![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
( অর্থবিত্ত আর ক্ষমতার আকর্ষণে কূটনৈতিক শিষ্টাচারটুকুও বোধ হয় হারিয়ে ফেলতে বসেছেন ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি শ্রীনিবাসন। ক্রিকেট বিশ্বে তিন দেশের (ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া) আধিপত্য যেন নিশ্চিত হয়, সেই প্রস্তাব পাস করানোর জন্য নানাবিধ প্রলোভন তো দেখানো হচ্ছেই, সেগুলো দিয়ে কাজ না হলে এমনকি হুমকি পর্যন্ত দিচ্ছেন বিসিসিআইয়ের প্রধান। সংস্কার প্রস্তাবের পক্ষে অবস্থান না নিলে ভারত এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসবে না বলে হুমকি দিয়েছেন শ্রীনিবাসন। আজ মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ কথা বলা হয়।
--------সংকলণ দৈনিক প্রথম আলো হতে )
♦ এখন আমাদের ক্রিকেট বোর্ডের উচিত এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর এবং কুটনৈতিক ভাবে ব্যবস্থা নেওয়ার, নয়তো আমাদের ক্রিকেট বোর্ড বাংলাদেশর সকলের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।
♦ আমাদের উচিত ভারতীয় ক্রিকেট সম্পকৃত সকল কিছু বয়কঠ করা যতখ পর্যন্ত ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি শ্রীনিবাসন আনুষ্ঠানিক ভাবে ক্ষমা না চান।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১
অারাফাত বলেছেন: সহমত
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩
সাইলেন্স বলেছেন: একমত।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০
শাহীন উল্লাহ বলেছেন: বেশী কিছু লাগবে না, ভারতীয় সব কিছু বর্জন করা হোক, বিশেষ করে চ্যানেল গুলো এবং আমাদের বর্ডারের কাছে সকল ফেন্সিডিল কারখানাগুলো ভেঙে ফেলা হোক , জাগরন মঞ্চ কি এখন ঘুমায় ???
একটি কথা জোড় গলায় বলতে চাই আমাদের রাজনীতিবদিরা দালাল হলে ও এদশের মানুষ দালাল নয়, দেরীতে হলে ও আমাদের বোর্ড এবং সরকার এটা বুঝতে পারবে,
আমি বাঙালী না, আমি বাংলাদেশী।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: নিউজটাতে ৫ ঘন্টাতে ১৫৪ টা কমেন্ট, যার মধ্যে ২ দুইটা ভারতের পক্ষে। প্রথম কমেন্ট এ ১৪৬ টা লাইক। আমরা বাংলাদেশ ক্রিকেট কে কেমন ভাবে ভালবাসি তা এখান থেকেই বোঝা যায়। দুই একজন ওরকম বলদ থাকবেই যারা প্রাণ আরএফএল কোম্পানী আর বিসিবি কে এক রকম মনে করবে। ওইগুলারে ইগনোর করতে হবে। তীব্র নিন্দা জানাই ভারতের এহেন অবস্থানের।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
ভারত, ভারত আর ভারত।
বাংলাদেশের চারদিকে কেবলই ভারত।
ভারত নিয়ে বাংলাদেশীরা যেমন চিন্তা শুরু করেছে, তাতে না নিজেরাই গোল্লায় যায়।
আরে ভারত আমাগো কি করার ক্ষমতা রাখে??
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ♦ এখন আমাদের ক্রিকেট বোর্ডের উচিত এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর এবং কুটনৈতিক ভাবে ব্যবস্থা নেওয়ার, নয়তো আমাদের ক্রিকেট বোর্ড বাংলাদেশর সকলের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।
♦ আমাদের উচিত ভারতীয় ক্রিকেট সম্পকৃত সকল কিছু বয়কঠ করা যতখ পর্যন্ত ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি শ্রীনিবাসন আনুষ্ঠানিক ভাবে ক্ষমা না চান।
++++
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০
কাঙ্গাল মুরশিদ বলেছেন: আমাদের উচিত ভারতীয় ক্রিকেট সম্পকৃত সকল কিছু বয়কঠ করা যতখ পর্যন্ত ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি শ্রীনিবাসন আনুষ্ঠানিক ভাবে ক্ষমা না চান। -- পুর্ণ সমর্থন রইল।
শুধু ক্রিকেট সংশ্লিস্টই নয় প্রয়োজনে ভারতীয় সবকিছুই বর্জন করা হবে যতক্ষন এই ধৃস্টতার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইবে।