নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

অহংকার

১১ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০৭

তোমায় ভালোবেসে
মাঝে মাঝে অবাক লাগে
এত ভালো মানুষ বাসতে পারে কী করে!
নিজেকে মহৎ মনেহয়।
লাইলি- মজনু, শিরি-ফরহাদ
কেউ আমার কাছে কিচ্ছু না।
শাজাহান ও আমার চেয়ে বড় প্রেমিক না
আমিও ধ্বংশ করতে পারি ট্রয় তোমার জন্য।
ক্লিওপেট্রার চোখ কতটা সুন্দর ছিলো
সে চোখে আমি ডুবতাম কিনা? জানিনা।
কিন্তু জুলিয়াস সিজার কী কারণে ডুবে ছিলো
সেই তথ্য আজ আমার জানা,
বলতে পারো নখদর্পনে।

তোমায় ভালোবেসে
আমিও পেরোতে পারি ভরা দামোদর
খুঁজে আনিতে পারি একশো আটটি নীল পদ্ম।
লিখে ফেলতে পারি অমর কোন মহাকাব্য
কেবল তোমার বর্ণনা দিয়েই।
এসব ছেলে-খেলা ছাই উপন্যাস আমার কাছে নস্যি।

তোমায় ভালোবেসে
মাঝে মাঝে ভীষণ অবাক লাগে
নিজের কাছে নিজেকে মহৎ মনেহয়।
আমিও হতে পারি কূল ত্যাগী
কোন বাউল বা যাযাবর পথচারী।
হতে পারি সহস্র শতাব্দী
যুদ্ধ শেষে ফিরে আসা কোন বিধ্বস্ত প্রেমিক।

তোমায় ভালোবেসে
খুব অবাক লাগে।
এই যে আমি তোমাকি দেখছি
অথচো কিছুই চাইছি না,
এমন ভালো বাসতে পারে কজনে!

তোমার ভালোবাসা আমাকে অহংকারী করে তুলেছে
এই যে, আমি তোমাকে ভালোবাসতে পেরেছি
সেই দম্ভে মাটিতে পা পড়ছে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে কবিতা লিখেছেন নাকি?

১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৪

পাজী-পোলা বলেছেন: আমি যা লিখি বাস্তব অভিজ্ঞতা থেকেই লিখি, শুধু পার্থক্য কিছু নিজের, কিছু অন্যের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.