নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারের সপ্তবর্ণ

কোন এক দুঃস্বপ্নের শেষে হয়ত দেখা হয়ে যাবে আবার!!

বিবর্ণ ক্যানভাস

অথর্ব পৃথিবীর কালো বুকে এসে পড়ুক এক চিমটি আলোকচ্ছটা!!!

বিবর্ণ ক্যানভাস › বিস্তারিত পোস্টঃ

আধুনিক বিজ্ঞানের ভালোবাসামণ্ডিত অদ্ভুতুরে প্রাণীগুলো!!!

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

প্রথমেই বইলা নেই এইটা একটা শিশুতোষ পোস্ট। বড়রাও পড়তে পারেন কোন গুনাহ নাই। কিন্তুক হতাশ হইলে লেখক কোন ভাবেই দায়ী নহে।। B-))



Almiqui :

এরে দেখে ভাইবেন না আবার ভুল জেনেটিকাল পরীক্ষার কারনে এর উদ্ভব হইছে। আসলে এরা বহুত পুরানো একটা প্রজাতী।। :|





Almiqui মুলত Solenodons পরিবারের অন্তর্ভুক্ত যারা প্রায় ৬৫ মিলিয়ন বছর ধরে পৃথিবীর বুকে টিকে আছে।। :| প্রাণীটি আবিষ্কার করা হয় ১৮৩৬ সালের দিকে। আর এর পর থেকে এ পর্যন্ত এদের মাত্র ৩৫ টির মত প্রজাতী পাওয়া গেছে।। এত প্রাচীন এবং এত দুর্লভ একটা প্রজাতী হওয়ায় এনারা আধুনিক বিজ্ঞানের কাছে বড়ই গুরুত্বপূর্ণ একটা জিনিস।।



Hagfish:

কেউ এই জিনিস দেখলে যদিও ধরতে চাইবে না। কিন্তুক তেনারা বিজ্ঞানী বইলা কথা!! :-*







Hagfish রে গুরুত্বপূর্ণ ধরা হয় কারন তাদের পূর্বপুরুষদের হাত ধরেই আমরা পৃথিবীতে তাই। ক্যাম্ব্রিয়ান যুগের ভর বিলুপ্তির সময় (৫৪৩-৫১০ মিলিয়ন বছর আগে) এদের পূর্বপুরুষরা বেঁচে গিয়েছিল বলেই পৃথিবীতে প্রানের অস্তিত্ব টিকে ছিল। ধারনা করা হয় Hagfish দের পূর্বপুরুষদের মধ্যেই প্রথম মেরুদণ্ড উদ্ভব হয়।।



Plainfin Midshipman:

বিজ্ঞানীরা আসলেই রুপ নয় গুন বিচারী!! :P কারন এদের যে চেহারা!! মাশাল্লাহ মিস ইউনিভার্স!! :-B





কিন্তু এরা বড় সংগীতপ্রেমী। বড় ভালো গান গায়। কিন্তু এই অবোধ মানব সমাজ সেই গানের অর্থ না বুইঝাই এদের বিরুদ্ধে অভিযোগ করে। এদের প্রেমিকা আকর্ষণের নিমিত্তে গাওয়া সুমধুর গানের কারনে নাকি মানুষ ঘুমাইতে পারে না। /:)

প্রথম দিকে তো মানুষ এদের তিব্র আওয়াজরে ধইরাই নিছিল যে এইটা নির্ঘাত কোন সাব মেরিন নাহলে সরকারের কোন গোপন প্রোজেক্ট এর শব্দ। পরে বিজ্ঞানীরা উদ্ধার করে এই বাছাধনদের। কিন্তু সেখানেও শান্তি নাই। ভোকাল কর্ড না থাকার পরও এনারা ক্যামনে গান গায় সেটাই এখন বিজ্ঞানের গবেষণার বিষয়।।





Purple Frog:

এই জিনিস দেখলেই সেই ষাঁড় আর ব্যাঙের গল্প মনে পড়ে। যেইখানে ব্যাঙ ষাঁড়ের মত হওয়ার জন্য নিজেরে ফুলাইতে ফুলাইতে ফাটাইয়া ফালায়। এই Purple Frog ও মনে হয় আর একটু হইলেই ফাটবে।। #:-S



দেখতে যেমনই হোক। এই ব্যাঙ আধুনিক বিজ্ঞানে বহুত গুরুত্বপূর্ণ। এই প্রজাতির আবিষ্কার সম্মন্ধে বলা হয় যে, শত বছরে এমন একটা আবিষ্কার হয় (কারণটা সম্ভবত এরা ভারতে আবিস্কার হইছে তাই :P ) ।। ধারনা করা হয় প্রায় ডাইনোসর যুগে এদের পূর্বপুরুষরা পৃথিবীর বুকে ছিল।।



Santino The Chimp:



শেষটায় কোন প্রজাতি না ইনি একাই একশ। Santino মুলত একটা শিম্পাঞ্জি। সুইডেনের ফুরুভিক চিড়িয়াখানায় এনার বাস। এ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাত করেই ২০১০ সালের দিকে ইনি দর্শকদের দিকে পাথর মারা শুরু করেন।। :-B







তাও ঠিক আছে কিন্তু ইনি অত্যন্ত দক্ষতার সাথে প্লানিং করে খড়ের গাদা, বোল্ডার এর পিছনে পাথর লুকান। এবং জায়গাগুলো এমন ভাবে নির্বাচন করেন যেখান থেকে সহজেই দর্শকদের গায়ে পাথর ছুরে মারা যায়। তারপর তিনি ধৈর্য ধরে বসে থাকেন। যখন চিড়িয়াখানা ব্যাস্ত হয়ে উঠে তখনই তিনি শুরু করেন তার খেলা!! B-))

আর তার এই পরিকল্পনা করার ক্ষমতা, সেই অনুযায়ী কাজ করার ক্ষমতা এবং তার প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকার ক্ষমতার কারনেই বিজ্ঞানীরা একে বহুত বালুবাসে!! B-)



তথ্যসূত্র- কতিপয় বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট!

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আদরসারািদন বলেছেন: বিনুদিত হইলাম B:-/

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৭

বিবর্ণ ক্যানভাস বলেছেন: আপনারে বিনুদিত করতে পাইরা অনেক ভাল্লাগতেছে।। :-B

২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং!

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:২০

বিবর্ণ ক্যানভাস বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাব।। :#>

৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৩

আলাপচারী বলেছেন: বর্ণনার ধরণটা ভালো লাগছে।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৯

বিবর্ণ ক্যানভাস বলেছেন: বাচ্চাদের পোস্ট পড়ার জন্য ধন্যবাদ!! :P

৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪১

বোকামন বলেছেন:
সুন্দর পোস্ট ! তৃতীয় ভালোলাগা :-)

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৮

বিবর্ণ ক্যানভাস বলেছেন: ধন্যবাদ বোকামন ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.