![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমি রাজাকারদের ফাঁসির ( হত্যার ) দাবি নিয়ে আসিনি, আসিনি কারাগারে রেখে তিলেতিলে মারার দাবি নিয়ে। আমি এসেছি তাদের র্সবচ্চো শাস্তির দাবি নিয়ে। এই র্সবচ্চো শাস্তি যদি মুতুদন্ড হয় তবে তাই হোক।
আমার বিবেকের কাছে প্রশ্ন এই রায়ে তার প্রতিফলন হয়েছে না কি না ?
উত্তর হচ্ছে না।
শতাধিক মানুষ হত্যা , সন্মানহাণী, লুটপাটে সক্রিয় আংশ গ্রহন, তথাধিক অন্যদের কে অনুপ্রাণিত করার শাস্তি দ্বিতীয় মাত্রা ! হত্যার ধরন ( জবাই করে হত্যা ! ), নিষঠুরতা বিবেচনা করলেও তো র্সবচ্চো শাস্তির দাবি রাখে। আর ব্যক্তি সংখ্যা বিচারের ভার তো পাঠকদের নিকট রাখলাম।
এবার আসি ইতিহাসের কাছে। একটি সময় ছিল যখন ছোট ছোট ছেলেমেয়েদের কে খাওয়ানো হতো, ঘুম পাড়ানো হতো, দুষ্ঠদের পড়তে বসানো হতো র্বগিদের ভয় দেখিয়ে। সময়ের পরিক্রমায় ১৯৭১ এর পরে র্বগিদের স্থান নিলো একজন কসাই। একজন ব্যক্তির ক্ষণিকের নিষ্ঠুরতার কি ভাবে হাজার বছরের নিষ্ঠুরতার কাছে পরাজিত হয় । তার শাস্তি দ্বিতীয় মাত্রা !
এবার আসি আবেগের কাছে। ভাই হত্যার সুবিচার , বাবা হত্যার সুবিচার , সন্মানহাণীর সুবিচার আমরা কী চাইবোনা ? যারা ভাই হারিয়েছে বাবা হারিয়েছে তারা কী সুবিচার চাইবে না ? চাইবে না হত্যার বদলে হত্যা । খুনির কী অধিকার রয়েছে এই পৃথিবিতে আলো বাতাসের স্বাদ গ্রহণ করার। আবেগের কাছে প্রশ্ন রইলো।
আমার ভাবনা গুলো যদি একই সুতায় গাথা রাজাকারদের ফাঁসির দাবি নিয়ে আসে তবে আমি তার দাবি নিয়ে এসেছি।
বিচার মানি কিন্তু তালগাছ আমার।
তুই রাজাকার , তোর ফাঁসি চাই।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪
অারাফাত বলেছেন: পুদিনাপাতা , উত্তরে আপনাকে জ্ঞিজাসা করছি আমাদের তরুন প্রজম্মকে ধোঁকা দিচ্ছে কারা । ইতিহাস কে অস্বীকার করে , না কী ইতিহাসকে নিজের সুবিধা মতো ব্যবহার করে। স্পষ্ঠ দেখা যাচ্ছে যে আপনি কোন দল ভূক্ত। আমাদের মাঝে র্ধষক সেন্সুরীয়ানের জন্ম হয়েছে কী জানেন ? বিচারহীনতার সংস্কৃতি থেকে। একটি শিশু যখন জন্ম এর পর থেকে দেখে অপরাধের কোনো শাস্তি হয় না বরং তাকে সর্বচ্চো পুরষ্কিত করা হয় তখন। দুর্ভাগ আমাদের সকল শাসকগোষ্ঠি এই পদানুসরনকারি। বিচারহীনতার সংস্কৃতি থেকে আজ আমরা মুক্তি চাই । তাই আমাদের জাগরণ । আর ধর্ষন করতে গিয়ে লিঙ্গ কাটা পড়ার কথা বলছেন , আমি বাহবা জানাই সেই বোনকে , সে নিরবে অত্যচারিত না হয়ে মাথা তুলে দাড়িয়েছে । আমরা তো তাই চাই। গিয়ে দেখেন সে কোন মুক্তিযোদ্ধার সন্তান। আমার মতে র্ধষকের অন্য কোনো শাস্তি নেই, তার শাস্তি একটাই লিঙ্গচ্চুত ।
আমরা এখানে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে আসিনি । আমাদের কোনো দল নেই। অপর দিকে আপনার উদ্দেশ্য কিন্তু স্পষ্ঠ ।
তবে যাই হোক না কেন, আপনি কিন্তু আপনার শেষ বাক্যটি শেষ করলেন না । তা কী বিবেকের তারনায় যে আর কত মিথ্যাচার করবেন ,৭১ বলে কিছু নাই আমরা পাকিস্থানি ভাই ভাই। মজার ব্যপার হলো পাকিস্থানিরা কিন্তু আপনাদের কে স্বিকার করেনা । পরাজিত অফিসারদের কে তারা সৌদী আরবে র্নিবসণে পাঠিয়ে ছিল এবং আপনাদের কে গ্রহণ করে নাই। আপনাদের পরবাসে জ্বালা আমরা বুঝি। আপনার জন্য দোয়া রইলো, আপনার জ্বালা যেনো লাঘব পায়।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
পুদিনাপাতা বলেছেন: যারা ধর্ষনের সেন্সুরী করে, ধর্ষন করতে গিয়ে লিঙ্গ কাটা পড়ে, প্রতিদিন ধর্ষনের খবর ছাপা হয় পত্রিকার পাতায় তারা নাকি ৪২ বছর আগে দোয়া তুলশী পাতা ছিলো। আর যাদের বিরুদ্ধে আজকে কোন অভিযোগ আসেনা তারা নাকি ৪২ বছর আগে…
আর আমাদের তরুন প্রজম্মকে এইগুলা বলে বলে ধোঁকা দিয়ে যাচ্ছে তারাই যারা আজকে ধর্ষন কারী, হত্যা কারী, লুটপাট কারী। সচেতন হও যুব সমাজ।