![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগোছালো ছেলেটা যখন নিজেকে গুছিয়ে আনতে শুরু করে কারো আশ্বাসে কারো স্পর্শে ঠিক তখন আবিষ্কার করে পাশের মানুষটা কেন জানি পাশে নাই আর কিন্তু তার অনুভুতি গুলো স্মৃতি গুলো ঠিক মনে গেঁথে থাকে তখন ও বিশ্বাস করেনা পাশের মানুষটা হারিয়ে গিয়েছে সময়ের আবর্তনে ।তখন শুধু কিছু কথা কিছু স্মৃতি ভেসে আসে মনের জানালায়।চারপাশে এত মানুষ তবু নিজেকে হারিয়ে ফেলে একাকীত্বের জালে ।রাত জেগে থাকা মানুষটা আজো রাত জেগে থাকে হঠাৎচমকে উঠে আবিষ্কার করে সে কার জন্য অপেক্ষারতসেই মানুষটা তার জীবনে আর নেই তাকে গুছিয়ে চলে গেছে দূরে কোথাও ।তখন তার কানে ভেসে আসে তার প্রিয় একটা গানের সুর
Thanks for all you've done
I've missed you for so long
I can't believe you're gone
You still live in me
I feel you in the wind
You guide me constantly
রাত গুলো এভাবেই কেটে যায় অগোছালো এলোমেলো ছেলেটার ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
অপু দ্যা গ্রেট বলেছেন: হয়ত এভাবেই যাবে !!!