![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পঞ্চাশ রাজ্যের যুক্তরাষ্ট্র পতাকায় পঞ্চাশ তারা,
এই দেশেতে গেলে সবাই হয় যে আত্মহারা ।
রাষ্ট্রপতির হোয়াইট হাউজ ক্যাপিটাল ওয়াশিংটন,
ভার্জিনিয়ায় মিলিটারির অফিস পেন্টাগন ।
আলাস্কা বড় রাজ্য রাশিয়া থেকে কেনা,
লস এঞ্জেলসে গেলে সবার হলিউড হবে চেনা ।
নিউইয়র্ক বিগ অ্যাপেল লিবার্টি স্ট্যাচু বুকে,
আরকান্সাসের এলডরাডে থাকে সবাই সুখে ।
কেনটাকির ফ্রাইড চিকেন বিশ্ব মাঝে সেরা,
অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন মায়াজালে ঘেরা ।
ফ্লোরিডার মিয়ামি বীচ সবাই ভালবাসে,
নেভাডার লাস ভেগাসে ক্যাসিনোর আড্ডা বসে ।
ইলিনয়ের শিকাগো শহর পৃথিবীর কসাইখানা,
গ্রেট লেকেসের পাশেই আছে রাজ্য ইন্ডিয়ানা ।
ম্যাসাচুসেটসে হার্ভার্ড বিশ্ব আরও যে বোস্টন,
টেক্সাসের ডালাসে গেলেজুড়ায় সবার মন ।
দ্বীপ রাজ্য হাওয়াইতে পার্ল হারবার আছে,
মোবাইল ছোট্ট শহর আলাবামার মাঝে ।
মিশিগানের ডেটরয়েট মোটর গাড়ির শহর,
আটলান্টায় কোকা কোলা সিএন এন এর খবর।
©somewhere in net ltd.