাবে জানার চেষ্টা করুন।

এতে আজকের বাংলাদেশের সংকটের কারণগুলোও অনেকটা বোঝা সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.