নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুখিনী বাংলার সন্তান

চন্দ্রভুক

এম এ তিতাস

চন্দ্রভুক › বিস্তারিত পোস্টঃ

মা তুমি মা

০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৯



মা - পৃথিবীতে আসার আগেই
এসেছি তোমার মাঝে,
একটু একটু করে তুমি আমাকে বেঁধেছ অমরার বাঁধনে,
তোমার মাঝে গড়েছ আমার সারসত্তা,
তারপর দেখিয়েছ পৃথিবীর মুখ
শত কষ্ট সয়ে আজ তুমি নিরব হয়ে গেছ..
কিন্তু,জানো কি তুমি.....মা,
আমার প্রতি বিন্দু রক্ত কণায় তুমি মিশে গেছ
যখন আমি কিছুই বুঝতে শিখিনি তখনই,
তারপর ছড়িয়ে পড়েছ আমার রক্তরসে আর রক্ত কণিকায়
আমার হৃদয় তোমার ঠিকানা,
শিরা ধমনী তোমার বিচরণ পথ,
তাইতো আমার সার সত্তায় তোমাকে খুঁজে পাই আমি
প্রতিটি মুহূর্তে...সারাটি ক্ষণ শুধু তুমি আর তুমি
আমার নিঃশ্বাসে তুমি, প্রশ্বাসে তুমি
হৃদয়ের সিসটোলে তুমি ডায়াসটোলেও তুমি
আমার সমস্ত সত্তায় তুমি মা মিশে আছ অনাদিকালের তরে....
আমার হৃদয়ের চার প্রকোষ্ঠে আমি চার চারটি প্রাসাদ গড়েছি
শুধুই তোমার জন্য...
তুমি মা আমার মা,
তোমার পদতলে আমার স্বর্গ
আর তাইতো আমার মস্তিষ্কের তিন অংশেই
তোমার আমার দিন গুলোকে সাজিয়ে রেখেছি...
আমার চোখের মণি তুমি
আমার দুটি হাত শুধুই তোমার প্রার্থনার জন্য
তাইতো আমার সাধনায় তুমি,কামনায় তুমি
প্রত্যাশায় তুমি আর প্রাপ্তিতেও তুমি .....
তুমি মা আমার মা......

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৬ রাত ১০:২৪

বিজন রয় বলেছেন: আপনার নিকটি সুন্দর হয়েছে।

দুদিনেই ৫টি লেখা পোস্ট দিয়েছেন!!
মনে হচ্ছে আপনি দারুন সম্ভাবনাময়।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.