নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভয় নেই কিছুতেই, জকেট বলে কথা ।

আমি আসবো আবার ফিরে।

জকেট

জকেট › বিস্তারিত পোস্টঃ

এক চিলতে শান্তি চাই ভাইয়া । দিবেন প্লিজ ? /:)

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

আর কত নাটক দেখবো আমারা ?
কাহিনি তো এখন দেখি উল্টা পাল্টা । র্বতমানে বাংলাদেশের রাজনিতিতে আর কত তালবাহানা দেখবোরে ভাই ?
এখন বিএনপি এর চ্যায়ারর্পাসনকেই হুমকি দিতেছে পদ ত্যাগের জন্য। কামরুল হাসান নাসিমের নামই তো কোন দিন শুনি নাই আজ র্পযন্ত।
কোন বস্তি থেকে উঠে আসলো জনগনের উপর নারকেল ভাংগার জন্য ?
যদিও র্বতমানে এতো র্দুভোগের পর কোন দলকে এখন আর সামর্থন করি না , তবুও এটা দেখার বিষয় সামনে আমাদের মত সাধারণ জনগনের জন্য কি অপেক্ষা করছে? :|
আবারও কিছু গাড়ি পোড়ানো , কিছু মানুষ পোড়ানো , কোন মায়ের বুক খালি না শান্তির র্বাতা নিয়ে আসবে সেটাই মুখ্য বিষয়।

কে এই কামরুল হাসান নাসিম ? নিজেই নিজের সাফাই গাইতেছে ! নিজেকে ভবিষ্যৎ সুদক্ষ রাজনিতী বিদ বলে দাবি করছে । আপনারা কি কখনো নাম শুনেছেন ???

সুত্রঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন কামরুল হাসান নাসিম নামে এক ব্যক্তি, যিনি নিজেকে ‘আসল বিএনপির’ নেতা দাবি করছেন।

জানা থাকলে একটু বলবেন প্লিজ । আমি বড়ই চিন্তিত নিজেকে নিয়ে নিজের দেশকে নিয়ে । ভয় করে আবার কখন জানি কি হয় ।
আমরা সাধারণ মানুষ গুলো কি একটু শান্তি পাবো না ? নাকি শাসকের হাতে বরাবরি শোষিত হবো ? /:) /:)

আমি বাঙ্গালি ! শুধু দু মুঠো ডাল ভাত আর একটু বিশ্রাম চাই স্বাধীন গনত্নত্রে । এর বেশি কিছু চাই না । আমরা বাঁচতে চাই !!
আমরা এক চিলতে শান্তি চাই । :(( :((

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৪

প্রবাসী ভাবুক বলেছেন: এই বেটা হল ৫ই জানুয়ারির নির্বাচনের আগের সরকার কর্তৃক তৈরি বিএনএফ এর নিউ ভার্সন৷ এটা তো বিএনপি নয়৷ ব্রাকেটবন্দী (আসল) বিএনপি৷ এটা নিয়ে এত আলোচনা-সমালোচনার কিছু নাই৷ সরকারের এই নাটকও সুপার ফ্লপ হবে৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.