![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ চাইছে রাম রাজত্ব চাইছে কেউ খিলাফত,
দুয়ের মাঝে হিন্দু মুসলিম যাচ্ছে ভুলে আপন পথ।
অতীত টা ভাই অতীত হলো কিসের অতো টান,
সুখ শান্তি আসবে মনে মানলে বর্তমান।
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
সুলতানা রহমান বলেছেন: শুধু বর্তমান নিয়ে কেউ সন্তুষ্ট থাকে না।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯
প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ কবিতা। ধন্যবাদ
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৪
দেবজ্যোতিকাজল বলেছেন:
তাই……………¿
http://www.somewhereinblog.net/blog/debajyotikajal/30088154
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
দেবজ্যোতিকাজল বলেছেন: রাম কি জুলুমবাজ রাজা ছিলেন ? এই উদাহরণটায় আমার একটু আপত্তি আছে ।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩
প্রণব দেবনাথ বলেছেন: আমি রাম কে খারাপ বলিনি আবার খিলাফত কেও না আমি বলতে চেয়েছি ওই সময় হয়ত ভাল ছিল,কিন্তু তার সময়কাল ও তো শেষ হয়েছে। কারন ঐ শাসনে অবশ্যই কিছু একটার ঘাটতি ছিল তাই তার যুগ শেষ হয়েছে।তাই এখন রাম রাজত্ব বা খিলাফত প্রতিষ্ঠা যদি হয়ও সেটা কি চিরস্থায়ী হবে? তাই দরকার ঐ সময়কালের থেকে উন্নত ভাবনা যেটা এখন দরকার।যদিও এখন যেটা হবে সেটাও একদিন সময়ের স্রোতে হারিয়ে যাবে।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন ।আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভ কামনা ।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লিখেছেন