নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমু থেকে আকাকি আকাকিয়েভিচের পথে

অারাফাত

অারাফাত › বিস্তারিত পোস্টঃ

ফেলানী, সীমান্তে হত্যা, আর ন্যায় বিচার।।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

বলোব না অধির আগ্রহ নিয়ে বসে ছিলাম রায় শুনার জন্য, বলোব না অপেক্ষায় ছিলাম আর এক বার গর্জে উঠুক শাহাবাগ বলে(!)। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে ন্যায় বিচার কি বা মানবাধিকারে সংজ্ঞা কি তা জানতে। ঠিক কোন বইতে এই সংজ্ঞা পাওয়া যাবে তা জানতে ইচ্ছে করে। কোন আদালতে এর সদ ব্যবহার হয় তা জানতে, (ইউরোপ, আমেরিকা, ভারত, বাংলাদেশ...........)। নাকি এর ব্যবহার শুদু মাত্র বই পুস্তকেই সীমাবদ্ধ। ফাকা বুলি এর এক মাত্র আশ্রয় স্থল। টক শো, পত্রিকার পাতায়, ব্লগের ফ্রেমে এ (কা)পুরুষের বীরের গর্জনে সীমাবদ্ধ।



আমি সীমান্ত রক্ষা আইন সম্পর্কে খুব একটা জানিনা তা আগেই স্বীকার করে নিই। কিন্তু এটুকুতো বুঝি যে, সামরিক, আধা-সামরিক সকল বাহিনীকে দেওয়া বুলেটের হিসাব থাকে এবং ব্যবহারের ও একটি ন্যায্য কারণও দর্শাতে হয়। ফেলানীর ক্ষেত্রে তাদের বাহিনীর কারণ দর্শনোর কার্যকরণ খুব জানতে ইচ্ছে করে। পনেরো বছর বয়সি কিশোরী কী ভাবে তাদের নিরাপতার হুমকি হলো তা বুঝতে ইচ্ছে করে।



ওপাড়ের আদালতের রায় কি সীমান্তে হত্যাকেই আইননত স্বীকার করলোনা? লঘু অপরাধে কঠিনতম শাস্তি! এতে কি তাদেরই মানবাধিকারে পরাজয় হলোনা।



ওপাড়ের যে সকল সাংস্কৃতিক সংগঠন শাহাবাগের সাথে একাত্তা জানিয়ে তারাও প্রতিকী আন্দোলনে (!) সরিক হয়ে ছিলো, জানতে ইচ্ছে করে আজ তারা কোথায়? তাদের কণ্ঠ আজ কেন অবরুদ্ধ?



বিধি রাম হায়।

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.