নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

একটা কবিতা লিখেছি, কখনো দেখা হলে শোনাবো

০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১১:২৬

একটা কবিতা লিখেছি
কখনো দেখা হলে শোনাবো।
তোমার চোখ যেন বেলজিয়ামের আয়না
আমার শরীরে হাজার দাগের ক্ষত,
তুমি দেবী কোন মন্দিরের
বাজারে আমার বসত।
যদি অস্বীকার ও করি তুমি আছো
চোখে চোখ পড়লে এই যাতনা
কেমন করে লুকাবো?
একটা কবিতা লিখেছি
কখনো দেখা হলে শোনাবো।

তুমি একটা জীবন নিয়ে এসো
আমি সাদা ডায়েরি নিয়ে আসবো।
ছিনিয়ে আনার প্রতিঙ্গা নয়
আমি কলমের কালিতে নক্ষত্রমন্ডলি সাজাবো।
আমার প্রতীক্ষার প্রতি এ তোমার কেমন সন্দেহ
আমি সমস্ত দিন পথের পাণে চেয়ে থাকি
তুমি আসবে না জেনেও।
আমার আপন কেউ নেই এই রিক্ত ধরণীতে
তবুও তুমি একবার যদি কবুল করো
আমি আকাশ(ফেরেস্তা) থেকে সাক্ষী নিয়ে আসবো,
একটা কবিতা লিখেছি
কখনো দেখা হলে শোনাবো।

ঘন আঁধার ঘিরে আছে আমার চারপাশে
তুমি কি এক টুকরো প্রশান্তির আলো হয়ে আসবে?
অজস্র অশ্রুর জল রাশিতে আমার ঘুমের বালিশ ভিজেছে
তুমি তোমার কোলে একটু ঘুম পাড়িয়ে দিবে?

আমি হারিয়েছি আমার যাবতীয় সকল কিছু
আমি আবারো বাজী ধরবো,
একটা কবিতা লিখেছি
কখনো যদি দেখা হয়, তোমায় শোনাবো।

-অনুবাদ
"এক শায়েরি লিখখি হে"
-মুনোয়ার ফারুকি-

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর এক উপলব্ধিকর

০২ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:২২

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

৩| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৭

অক্পটে বলেছেন: চমৎকার! খুব ভালো অনুবাদ করেছেন।

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৪৩

পাজী-পোলা বলেছেন: না, আপনাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ভালোবাসা নিবেন, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.