নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্র সাংবাদিক

প্রণব দেবনাথ

সময়ের থেকে দামী, জ্ঞানের থেকে উৎকৃষ্ট কোনো বস্তু বা তত্ত্ব নেই

প্রণব দেবনাথ › বিস্তারিত পোস্টঃ

ধর্ম-মানবিকতা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৯

ধর্ম-এর থেকে ভাল কোন ব্যবসা নেই এই মুহূর্তে।ধর্মের নামে গেরুয়া বা সাদা থান গায়ে চাপিয়ে কপালে তিলক কেটে জম্পেশ একটা নাম নিয়ে একটু প্রচার করে দিলেই হয়ে গেল দলে দলে লোক ছুটবে শাস্ত্র প্রবচন দুই একটা জায়গা থেকে ঠেলেঠুলে বলে দিতে পারলেই হল। আর ঠেকায় কে জন্ম হয়ে গেল বাবা ওমুক।

ওরা না হয় আমাদের বোকা বানাচ্ছে সাধু সেজে কিন্তু আমরা কি করছি! আমরা ধর্ম নাম শুনলেই কেমন যেন সাহস করে কিছু বলে উঠতে পারিনা।কেন এমন হয় জানিনা।কে যেন চেপে রাখছে সব প্রতিবাদ।যে সাধু সন্যাসীদের ভোগ বিলাস থেকে দূরে থাকার কথা তারা এসি ঘর ছাড়া থাকতে পারেননা দুই পা চলতে গেলে এসি গাড়ি চাপতে হয়, ইচ্ছে করে এদের দিকে আঙ্গুল তুলে বলি তুই ভণ্ড। গুন্ডা বদমাশ বন্দুক দেখিয়ে টাকা তোলে আর সাধুরা ঈশ্বরের ভয় দেখিয়ে টাকা তোলে।তাই এই সব ভেকধারী সাধু আর গুন্ডা বদমাশদের মধ্যে খুব একটা অমিল খুঁজে পাওয়া যায়না।অথচ আমরাই এদের কাউকে আদর করে রাখি শ্রী-ঘরে আর কাউকে পাঠাই শ্রীঘরে ।

মানুষ নিজের প্রয়োজনে ধর্ম সৃষ্টি করেছে।সময়ের সাথে অনেক নিয়ম কানুন যুক্ত হয়েছে।তাহলে এখন সময়ের দাবী মেনে ধর্মের নিয়ম কানুন বদলানোর কথা উঠলেই ধর্মবাজরা রে রে করে উঠেন কেন! সত্যিটা হলো ধর্ম নয় সমস্যা আমরা নিজেরাই।আমরা আমাদের বুদ্ধি বিবেচনা বিসর্জন দিয়ে ধর্মের নামে হাজার হাজার বছর ধরে যে শোষন নিপিড়ন আর হত্যালীলা চলছে তাকে সরবে কখন নিরব থেকে সমর্থন করে যাচ্ছি।কয়েকজন প্রতিবাদে রাস্তায় নামলেও আমরা বেশীরভাগ লোক ধর্মের ভয়ে নিজেদের দুরেই রাখি।

কিন্তু এভাবে আর কতদিন!আমাদের বুঝতে হবে ঈশ্বর থাকুক বা না থাকুক ধর্মে বিশ্বাস থাকুক বা না থাকুক আমাদের বাঁচতে হবে নিজেদের মতো করে মিলেমিশে, বিশ্বাস করতে হবে মানবিকতাই শ্রেষ্ঠ ধর্ম ।নয়তো স্বর্গ থেকে কেউ বাঁচাতে আসবেনা। যারা এই কথা বিশ্বাস করবেন না তারা একবার মর্গ থেকে কয়েকদিনের পচা মরা এনে তাকে বাঁচানোর জন্য মন্দির মসজিদে পুজো দোয়া কলমা পড়ে দেখতে পারেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

মুদ্‌দাকির বলেছেন:

হ্যাপি ব্লগিং , মানুষ হতে হলে ধর্ম ভালো করে মানতে হবে, ধর্ম মানা মানেই অন্য ধর্মের ছিদ্রান্বেষণ করা নয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

প্রণব দেবনাথ বলেছেন: ঠিক বলেছেন, কিন্তু ঠিকঠাক ধর্ম কজন মানে বলুন।আমি গীতা,কোরান,বাইবেল যেটুকু পড়েছি তাতে দেখলাম প্রচুর জ্ঞানের কথা আছে। যেগুলো যুক্তি দিয়ে বিচার করলে সুস্থভাবে বাঁচা যায়।এইছাড়া আরো বুজলাম সব ধর্মের বেশীরভাগ লোক-ই শাস্ত্র প্রবচন এর অন্তর্নিহিত অর্থ বোঝেনা,আক্ষরিক অর্থ বঝে বলেই এতো গণ্ডগোল। আর আমার মনে হয় সব ধর্ম গুলোর যুগোপযোগী সংস্কার দরকার।একটা জিনিস খেয়াল করলে দেখবেন সব ধর্ম থেকে বিশেষ কিছু কথা বাদ দিলে প্রায় সব একরকম। আমি ধর্মে বিশ্বাস করি কিন্তু ধর্মের নামে বুজরুকিতে নয়। ধন্যবাদ.।.।

২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৪

খেলাঘর বলেছেন:

ধর্মগুলো এসেছিল রাজতন্ত্রের সময়, যেগুলো গণতন্ত্রের সাথে টাল মিলাতে পারবে না, সেগুলো বিদায় নেবে।

৩| ০১ লা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

খেলাঘর বলেছেন:

ধর্ম বুঝতে হলে শিক্ষিত হওয়া দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.