নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
চতুর দিকে জোয়ার ধারা উন্নয়নের বাণ
ওষ্ঠ জুড়ে তৃপ্ত হাসি উন্নয়নের গান।
গানের পাখি গাইছে কেবল উন্নয়নের সুর
সকাল-বিকাল জপছে তারা উন্নয়নের গুণ।
গুণের কথা জ্ঞানের কথা বলছে তারা শোনো
উন্নয়নে ভাসছে দেশ চোখটা খুলে দেখো।
দেখতে পাবে পথে ঘাটে প্রান্ত খোলা মাঠে
আকাশটাকেও দেয়নি ছাড় উন্নয়নই উড়ে।
উড়ছে কেমন পাংখামেলে উন্নয়নের হাওয়ায়
চলছে কেমন দেশটা আহা উন্নয়নের চাকায়।
চলছে চাকায় উড়ছে হাওয়ায় উন্নয়নের রথে
বেহেস্ত হল সোনার দেশ উন্নয়নের জোরে।
জোর করে কি যায় রে রোখা উন্নয়নের পথ?
বাধার মুখে পরবি যারা তারাই হবি বধ।
বধ হয়ে সব রোধ হয়ে যাবি উন্নয়নের তলে
মরেই যদি মরুক মানুষ উন্নয়নের চোটে।
মরবে চোটে চাপবে বোঝা উন্নয়নের ভারে
বাজার জুড়ে পণ্য দর উন্নয়নে বাড়ে।
বাড়ছে কেবল ব্যাংকে ব্যালেন্স পকেট জুড়ে টাকা
উন্নয়ন ঘটছে তাদের উন্নয়নের যারা হোতা।
হোতা গুলো করছে হত্যা মরছে গরীব চাষা
নিজের আখের গুছতে গিয়ে টিপছে দেশের গলা।
গলার স্বর রুদ্ধ করে ৫৭'এর ধারা
বদ্ধ ঘরে বন্ধ করে গুমের লয়ে ওরা।
আমি অধম সাধ্য কি এসব কথা বলি
চাকরি আমার খোয়ায় যাবে ভাঙ্গবে আমার নলি।
নলির ডরে শুকুর করে মন্ত্র কেবল জপি
তৃপ্ত থাকুক তুষ্ট থাকুক কলি কালের দেবী।
রাষ্ট্র যা দেখিয়ে দেয় অবাক হয়ে দেখি
হাতির লেজের গল্প শত সবাক হয়ে শুনি।
তালির পরে দিচ্ছি তালি নাচ্ছে যত বাদর ছানা
উন্নয়নের হরেক মেলা বিনোদনের খেলা।
চতুর দিকে কী করেছি কী করেছি তাই শুধু শুধায়
কীসের তলে কী মেরেছে ছেড়া কাথায় লুকায়।
ওদের কেবল বাড়াছে ধন আমার পাতে ছাই
ওদের পীঠে পদের বাহার তোমার আমার বাকল নাই।
ওদের ঘরে টাকার পাহাড় উন্নয়নের সুদে
আমার ঘরে রৌদ্র ঝরে বৃষ্টি নামে ঝেপে।
পেটের ক্ষুধায় আগুন জ্বালায় শূণ্য প্লেট পাতে
উন্নয়নের খাচ্ছি হাওয়া অশ্রু দিয়ে ভীজে।
বকছি কেন মাতাল স্বরে উঠছি কেন ক্ষেপে
রুষ্ঠ কেন ওষ্ঠ আমার অনল কেন জ্বিবে?
উন্নয়নের বাহার শত উন্নয়নের তলে
উন্নয়নে যাচ্ছি পিষে উন্নয়নের নিচে।
দেখছি তাই নয়ন খুলে উন্নয়নের ধরা
মাঠের বুকে লেবুর ফলন উন্নয়নের ছোয়া।
ভ্রমর কেমন ওষ্ঠ ছোয় রেনুর অধর বুকে
নদী কেমন কলকলিয়ে উন্নয়নে বহে।
চতুর দিকে সুখের বাতাস শান্তি বাণী বীণে
বিশ্বমাতার কোলে এমন ধীরাজ কে দেখেছো, কবে?
মাতাই হলেন জগৎ মাথা; মাতাই জগৎ ধারী
উন্নয়নের এমন নজির মাতার কেরামতি।
মাতাই হলেন রাষ্ট্র কাজী, মাতার দয়ায় বাচি
মাতার পায়ের নিচে রে ভাই বেহেস্তেতে আছি।
বেহেস্ত হল কল্প সুখ উন্নয়নের ফাদে
বাস্তবতার রসিকতা ঠোট টিপিয়ে হাসে।
ওম উন্নয়নে নমাহ, ওম পদ্মা সেতু নমাহ
ওম স্যাটেলাইটে নমাহ, ওম মেট্রোরেল নমাহ,
ওম জিডিপি নমাহ, ওম কর্ণফুলি টানেল নমাহ,
ডিজিটাল বাংলাদেশ নম নম নম নম নমাহ
সর্বে সর্বা সর্বে সর্বা মাতায়ে নমস্তুতে।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:১১
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা/
লাইক!!!