নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

জন্মই আমার ঘৃণিত অপরাধ

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৮

আমার শিরায় শিরায় পাপ
ধাবিত রক্তে কামনার আগ
মন ও মগজে ক্ষুদার্ত তাপ
শরীর জুড়ে কালিমার দাগ
জন্মই আমার ঘৃণিত অপরাধ।

ভুমিষ্ট হয়ে যেই উঠেছি কেঁদে
তোমরা সহি জীবন বাতলে দিলে
নিময় বাধার প্রাচীর ঠেসে দিলে,
যতবার ভাঙ্গতে চেয়েছি সেই বুজরুকি বাঁধ
ততবার করেছো শাসনের করাঘাত
জন্মই আমার নষ্ট হবার প্রাত।

ছুটন্ত কৈশরে জড়িয়েছি কটাক্ষ কাটাঁতারে
বিদ্ধ হয়েছি বাঁকা চোখের তীক্ষ্ণ নজরে
ক্রুশবিদ্ধ এই আমি,
আরব্য রহস্য খুঁজতে গিয়ে হয়েছি দাগী আসামি
কৈশোরেই আমি দণ্ডিত অপরাধী।

আমাকে ফাঁসির কষ্টে তোলো, মৃত্যু দন্ড দাও
এই আজন্ম কারাবাস থেকে মুক্তি দাও।

তোমাদের লালায়িত বিষ বাক্য, দাঁতেল শব্দ,
হিস্র হিংসার ধারালো নখ
আমার শরীরে গেড়ে বসে
ছিন্ন-ভিন্ন করে ফেলে বুক, বুক থেকে হৃদপিন্ড।
এই যে বুক- এখানে সঞ্চিত রেখেছিলাম
প্রেম, মায়া, মমতা, ভালোবাসা,
ওষ্টের মত সৌন্দর্য, নির্মল হাসি
সেইতো আমার জন্মান্তর অপরাধ
জন্মই আমার দহনের অভিশাপ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৫

অক্পটে বলেছেন: ভাল লাগল কবিতা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৭

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে। ধার আছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৭

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.