নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

চেতনা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৯

আজ চেতনা ফিরেছে, চেতনা ফিরেছে সবার-
চেতনা ফিরেছে বুড়ো খুরোর,
চেতনা ফিরেছে অন্ধ কানাইয়ের
চেতনা ফিরেছে প্রেমিকের,
প্রেমিকার খোপায় পরাবে বলে
আজ সে লাল টকটকে গোলাপ খুঁজে নি,
খুঁজেছে গান একুশের।
আজ চেতনা ফিরেছে ক্লান্ত পথিকের,
অফিস ফেরত বাবার-
খুব গোপনে চোখের পানি ফেলা মায়ের
(ছেলে তার সেই যে গেল আর এলো না)।
আজ চেতনা ফিরেছে।
চেতনা ফিরেছে শ্রমিকের,কৃষকের
চেতনা ফিরেছে গম চুরি করা চেয়্যারম্যানের,
সংসদে জুতা উচিয়ে অশ্রব্য কথা বলা নেতাদের,
চেতনা ফিরেছে ধর্ম যাজকের,
অন্ধকারে দেহ বিকিয়ে দেওয়া নিশি কন্যার,
চেতনা ফিরেছে গলির মোড়ের ঐ রংবাজ টার।
চেতনা ফিরেছে আলতা পরা মেয়ের, দস্যি ছেলের,
চেতনা ফিরেছে নারির চেতনা ফিরেছে নরের,
ফুটপাতে পদদলিত হওয়া ধূলোর-
মাথা উচুঁ করে দাড়িয়ে থাকা বড় বড় দালানের।
আজ চেতনা ফিরেছে, চেতনা ফিরেছে সবার-
চেতনা ফিরেছে 'একুশের'

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০১

গেম চেঞ্জার বলেছেন: এখন চলে গেছে!!!!!!!!!!!!!!!!!!!

২| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৫

বিজন রয় বলেছেন: চেতনা সবার ফিরে আসুক। যে চেতনা কল্যাণকর।

ভাল কবিতা।

পাজী-পোলা ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.