![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট রাসেল স্বপ্নে এসে আমায় গেল বলে
পবিত্র ওর রক্ত মোরা ফেলছি নাকি জলে ।
অশ্রু ভেজা চোখ দুটি ওর ক্ষোভ বুকটা জুড়ে ,
পবিত্র ওর রক্ত সে যে বলল দিতে ফিরে ।
শিশু সেতো নয়কো পাপী মরেছে দেশের তরে
সেই দেশেতে তোমরা কেন ব্যস্ত অনাচারে ।
দেশটি সবার এই কথাটি গিয়েছ তোমরা ভুলে
আপন স্বার্থ করতে পূরণ মেতেছ হরতালে ।
ঘুষ ,দুর্নীতি ,স্বজনপ্রীতি হচ্ছে হররোজ
পথশিশু পথে ঘুরে কেউ রাখেনা খোঁজ ।
ছোট্ট রাসেল নয় বিরোধী নয়কো কোন দলে
পবিত্র ওর রক্ত তবে ফেলবে কেন জলে ।
রক্ষা তোমরা পাবেনা কেউ দেশের কিছু হলে
তিরিশ লক্ষ শহীদ নিয়ে আসবে দলে দলে ।
দুর্নীতিবাজ সন্ত্রাসীরা শোন সবাই মিলে
তিরিশ লক্ষ প্রাণের রক্তে ডুববে অতল তলে ।
তাইতো আজি করছি বারণ বিভেদ যাও ভুলে
দেশের তরে মিল সবাই এক পতাকার তলে ।
মানুষ তুমি এই মাটিতে ঘুমাবে এরই তলে
তিরিশ লক্ষ প্রাণের রক্ত যেথায় বয়ে চলে ।
সেই মাটিতে এত অন্যায় কিভাবে মেনে নিলে
শহীদ শিশুর রক্ত ও ভাই ফেলনা আর জলে ।
বিবেকটাকে প্রশ্ন করে দেখনা কি বলে
একটু ভাবো কোথায় যাবে সকল শহীদ এলে ?
©somewhere in net ltd.