নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
এখান থেকে পেছনে তাকিয়ে দেখি
খাঁ খাঁ করছে তপ্ত ধু-ধু মরুভুমি।
ব্যর্থ জীবন- অর্জন করতে পারিনি
অর্জন করতে পারিনি কিছুই
সিক্ত ভালোবাসার ছায়া
মাতাল প্রেমের কামনা
প্রতিজ্ঞাবদ্ধ দৃঢ় হৃদ্যতা
কিংবা বিশ্বাসের আধার।
ঠাঁই পাইনি- কোন বুকে, চোখে, হৃদয়ে, ঘরে।
আজ এই খাদের কিনারে দাঁড়িয়ে
সম্মুখে তাকিয়ে দেখি প্রকান্ড শূন্যতা
আকাশ জুড়ে শূন্যতা__ভূতল ভরা শূন্যতা,
দেহের ভেতর উঁকি দিয়ে দেখি
অস্থিমজ্জাহীন কঙ্কালসার শূন্যতা।
নিজেকে অসীম শূন্যতার গিরিখাদে ফেলবার আগে
তোমাদের চোখ ধাঁধানো বিলবোর্ডের ভিড়ে
দিয়ে যাচ্ছি একটি চকচকে বিজ্ঞাপন-
কিডনী বিক্রয় হইবে
একজোড়া নির্ঘুম চোখ_ নাম মাত্র মূল্যে ছেড়ে দেব
হৃদয় জুড়ে অসুখের অসুক, নিকোটিনে পঁচে যাক
ধাবিত রক্তে এলকোহল, অবিক্রীতই থাক
শুনেছি এন্ডকোষের দাম অনেক বেশী
সস্তাদামেই বেঁচে দেব এই ভ্রষ্টা রাষ্ট্রে পুরুষত্ব
মেরুদণ্ডতো সেই কবেই ভেঙ্গে ফেলেছি,
আছেন কোন সহৃদয়বান ব্যাক্তি?
একটি অন্নপূর্ন পেটের দামে বিকিয়ে দেব "জামির "।
০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৮
পাজী-পোলা বলেছেন: বাঙালি তো।
২| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ২:১৮
জাহিদ হাসান বলেছেন:
০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৯
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
৩| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩০
এম ডি মুসা বলেছেন: লেখার জন্য শুভেচ্ছা রইল
০৭ ই অক্টোবর, ২০২০ রাত ২:৩০
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: সস্তা দামে বেঁচে দিলেও নেব না। ফ্রি হলে চিন্তা ভাবনা করতে পারি।