নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্র সাংবাদিক

প্রণব দেবনাথ

সময়ের থেকে দামী, জ্ঞানের থেকে উৎকৃষ্ট কোনো বস্তু বা তত্ত্ব নেই

প্রণব দেবনাথ › বিস্তারিত পোস্টঃ

ভাষা বিভ্রাট।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩০

এক অবাঙ্গালী পুলিশের এস পি তার বাংলা একটু উল্টা পাল্টা হতো। তা কেমন -

একবার সাংবাদিকদের সাথে কথায় কথায় তিনি বললেন-"হামাদের পূর্বোপাড়া থানা একট বাড়াবাড়িতে চলচে" সাংবাদিকরা ভাবলো এস পি নিজের থানার বদনাম করছে! তারা জিজ্ঞেস করলো বাড়াবাড়ি করছে তো আপনি কিছু করছেন না কেন?

এস পি-ম্যায় উপরেওয়ালা কো বোল দিছি উরা বলচে জাগা দিখো,কতো কি লাগবে জানতে বুল্লো।

সাংবাদিক- কি! উল্টা পাল্টা লাগছে ঠিক করে বলুন তো পূর্বপাড়া থানার কি হয়েছে?

এস পি- আরে ভাই হামি বলছি হামাদের উই থানাটা একট বাড়াবাড়ি বাড়াবাড়িই আরে ভাই Rent Houses বুজলেন উটাকে সোরাতে হোবে।

সাংবাদিক- আমরা ভাবলাম আপনার ঐ থানা হয়তো বে আইনি কোন কাজ করছে দিলেন মজাটাই মাটি করে।:P



এস পি অফিসে ঘরে বসে আছে দরজায় কাউকে দেখে ডাকলেন। লোকটা ড্রাইভার, ভেতরে আসার পর এস পি জিজ্ঞেস করলো-

তুমি উকে মারলে কেনো?X(

ড্রা-আমি কিছু মারিনি স্যার।/:)

এস পি- মিথ্যে কাথা আমি দেখলাম তুমি উকে মেরেছো।X(X(

ড্রা- সত্যি বলছি স্যার আমি কেন মারতে যাবো!/:)/:):((

এস পি- ফের মিথ্যে কাথা আমি নিজের চেখে দেখলাম তুমি উকে মেরেছোX((X((X((

ড্রা-না স্যার আমি কাউকে মারিনি আমি তো নিচে যাচ্ছিলাম আপনি তখন ডাকলেন আমি এলাম:|:|

এস পি-তার আগে কী করেচো X(

ড্রা-আমি দেখলাম আপনি আছেন কিনা:|

এস পি-উইতো ঐ তো জিজ্ঞেস করলাম তো মিথ্যে বলছো কেনো?X(

ড্রা-মানে আমি উঁকি কেনো মারলাম?:-/

এস পি-হ্যাঁ

ড্রা-আমি ভাবলাম আপনি বলছেন আমি ওকে মারলাম কেন:P:P:P

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৩

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

২| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৪

ঢাকাবাসী বলেছেন: ভাল কথা শিরোনামে বানান 'বিভ্রাট' হবে।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৯

প্রণব দেবনাথ বলেছেন: ঠিক করে দিয়েছি ধন্যবাদ দাদা ।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৬

খেলাঘর বলেছেন:


বিভ্রাট, বড় বিভ্রাট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.