নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আমারও অনেক গল্প ছিলো
কাউকে না বলা হাজার রাতের গল্প।
আমারো ওষ্ঠাধর শব্দ ছিলো
অজস্র বাক্য ছিলো
প্রচুর কথা জমা ছিলো,
তুমি শুনতে চাইলে না বলে
আর কাউকেই বলা হল না।
বুকের মাঝে যে হৃদয় থাকে
সেই হৃদয়ে কে ঘুমিয়ে আছে?
ভেবেছিলাম- সুযোগ পেলে বলবো তোমাকে।
দুপুর রোদে পাড়া নিঝুম হলে
আমারও তোমার মাঝে
লুকোতে ভীষণ ইচ্ছে করে।
একটা ঘরে আমরা দুজন, থাকবো সুখে।
শোকের তখন আর থাকবে কী?
আমি যে- তোমায় পেয়েছি।
তোমার ঐ বুক জুড়ে
সকাল-বিকাল গন্ধ নিয়ে
আমার কেন স্বাদ মিটে না!
তোমায় দেখছি এত
তবুও কেন তেষ্টা ফুরায় না!
তোমার শাড়ির ভাজে লুকিয়ে গেলে
খুজবে কোথায়, আমি হারিয়ে গেলে?
তোমার শরীর জুড়ে যে থাকবো ছড়িয়ে।
সে সব রাত্রি দিনের স্বপ্ন আমার
ব্যার্থই পড়ে রইলো।
তুমি শুনতে চাইলে না বলে
কাউকে আর বলা হল না।
মেঘের পরে মেঘ দেখলে
আমার ও যে মন খারাপ হয়,
বৃষ্টি এলে- চোখের পাতায় ছাটা পড়ে।
আমারও ভীষণ অসুখ করে
তোমায় দেখতে না পেলে।
তবুও তুমি অন্য বুকে
রাত্রি কাটাও কেমন করে?
যখন শরীরটাতে শরীর ছোঁয়াও, দু:খ ঝরে।
আমারও ভীষণ দু:খ ছিলো
তুমি শুনতে চাইলে না বলে
কাউকেই আর বলা হল না।
একটা জীবন আমার ভুলেই গেল
ভুল মানুষের প্রেমে পড়ে।
কী যে করুণ কষ্ট হল!
কাউকে তা যায় না বলা।
আমারও অনেক কষ্ট ছিলো
তুমি শুনতে চাইলে না বলে
আর কাউকেই বলা হল না।
১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০৪
পাজী-পোলা বলেছেন: এমন মেয়ের ভাগ্যই নাকি, দূর্ভাগ। সে তো তাই বলে, মিথ্যা প্রেমের খোলস ফেলে।
২| ১৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: ছবি ও কবিতা দুটাই সুন্দর।
১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০৪
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
৩| ১৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন। দুপুর রোদে পাড়া নিঝুম হলে - এ অংশটা বেশি ভালো লেগেছে। নিঝুম দুপুরের একটা গান আছে আমার
শব্দটা ওষ্ঠাধর হবে (ওষ্ঠ + অধর)।
শুভেচ্ছা।
১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৩
পাজী-পোলা বলেছেন: শব্দটা ঠিক করে নিয়েছি। ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনার ভালোলাগা মানে লেখাটা কবিতায় স্থান পেয়েছে। আপনার গানটাও শুনবো। সেদিন আপনার ঐ গানটা শুনলাম "আমার বলার কিছু ছিলো না।" ছ কে চ এর মত উচ্চারণ করেছেন, শায়মা আপু ভুল ধরিয়ে দিলো। বেশ ভালোই গান আপনি। আপনি আমাকে একটা ছোট গানতে লিখতে বলেছিলেন, আপনি গাইবেন। শুরু করেছি, বেশীদূর এগোতে পারিনি। প্রথম প্যারা হয়েছে শুধু। তবুও খুব ভালো কিছু হয়নি।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৪৯
অক্পটে বলেছেন: দারুণ ভাললাগার কবিতা। তাকে যদি আপনি পেয়ে যেতেন তবে এই কবিতা আর লেখা হতোনা। এখন হাজার বছর বেচেঁ থাকবে আপনার মনের মানুষ, আপনার কবিতায়। আপনি তাকে মৃত্যুঞ্জয়ী করে রেখেছেন কবিতায়। কটা মেয়ের ভাগ্য এমন!