নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
পৃথিবীর সবাই লোভী
কারো লোভ টাকার প্রতি, কারো জায়গার প্রতি
কারো জামার প্রতি, কারো বুকের প্রতি,
কেউ ধর্মের প্রতি, স্বর্গের প্রতি।
পৃথিবীর সবাই লোভী
আমিও লোভী, আমার লোভ তোমার প্রতি।
কেবল তোমার লোভে আমি করতে পারি আদিম পাপ
খেয়ে ফেলতে পারি গন্ধম
অস্বীকার করতে পারি স্বয়ং ইশ্বর।
কেবল তোমাকে একবার দেখতে পাব
এই আশ্বাস পেলে খুইয়ে ফেলতে এ দুটি চোখ।
তোমার ঠোটের লোভে এক চুমুকে শুষে নিতে পারি পৃথিবীর সমস্ত হেমলক।
তোমাকে একবার পাব এমন শর্তে সহস্র জনম দগ্ধ হতে পারি
দহনই হয় যদি প্রেমের রীতি।
পৃথিবীর সবাই লোভী
আমার লোভ কেবল তোমার প্রতি।
লোভে পাপ, পাপে মৃত্যু
তোমার পাপে নির্দীধায় চষে ফেলতে পারি সপ্ত নরক, হাবিয়া দোযখ।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০২৩ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: ভাই সাহেব আমি লোভী নই।