নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুখিনী বাংলার সন্তান

চন্দ্রভুক

এম এ তিতাস

চন্দ্রভুক › বিস্তারিত পোস্টঃ

দুধের মাছি

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৪৪




আলালের ঘরের দুলাল তুমি
ধনী পিতার ঘরে,
টাকার কুমির তোমার বাবা
পুকুর চুরি করে ।

সেই তোমাকে ভালবেসে
করেছি আমি ভুল,
গুড়ে বালি দিয়ে আমার
হয়েছ ডুমুরের ফুল ।

খাল কেটে এনেছি কুমির
তোমায় পাশে ডেকে,
আক্কেল সেলামি দিয়ে আমি
পড়েছি আকাশ থেকে ।

তাসের ঘরের মতো তুমি
ভেঙ্গেছ প্রেমের ঘর,
অমাবস্যার চাঁদ হয়েছ
আমায় করে পর ।

কুল কাঠের আগুন আজি
আমার বুকে জ্বলে,
রাবনের চিতায় স্বপ্ন পুড়িয়ে
কোথায় হারিয়ে গেলে ।

চোখ বুজলেই সর্ষের ফুল
আজকে আমি দেখি,
তোমার ধোঁকা করেছে আমায়
আমড়া কাঠের ঢেঁকি ।

ভিজা বিড়াল স্বভাব তোমার
বুঝলাম অনেক পরে,
টনক আমার নড়ল যখন
তুমি পরের ঘরে ।

গভীর জলের মাছ তুমি
ডুবে খেয়েছ জল,
মুখে মধু অন্তরে বিষ
করেছ শুধুই ছল ।

উলু বনে মুক্তা ছড়িয়ে
আজকে আমি খালি,
চোখের মনি ছিলাম তোমার
হয়েছি চোখের বালি ।

ধনী লোকের ছেলের হাতে
মোয়া হয়েছ আজ,
এসব কথা মনে হলেই
মাথায় পরে বাজ ।

শরতের শিশির প্রতি রাতে
তোমার গায়ে পরে,
দুধের মাছি তোমার পাশে
ভন ভনিয়ে ঘোরে ।

দুধের মাছি বসবে দুধে
খাবে দুধের সর,
ঘোল বানিয়ে ছাড়বে তোমায়
করবে তোমায় পর ।

সেদিন তুমি বুঝবে আমায়
পড়বে আকাশ থেকে,
আপন পায়ে কুড়াল মেরে
কাঁদবে বুকটা চেপে ।

ভরাডুবি করেছ আমার
মাটির মানুষ পেয়ে,
এ কথাটিই বুঝবে তুমি
দুধের মাছি খেয়ে ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৪৯

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার একটি ছড়া। বাংলা বাগধারা ব্যবহার করে সাজানো! এখন জীবন থেকে না নেয়া হলেই হয়!! :)

ব্লগে স্বাগতম!! লিখতে থাকুন!

২| ০৭ ই জুন, ২০১৬ রাত ১০:২৩

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

দারুন মেধার পরিচয় দিয়েছেন এই ছাড়ায়।

শুভব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.