নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আগুন হবে! আগুন?
বুকের ভেতর- চোখের ভেতর
রক্ত লাভার মত ফুটবে
আগুন হবে?
ঘৃণার আগুন
রাগের আগুন
ক্ষোভের আগুন-
সুকান্তের উম্মাদী আগুন
নজরুলের বিদ্রোহি আগুন
ক্ষুদিরামের বিপ্লবী আগুন,
কলমে আগুন কালিতে আগুন
জ্বালাময়ী শব্দে প্রাসাদ জ্বালানো আগুন
হৃদয় ঝলসানো আগুন
সিংহাসন পুড়ানো আগুন
আগুন হবে! আগুন?
মিছিলে আগুন, স্লোগানে আগুন
দ্রোহের প্রতিবাদী আগুন
আগুন হবে!
শব্দরা সেই কবেই ঠান্ডা পড়েছে
বুদ্ধিজীবীদের দীপ্তি সেই কবেই নিভে গেছে
ভয়াল হিম ঢুকে পড়েছে বুকে, মুখে, পাঁজরে।
নিংসঙ্গ রাজপথ, তেলতেলে প্রবচন
ছড়িয়ে পড়েছে শহরের ঠোঁটে,
প্রেমের আগুন মিইয়ে গেছে
প্রেমিকের হৃদয়ে, প্রেমিকার অঙ্গে
জীর্ন কথায় জমে আছে শীতল মানবতা।
খেকিয়ে ওঠা ইট ভাটার আগুন হবে?
একটা দিয়াশলাই, দুটো কাঠি
এক চিলতে অঙ্গি স্ফুলিঙ্গ হলেও চলবে।
সেই কবে থেকে বুক পকেটে
একটা নেতানো সিগারেট নিয়ে ঘুরছি
আগুন হবে?
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুরুটা দারুণ ছিল, কিন্তু লাস্ট দু স্তবক পড়ে কনফিউশনে পড়ে গেলাম, কবি আগুন হতে চেয়েছেন, সেখানে সিগারেটের ভূমিকা কী? উপমা হিসাবে দেশলাই যেরকম উত্তেজনা বা বিস্ফোরণের ইঙ্গিত দেয়, সিগারেট হলো উলটো, যেটা শুধু জ্বলে অঙ্গার হয়ে পুড়ে নিঃশেষ হয়ে যায়। ভেবে দেখুন। অথবা, আপনি কী বলতে চেয়েছেন, তা বুঝি নি।
পাজী-পোলা, আপনার ছন্দ-জ্ঞান প্রশংসনীয়। আগে বলেছিলেন, এটা আপনি তেমন বোঝেন না, বা জটিল মনে হয়। এটা থেকে মনে হয় আপনি ছন্দ খুব ভালো বোঝেন।
একটা নতুন শব্দ আপনি বানাতে পারেন, রক্তলাভা (অগ্নিলাভার মতো)। সেক্ষেত্রে আপনার 'রক্ত লাভের মতো ফুটবে' কথাটা পালটে যাবে।
শুভেচ্ছা রইল।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১
পাজী-পোলা বলেছেন: কবি আগুন হতে চাইনি, সে আগুন চাচ্ছে বুকে যে হিম ঢুকে গেছে সেটাকে জ্বালানোর জন্য। সিগারেট খোররা মনে করে তীব্র ঠান্ডায় সিগারেট লাগালে শরীরে গরম আসে।
মাত্রা ব্যবহার করার জন্য শিখতে চাইনি, বিষয়টা মাথায় থাকলে এমনিতেই বের হবে। জোড় করে ব্যবহার করার জন্য না।
আপনি মনেহয় আমার আগের লেখাটা মিস করে গেছেন। ঐটা ঠিক আছে কিনা বুঝতে পারছি না। অবশ্য এটাও যে ঠিক আছে সেটাও জানতাম না আপনি না বললে। এজন্য নতুনদের কে অভিঙ্গদের কাছ থেকে পরামর্শ নিতে হয়। আমার এমন কপাল আসে পাশে কেউ নেই।
রক্তলাভা ব্যবহার করা যায় সেক্ষেত্রে পুরো বাক্যটা কি হবে মাথায় আসতেছে না যদি কখনো আসে ব্যবহার করবো। যেমন আমার ওই লেখাটা "আর যাব না তোমার বাড়ি" ঠীক করে নিয়েছি।
আপনার সু-মাতামতের জন্য ধন্যবাদ। মাত্রার বিষয়টা আসলেই গায়ে জ্বর আসতো এখনো অবশ্য আসে তবে আগের মত না। এজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
আপনি আগুন হোন, আমি ফ্রি কেরোসিন ঢেলে দেবো!
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
পাজী-পোলা বলেছেন: আমরা পাড়িতো ঐ একটা কাজ, ভৎসে ঘী ঢালা।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪
তারেক ফাহিম বলেছেন: শুরুটা প্রতিবাদী মনে হলেও শেষাংশে বুঝে উঠছি না।
শব্দমালা দারুনভাবে সাজালেন, শুভকামনা।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
পাজী-পোলা বলেছেন: আমি আগুন চাচ্ছি বুকে যে হিম ঢুকে গেছে সেটাকে জ্বালানোর জন্য। সিগারেট খোররা মনে করে তীব্র ঠান্ডায় সিগারেট লাগালে শরীরে গরম আসে।
আগুন হবে?
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: আমরা পাড়িতো ঐ একটা কাজ, ভৎসে ঘী ঢালা;"
-আপনি ঘি ঢালেন? বলেন নকল ঘি ঢালেন!
কবিতাটি কিশোর কবিতা আসরের বিপ্লবী কন্ঠ, তাই ভাবছি কেরোসিন হলে চলবে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১০
পাজী-পোলা বলেছেন: কেরোসিন যে খাঁটি সরিষার তেলের চেয়েও খাঁটি হবে তার নিশ্চয়তা কি?
কিশোর বিল্পব হোক অথবা বৃদ্ধদের পাকা হাড়ের ঝনঝনানি হোক, আমি তো আগুন চেয়েছি। আপনি প্রেট্রল পাম্প দিতে চাইলেও সেটা নিয়ে কি করবো?
বিস্ফোরণ না হলে সিগারেট জ্বালাবো কেমনে?
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "বিস্ফোরণ না হলে সিগারেট জ্বালাবো কেমনে? "
-বিস্ফোরণ একটা হয়েছে লেবাননে, ওরা ফরাসী চুরুট খাচ্ছে এখন।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৩৬
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০
এম এ হানিফ বলেছেন: প্রতিবাদী কবিতা। সুন্দর হয়েছে।