নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

ভয়

১০ ই মার্চ, ২০২২ রাত ২:২১

তোমাদের ভয় দানায় দানায়
হাড়ে হাড়ে, শিরায় শিরায়।
কত কীযে ভয় পাও তোমারা।
দুপুর রোদে খোলা মাঠে
ভীরের পথে পা বাড়াতে
মেঘলা আকাশ নিঝুম হলে
সামান্য অন্ধকারকেও কী ভয়!
তোমাদের ভয় গোড়ায় গোড়ায়।
হিংস্র সাপ ও শাপের তীক্ষ্ণ ফণায়
শকুন থাবার ডানায় ডানায়
নিরিহ বিড়ালছানাটাকেও কী যে ভয়;
বুঝি বাঘের ছাল দেখতে পাও।
তোমারা মাথা নুইয়ে চলো
পেটের ক্ষুধায় পাথর বাধো
কান্না করো ধীরে-
যদি রাষ্ট্র শুনতে পায়
ঘাড়ের উপর খর্গ চাপায়!
সেই ভয়ে তোমারা শঙ্কে থাকো
দফায় দফায় কাপতে থাকো
তোমাদের এত্ত কী যে ভয়।

বারুদ গুলোর গর্জে ওঠায়
কারার ঐ ভীম শিকায়
আত্তা কাপানো ভয়।
ভয়ে পিঠ ঠেলে সেঁধিয়ে যাচ্ছো তাই
মাথা গুঁজে পড়ছো পায়
তোমাদের কত্ত কী সে যে ভয়।
আধার রাতের রুপ কথায়
ডাইনী পাড়ার গল্প শোনায়
খোক্কশদের গন্ধ পাওয়ায়
তোমাদের প্রসাব চাপানো ভয়।
রাক্ষস গুলো তাই খাচ্ছে দেখো
পাঁজের হাড় ভাঙ্গছে যত,
ডাইনী বুড়ি কুটনি হেসে
সজাগ আছে দোরের গোড়ায়;
তোমরা মরছো গুমরে ভয়ের ডেরায়।

স্বর্গ-নরক যখন তুফান জমায়
দোজখটাকে বড্ড ভয়;
শরীর কাপানো ভয় খোয়াব নামায়।

আমার অত কিছুতে ভয় নেই;
আমার ভয় অন্য রকম, অন্য কোথায়।
সবজি কাটার চাকুটায়
চায়ের কাপের চামুচ টায়
খুব নিরিহ নেশার খাতায়
লেখার এই কলম টায়।
আমার ভয় ঘরের কোণে
দারি কাটার খুর টাকে
আলমারিতে বইয়ের তাকে;
অলীক শোভার ফুল দানিতে
মুখ বরাবর আয়না টাকে,
আমার ভয় আপন আমার আমি টাকে
কখন কী যে অস্ত্র হয়ে ওঠে
ঘাতক মারে ক্ষীপ্ত হাতে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: ভয়কে জয় করতে হবে।
ভয় থাকলে সামনে এগিয়ে যাওয়া যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.