নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথম বাংলা ভিডিও বেস্ড পডক্যাস্ট যার প্রধান বিষয় টেক নিউজ, গেমিং, টিউটোরিয়াল ও পিসি বিল্ড

পিসি বিল্ডার বাংলাদেশ

পিসি বিল্ডার বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

BDIX FTP সার্ভার ব্যবহার করার সুবিধা

১২ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:৪৮

ব্রডব্যান্ড ইউজারদের জন্য একটি দারুণ সুবিধার ফিচার হচ্ছে FTP সার্ভার। কারণ মোবাইল ডাটা ইউজারদের কিন্তু এই সুবিধাটি নেই। আপনি যে আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) থেকে ব্রডব্যান্ড নেট কানেক্টশন নিয়ে থাকেন তাদের নিজস্ব কিছু FTP সার্ভার থাকে। সেই সকল সার্ভার থেকে যদি আপনি কোনো কিছু ডাউনলোড করেন তাহলে দেখবেন যে আপনার রেগুলার স্পিডের থেকে অনেকগুণ বেশি স্পিড পাওয়া যাচ্ছে! FTP Server BD list নামে একটি আর্টিকেলে, অনেক গুলো সার্ভারের লিস্ট করেছিলাম আগে একবার।

যাইহোক, কারণ এগুলো হচ্ছে ISP এর নিজস্ব কম্পিউটারে সার্ভারে হোষ্ট করা হার্ডডিক্সের ফাইল। আপনার হার্ডডিক্সের এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে কপি করতে যেমন স্পিড পান ঠিক তেমনি ভাবে এই সকল FTP সার্ভারে স্পিড তেমনই পাবেন। শুধুমাত্র সার্ভারটি আপনার বাসার যত কাছে হবে; আপনার ডাউনলোড স্পিড তত বেশি হবে। যেমন সাধারণত ব্রডব্যান্ড নেট কানেক্টশনে ইউটিউবের জন্য আলাদা স্পিড নির্ধারিত করা থাকে যেমনি, ঠিক তেমনি ভাবে FTP সার্ভারে আলাদা স্পিড দেওয়া থাকে।

আর এই ISP দের নিজস্ব FTP সার্ভারগুলোকে “সাধারণত” নিজস্ব ইউজার ছাড়া একসেস করা যায় না। ঠিক এই জায়গায় চলে আসে BDIX এর নাম! বর্তমানে দেশের সকল ISP ই বিডিআইএক্স এর সুবিধা দিয়ে থাকে। দেশের সকল ISP দের নিজস্ব FTP সার্ভারগুলোকে দেশব্যাপী সকল ISP ইউজারদের কাছে একসেস দেওয়াটাই BDIX এর প্রধান কাজ। মানে আপনি Link3 এর FTP সার্ভারগুলো Link3 এর ইউজার না হয়েও BDIX এর বদৌলতে ব্যবহার করতে পারবেন। আর মনে রাখা উচিত যে, দেশীয় টরেন্ট সার্ভারের থেকে FTP সার্ভার উত্তম! কারণ টরেন্টে ভালো Seed না থাকলে ডাউনলোডের সময় স্পিড পাবেন না। কিন্তু BDIX FTP সার্ভারগুলোতে এই সমস্যাটি থাকে না, সার্ভার সার্পোট করলেই আপনি সেখান থেকে সর্বোচ্চ স্পিডে ফাইল ডাউনলোড করতে পারবেন।

BDIX FTP সার্ভার ব্যবহার করার সুবিধা:
১) প্রথমত এটা International Bandwidth বাঁচায়! কারণ BDIX সার্ভারের ব্যবহারের কারণে আমাদের দেশের লোকাল ব্যান্ডউইথ লোকাল ভাবেই ব্যবহার করা হয়। এতে ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ ব্যবহৃত হয় না। যা সার্বিক ভাবে বৈদেশিক অর্থ ব্যবহার হওয়া থেকে বাঁচিয়ে থাকে। বিদেশি ব্যান্ডউইথের দাম প্রচুর হয়ে থাকে।

২) ল্যাটেন্সি কম হয়ে থাকে! ডাটা টান্সফার প্রচুর দ্রুত গতির হয়ে থাকে। তাই আপনি ঢাকাতে বসেই চট্টগ্রামের সার্ভার থেকে বেশ ভালো গতিতেই ডাটা ডাউনলোড করতে পারবেন।

৩) বড় বড় সাইজের ফাইল কোনো প্রকার চিন্তা ছাড়াই ডাউনলোড করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আপনার পছন্দের ছায়াছবি উচ্চ রেজুলেশনে দেখার জন্য বড় সাইজের ফাইল ডাউনলোড করতে হয়, BDIX সার্ভারের মাধ্যমে দ্রুত গতিতে ডাউনলোড হওয়ায় আপনি নিশ্চিন্তে বড় ফাইল ডাউনলোড করতে পারবেন।

FTP সার্ভারের অসুবিধাসমূহ:
১) সিকুরিটি কম থাকে। FTP আসলে ডাটা ট্রান্সফারের একটি non-secure পদ্ধতি। এই পদ্ধতিতে ডাটা পাঠালে সেটার সিকুরিটি থাকে না।

২) সার্ভার সার্পোট সবার ক্ষেত্রে এক হয় না। BDIX সার্পোট থাকা স্বত্বেও আপনার ISP তে দেশের সব সার্ভারে একসেস পাবেন না।

৩) অনেক সময় দেখা যায় যে BIDX এর মধ্যে থাকা স্বত্বেও কিছু কিছু ISP তাদের সার্ভারগুলোকে নিজস্ব ইউজার Exclusive করে দেয়, এতে ISP এর ইউজার হওয়া ছাড়া সার্ভারে একসেস পাওয়া যায় না।

৪) সার্ভারে নিয়মিত কনটেন্ট আপডেট না করা হলে সেই সার্ভার ব্যবহার করা বৃথা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.